
প্রায় ১৪ বছর আগে সাদিক আহমেদ বানিয়েছিলেন সিনেমা ‘দ্য লাস্ট ঠাকুর’। বিশ্বের প্রায় ৫০টির বেশি দেশে এই সিনেমা মুক্তি পেয়েছে। বিভিন্ন উৎসবে প্রশংসিতও হয়েছে সিনেমাটি। বাংলাদেশেও ব্যাপক আলোচিত হয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতার এই সিনেমা। এ বছরের শুরুতে তাহসান খান ও আজমেরী হক বাঁধনকে নিয়ে ‘আ ব্লেসড ম্যান’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন সাদিক আহমেদ। কাজটি বেশি দূর এগোয়নি, বিভিন্ন কারণে আটকে আছে বলে জানালেন এই নির্মাতা। তবে তিনি ফিরেছেন শুটিংয়ে, নতুন সিনেমা নিয়ে। নাম ‘সিটি অব ওজ’। পরিচালক সাদিক আহমেদ বলেন, ‘সিনেমাটি একটি ম্যাজিক্যাল গল্প নিয়ে তৈরি হবে। চরিত্রগুলো সব মৃত।’
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমায় অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, খিজির হায়াত খান, হৃদয়, সাইফ খান, হামিদুর রহমান ও শাহরিয়ার ফেরদৌস সজীব। ইতিমধ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে।
সিটি অব ওজ প্রসঙ্গে নির্মাতা সাদিক বলেন, ‘মানবজীবনের বিভিন্ন ডার্ক সাইডের কাহিনি উঠে আসবে এই সিনেমায়। খুন-ধর্ষণের মতো নৃশংস অপরাধে লিপ্ত থাকা এক ভুতুড়ে জগৎ, যেখানে কোনো চরিত্রই জানে না যে তারা মৃত! সিনেমাটি মূলত মৃত একটি নগরীর গল্প বলবে। অভিনয়শিল্পীদের পারফরম্যান্সই এই সিনেমার প্রাণ।’
অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি বেশ রহস্যময়। গল্পটিও অন্য রকম। চরিত্রটি প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দারুণ কিছু হচ্ছে। নতুন কিছু হচ্ছে।’
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘সিনেমাটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এত বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম পাদরি চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিটি অব ওজ প্রযোজনা করছে দ্য ব্রেক অব ডওন ফিল্মস। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র মার্কেটেও সিনেমাটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে। কাজ শেষ হলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।
বাংলাদেশে জন্মগ্রহণ করা সাদিক আহমেদ ব্রিটেনের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুলে পড়াশোনা করেছেন।

প্রায় ১৪ বছর আগে সাদিক আহমেদ বানিয়েছিলেন সিনেমা ‘দ্য লাস্ট ঠাকুর’। বিশ্বের প্রায় ৫০টির বেশি দেশে এই সিনেমা মুক্তি পেয়েছে। বিভিন্ন উৎসবে প্রশংসিতও হয়েছে সিনেমাটি। বাংলাদেশেও ব্যাপক আলোচিত হয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতার এই সিনেমা। এ বছরের শুরুতে তাহসান খান ও আজমেরী হক বাঁধনকে নিয়ে ‘আ ব্লেসড ম্যান’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন সাদিক আহমেদ। কাজটি বেশি দূর এগোয়নি, বিভিন্ন কারণে আটকে আছে বলে জানালেন এই নির্মাতা। তবে তিনি ফিরেছেন শুটিংয়ে, নতুন সিনেমা নিয়ে। নাম ‘সিটি অব ওজ’। পরিচালক সাদিক আহমেদ বলেন, ‘সিনেমাটি একটি ম্যাজিক্যাল গল্প নিয়ে তৈরি হবে। চরিত্রগুলো সব মৃত।’
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমায় অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, খিজির হায়াত খান, হৃদয়, সাইফ খান, হামিদুর রহমান ও শাহরিয়ার ফেরদৌস সজীব। ইতিমধ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে।
সিটি অব ওজ প্রসঙ্গে নির্মাতা সাদিক বলেন, ‘মানবজীবনের বিভিন্ন ডার্ক সাইডের কাহিনি উঠে আসবে এই সিনেমায়। খুন-ধর্ষণের মতো নৃশংস অপরাধে লিপ্ত থাকা এক ভুতুড়ে জগৎ, যেখানে কোনো চরিত্রই জানে না যে তারা মৃত! সিনেমাটি মূলত মৃত একটি নগরীর গল্প বলবে। অভিনয়শিল্পীদের পারফরম্যান্সই এই সিনেমার প্রাণ।’
অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি বেশ রহস্যময়। গল্পটিও অন্য রকম। চরিত্রটি প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দারুণ কিছু হচ্ছে। নতুন কিছু হচ্ছে।’
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘সিনেমাটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এত বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম পাদরি চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিটি অব ওজ প্রযোজনা করছে দ্য ব্রেক অব ডওন ফিল্মস। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র মার্কেটেও সিনেমাটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে। কাজ শেষ হলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।
বাংলাদেশে জন্মগ্রহণ করা সাদিক আহমেদ ব্রিটেনের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুলে পড়াশোনা করেছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫