Ajker Patrika

অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে

জাবি প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২: ৪০
অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ স্নাতক (সম্মান) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ মেলায় একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ পরিচালিত এ কারাদণ্ডাদেশ দেন।

এর আগে রোববার বিকেল সাড়ে ৩টায় জাবির ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের পঞ্চম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে তোহিদুল হাসান শিপন (২৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত তোহিদুল নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্র জানায়, রবিবার বিকেল সোয়া তিনটায় বি ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন তোহিদুল হাসান শিপন। পরীক্ষা চলাকালে প্রবেশপত্রের ছবির সঙ্গে তোহিদুল হাসানের চেহারার মিল না পাওয়ায় প্রক্টরিয়াল বডিকে খবর দেন হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা।

পরে তাঁকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রক্টর কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহকে খবর দেওয়া হয়। তিনি এসে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তোহিদুলকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন।

জিজ্ঞাসাবাদে তোহিদুল জানান, তাঁর বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়ায়। দুই বছর আগে বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং উদ্ভাসে ভর্তি পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে নাজমুলের বদলি হিসেবে ২০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত