মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ)

দুই বছর বয়সে বাবা মারা যান। পাঁচ সন্তান নিয়ে বিপদে পড়ে যান তাঁর মা। মানুষের বাড়িতে কাজ করে ও মাটি কেটে দিনমজুরের কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। সেই ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়াশোনার সুযোগ পেয়েছেন। বলছিলাম মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নের বাগডাঙ্গী বসন্তপুর গ্রামের দরিদ্র মইফুল বেগমের কথা। মইফুল বেগমের ছোট ছেলে আমির হামজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে ২৫৩ তম এবং ঘ ইউনিটে ৬১ তম মেধা তালিকায় স্থান লাভ করেছেন তিনি।
জানা যায়, মা মইফুল বেগম স্বামীর মৃত্যুর পর ৫ সন্তানকে মানুষ করতে মানুষের বাড়িতে কাজ করে, রাস্তায় মাটি কেটে, খেয়ে না খেয়ে সন্তানদের লালন পালন করেন। ২ মেয়েকে বিয়ে দেন। টাকার অভাবে আর কোনো ছেলেমেয়েকে তিনি প্রাইমারির বেশি পড়াতে পারেননি। তবে আমির হামজা ছাত্র ভালো হওয়ায় তাঁর পড়াশোনা বন্ধ করেননি ওই নারী। আমির হামজাও পড়াশোনার ফাঁকে ফাঁকে মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করেছেন।
চরাঞ্চলের একমাত্র বিদ্যাপীঠ আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে আমির হামজা ২০১৮ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পান। পরে মানিকগঞ্জ বেগম জরিনা ডিগ্রি কলেজে ভর্তি হন। সেখানে ২০২০ সালে ৪ দশমিক ৫০ পেয়ে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পান তিনি।
আমির হামজার মা মইফুল বেগম বলেন, ‘মানুষের বাড়ি কাজ কইরা ওরে পড়াশোনা করাইছি। আমার কষ্ট দেইহা অনেকেই ওরে খরচ দিয়া সাহায্য করছে। আইজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইছে। এখন বিশ্ববিদ্যালয়ের খরচ চালানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি সকলের সহযোগিতা চাই।’
আমির হামজা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাইছি, আল্লাহর কাছে শুকরিয়া। মানিকগঞ্জ জরিনা কলেজে পড়াকালীন সময়ে টিউশন করতাম। করোনায় টিউশনি বন্ধ হয়ে গেলে এলাকায় এসে দিনমজুরের কাজ করেছি। আমি সহযোগিতা চাই। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই।’
আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন বিপ্লব বলেন, ‘আমির হামজার মেধা দেখে আমরা বুঝতে পেরেছিলাম ও পড়াশোনায় ভালো করবে। দরিদ্র পরিবার থেকে আসা হামজার মধ্যে যে উদ্দীপনা ছিল আমরা সেটাকে কাজে লাগাতে পেরেছি।’

দুই বছর বয়সে বাবা মারা যান। পাঁচ সন্তান নিয়ে বিপদে পড়ে যান তাঁর মা। মানুষের বাড়িতে কাজ করে ও মাটি কেটে দিনমজুরের কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। সেই ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়াশোনার সুযোগ পেয়েছেন। বলছিলাম মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নের বাগডাঙ্গী বসন্তপুর গ্রামের দরিদ্র মইফুল বেগমের কথা। মইফুল বেগমের ছোট ছেলে আমির হামজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে ২৫৩ তম এবং ঘ ইউনিটে ৬১ তম মেধা তালিকায় স্থান লাভ করেছেন তিনি।
জানা যায়, মা মইফুল বেগম স্বামীর মৃত্যুর পর ৫ সন্তানকে মানুষ করতে মানুষের বাড়িতে কাজ করে, রাস্তায় মাটি কেটে, খেয়ে না খেয়ে সন্তানদের লালন পালন করেন। ২ মেয়েকে বিয়ে দেন। টাকার অভাবে আর কোনো ছেলেমেয়েকে তিনি প্রাইমারির বেশি পড়াতে পারেননি। তবে আমির হামজা ছাত্র ভালো হওয়ায় তাঁর পড়াশোনা বন্ধ করেননি ওই নারী। আমির হামজাও পড়াশোনার ফাঁকে ফাঁকে মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করেছেন।
চরাঞ্চলের একমাত্র বিদ্যাপীঠ আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে আমির হামজা ২০১৮ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পান। পরে মানিকগঞ্জ বেগম জরিনা ডিগ্রি কলেজে ভর্তি হন। সেখানে ২০২০ সালে ৪ দশমিক ৫০ পেয়ে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পান তিনি।
আমির হামজার মা মইফুল বেগম বলেন, ‘মানুষের বাড়ি কাজ কইরা ওরে পড়াশোনা করাইছি। আমার কষ্ট দেইহা অনেকেই ওরে খরচ দিয়া সাহায্য করছে। আইজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইছে। এখন বিশ্ববিদ্যালয়ের খরচ চালানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি সকলের সহযোগিতা চাই।’
আমির হামজা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাইছি, আল্লাহর কাছে শুকরিয়া। মানিকগঞ্জ জরিনা কলেজে পড়াকালীন সময়ে টিউশন করতাম। করোনায় টিউশনি বন্ধ হয়ে গেলে এলাকায় এসে দিনমজুরের কাজ করেছি। আমি সহযোগিতা চাই। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই।’
আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন বিপ্লব বলেন, ‘আমির হামজার মেধা দেখে আমরা বুঝতে পেরেছিলাম ও পড়াশোনায় ভালো করবে। দরিদ্র পরিবার থেকে আসা হামজার মধ্যে যে উদ্দীপনা ছিল আমরা সেটাকে কাজে লাগাতে পেরেছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫