Ajker Patrika

পায়রা সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ৫৯
পায়রা সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

সদ্য চালু হওয়া পটুয়াখালীর পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাইয়ান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

গত সোমবার বিকেলে পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে। রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে।

জানা যায়, পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত রাইয়ানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় নেওয়া পথে তার মৃত্যু হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নুরুনাহার বলেন, সন্ধ্যায় আহত অবস্থায় রাইয়ান ও মোরশেদকে হাসপাতালে আনা হয়। রাইয়ানের অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোরশেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়।

এদিকে অপর আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

দুমকি থানারা উপপরিদর্শক বিপ্লব কুমার ভাট জানান, চারলেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করায় এ দুর্ঘটনা ঘটে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো জানতে পারিনি তবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত