চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পদ্মা নদীর ভাঙনরোধে নির্মাণ করা স্পার বাঁধের ওপর দিয়ে বিকট শব্দে চলাচল করছে মাটিভর্তি ট্রাক্টর। পদ্মা নদীতে জেগে ওঠা চরে খননযন্ত্র বসিয়ে কাটা হচ্ছে মাটি। সেই মাটি বহনে ব্যবহার করা ৩০-৩২টি ট্রাক্টর দাপিয়ে চলছে। এতে ঝুঁকিতে পড়েছে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধটি।
গত শনিবার সরেজমিন দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মার দুর্গম চর থেকে মাটি কাটা হচ্ছে। চরের মাটি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরে করে। পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা বিভিন্ন ইটভাটায় যাচ্ছে এসব মাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধ নির্মাণ করায় নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হয়। এলাকায় চর জেগে ওঠে। বিস্তীর্ণ চরে চাষিরা ধান, গম, সবজিসহ বিভিন্ন ফসল চাষ করেন। কিন্তু মাটিখেকোরা ১৮-২০ ফুট গভীর করে চরের মাটি কেটে নিচ্ছেন। এতে পাড় ভেঙে নদী এগিয়ে আসছে জনবসতির দিকে।
কথা হলে ট্রাক্টরচালক ইফাদ, আলী, মাসুদ, বাবু ও শামীম জানান, প্রতিদিন তাঁরা ১০-১২টি গাড়িতে মাটি বহন করেন। স্পার বাঁধের ওপর দিয়ে চলাচল করে এসব বাহন। ট্রাক্টরে মাটি বহনের কারণে বেড়িবাঁধ ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে পদ্মা নদীর ৫ নম্বর বাঁধ এলাকায় খননযন্ত্র বসিয়ে মাটি কাটছেন রামচন্দ্রপুরহাট এলাকার জিয়ারুল (জিয়া মেকার) ও মালেক। এ ছাড়া সদর উপজেলার শাহিন, শফিক, তাবজুল, সুমনসহ অনেকেই মাটির কারবারে জড়িত।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে মাটি কাটার যন্ত্র পুড়িয়ে দেন। এরপর থেকে বন্ধ ছিল মাটি কাটা। তবে গত এক সপ্তাহ ধরে নতুন করে শুরু হয়েছে মাটি কাটার মহোৎসব।
গত বুধবার সরেজমিন সুন্দরপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফাতেমা খাতুন মাটি কাটা বন্ধ করেন। তবে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধ হয়নি।
খাইরুল ইসলাম নামে এক কৃষক জানান, তাঁর জমির পাশে ২০ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এতে জমির পাড় ভেঙে যাচ্ছে। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ার তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পান না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বলেন, ‘কোথায় কোথায় মাটি কাটা হচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

পদ্মা নদীর ভাঙনরোধে নির্মাণ করা স্পার বাঁধের ওপর দিয়ে বিকট শব্দে চলাচল করছে মাটিভর্তি ট্রাক্টর। পদ্মা নদীতে জেগে ওঠা চরে খননযন্ত্র বসিয়ে কাটা হচ্ছে মাটি। সেই মাটি বহনে ব্যবহার করা ৩০-৩২টি ট্রাক্টর দাপিয়ে চলছে। এতে ঝুঁকিতে পড়েছে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধটি।
গত শনিবার সরেজমিন দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মার দুর্গম চর থেকে মাটি কাটা হচ্ছে। চরের মাটি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরে করে। পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা বিভিন্ন ইটভাটায় যাচ্ছে এসব মাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধ নির্মাণ করায় নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হয়। এলাকায় চর জেগে ওঠে। বিস্তীর্ণ চরে চাষিরা ধান, গম, সবজিসহ বিভিন্ন ফসল চাষ করেন। কিন্তু মাটিখেকোরা ১৮-২০ ফুট গভীর করে চরের মাটি কেটে নিচ্ছেন। এতে পাড় ভেঙে নদী এগিয়ে আসছে জনবসতির দিকে।
কথা হলে ট্রাক্টরচালক ইফাদ, আলী, মাসুদ, বাবু ও শামীম জানান, প্রতিদিন তাঁরা ১০-১২টি গাড়িতে মাটি বহন করেন। স্পার বাঁধের ওপর দিয়ে চলাচল করে এসব বাহন। ট্রাক্টরে মাটি বহনের কারণে বেড়িবাঁধ ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে পদ্মা নদীর ৫ নম্বর বাঁধ এলাকায় খননযন্ত্র বসিয়ে মাটি কাটছেন রামচন্দ্রপুরহাট এলাকার জিয়ারুল (জিয়া মেকার) ও মালেক। এ ছাড়া সদর উপজেলার শাহিন, শফিক, তাবজুল, সুমনসহ অনেকেই মাটির কারবারে জড়িত।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে মাটি কাটার যন্ত্র পুড়িয়ে দেন। এরপর থেকে বন্ধ ছিল মাটি কাটা। তবে গত এক সপ্তাহ ধরে নতুন করে শুরু হয়েছে মাটি কাটার মহোৎসব।
গত বুধবার সরেজমিন সুন্দরপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফাতেমা খাতুন মাটি কাটা বন্ধ করেন। তবে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধ হয়নি।
খাইরুল ইসলাম নামে এক কৃষক জানান, তাঁর জমির পাশে ২০ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এতে জমির পাড় ভেঙে যাচ্ছে। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ার তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পান না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বলেন, ‘কোথায় কোথায় মাটি কাটা হচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫