খুবি প্রতিনিধি

আগামী ১৮ অক্টোবর খুলবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব আবাসিক হল। এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ। বিশ্ববিদ্যালয়ের সব হলে এখন চলছে সংস্কার কাজ। আবাসিক হল খোলার আগে সংস্কার ও পরিবেশ উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক সপ্তাহের মধ্যে সব অসমাপ্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার সকাল ১০টায় হলের সংস্কার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে যান। প্রথমে তিনি অপরাজিতা হল, পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, খানজাহান আলী হল, খানবাহাদুর আহছান উল্লাহ হল এবং সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রত্যেক হলের সংস্কার ও পরিবেশে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এসব হলের বেশির ভাগ কাজ শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তবে এখনো অবশিষ্ট যে কাজ চলমান রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন যাতে আবাসিক শিক্ষার্থীরা স্বচ্ছন্দে হলে থাকতে পারে। এ ছাড়া উপাচার্য হলগুলোতে করোনা মহামারি থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা দেন। আবাসিক হল ছাড়াও উপাচার্য নির্মাণাধীন দশতলা ৪র্থ একাডেমিক ভবন ‘জয়বাংলা ভবন’, রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন ও নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
আবাসিক হল পরিদর্শনকালে খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল জব্বার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তানজিল সওগাত, খানবাহাদুর আহছান উল্লাহ হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ ও অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১৮ অক্টোবর খুলবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব আবাসিক হল। এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ। বিশ্ববিদ্যালয়ের সব হলে এখন চলছে সংস্কার কাজ। আবাসিক হল খোলার আগে সংস্কার ও পরিবেশ উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক সপ্তাহের মধ্যে সব অসমাপ্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার সকাল ১০টায় হলের সংস্কার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে যান। প্রথমে তিনি অপরাজিতা হল, পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, খানজাহান আলী হল, খানবাহাদুর আহছান উল্লাহ হল এবং সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রত্যেক হলের সংস্কার ও পরিবেশে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এসব হলের বেশির ভাগ কাজ শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তবে এখনো অবশিষ্ট যে কাজ চলমান রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন যাতে আবাসিক শিক্ষার্থীরা স্বচ্ছন্দে হলে থাকতে পারে। এ ছাড়া উপাচার্য হলগুলোতে করোনা মহামারি থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা দেন। আবাসিক হল ছাড়াও উপাচার্য নির্মাণাধীন দশতলা ৪র্থ একাডেমিক ভবন ‘জয়বাংলা ভবন’, রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন ও নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
আবাসিক হল পরিদর্শনকালে খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল জব্বার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তানজিল সওগাত, খানবাহাদুর আহছান উল্লাহ হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ ও অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫