Ajker Patrika

বিটিভিতে বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৯
বিটিভিতে বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণা’। অনুষ্ঠানে বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা, হত্যার স্থান, নির্যাতনের ধরন, হত্যায় সহায়তাকারী, হত্যার ফলে বুদ্ধিজীবীদের পরিবার ও দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা তুলে ধরা হয়েছে। অংশ নিয়েছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার ও শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী।

মুক্তিযুদ্ধ চলাকালীন নির্যাতন ও হত্যার স্থান, গণকবর এবং মুক্তিকামী বাঙালির ওপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘একাত্তরের বধ্যভূমি’। আলোচনায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি ম হামিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। উপস্থাপনায় নুসরাত জাহান রুহি। প্রচারিত হবে বেলা ৩টা ১০ মিনিটে।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘আলোর দিশারী’। অংশ নিয়েছেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

রাত ৯টা ২৫ মিনিটে রয়েছে আবেদ খানের উপস্থাপনায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা অনুষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত