চুয়াডাঙ্গা প্রতিনিধি

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ বৃহস্পতিবার। সারা দেশের ৮৪৮ ইউপির সঙ্গে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে দামুড়হুদা উপজেলা সদর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও জুড়ানপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ১৬ জন। দামুড়হুদা সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৭৫১ জন। এদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৫৮১ ও নারী ১৬ হাজার ১৭০ জন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯১৬ জন।
এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৪৪ ও নারী ১৮ হাজার ১৭২ জন। কুড়ুলগাছি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ৯৪২ ও নারী ১১ হাজার ৬৫৪ জন। জুড়ানপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ৩৩ হাজার।
দামুড়হুদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) হযরত আলী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল কাদির (আনারস), জেলা আইন ও মানবাধিকারের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজি (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম মিল্টন (মোটরসাইকেল)।
কার্পাসডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খলিলুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দামুড়হুদা থানা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক (চশমা), কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল করিম (আনারস) ও আবদুল কাদির (হাতপাখা)।
জুড়ানপুর ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহরাব হোসেন (নৌকা), জাকের পার্টি মনোনীত প্রার্থী মোনাজাত হোসেন (গোলাপ ফুল), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সজীব মাহমুদ (হাতপাখা) স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (মোটরসাইকেল)।
কুড়ুলগাছি ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাফিউদ্দীন টুটুল (নৌকা), জাকের পার্টি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান গোলাপ ফুল, স্বতন্ত্র প্রার্থী সরফরাজ উদ্দীন (আনারস) ও কামাল উদ্দীন (মোটরসাইকেল)।
এ ছাড়া চারটি ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মোট ৫৪ জন ও সাধারণ সদস্য পদে ১৭২ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইসহাক আলী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী। শঙ্কা ছাড়াই ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা।’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ইউপি নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তামূলক প্রস্তুতি নিয়েছে পুলিশ। ভোটারদের নিরাপত্তাসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নেওয়ার জন্য পুলিশ সদস্যরা মাঠে আছেন। এ ছাড়া ভোটের দিন ও ভোট পরবর্তী সময়ে তাঁরা সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবেন।’

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ বৃহস্পতিবার। সারা দেশের ৮৪৮ ইউপির সঙ্গে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে দামুড়হুদা উপজেলা সদর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও জুড়ানপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ১৬ জন। দামুড়হুদা সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৭৫১ জন। এদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৫৮১ ও নারী ১৬ হাজার ১৭০ জন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯১৬ জন।
এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৪৪ ও নারী ১৮ হাজার ১৭২ জন। কুড়ুলগাছি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ৯৪২ ও নারী ১১ হাজার ৬৫৪ জন। জুড়ানপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ৩৩ হাজার।
দামুড়হুদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) হযরত আলী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল কাদির (আনারস), জেলা আইন ও মানবাধিকারের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজি (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম মিল্টন (মোটরসাইকেল)।
কার্পাসডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খলিলুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দামুড়হুদা থানা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক (চশমা), কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল করিম (আনারস) ও আবদুল কাদির (হাতপাখা)।
জুড়ানপুর ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহরাব হোসেন (নৌকা), জাকের পার্টি মনোনীত প্রার্থী মোনাজাত হোসেন (গোলাপ ফুল), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সজীব মাহমুদ (হাতপাখা) স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (মোটরসাইকেল)।
কুড়ুলগাছি ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাফিউদ্দীন টুটুল (নৌকা), জাকের পার্টি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান গোলাপ ফুল, স্বতন্ত্র প্রার্থী সরফরাজ উদ্দীন (আনারস) ও কামাল উদ্দীন (মোটরসাইকেল)।
এ ছাড়া চারটি ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মোট ৫৪ জন ও সাধারণ সদস্য পদে ১৭২ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইসহাক আলী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী। শঙ্কা ছাড়াই ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা।’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ইউপি নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তামূলক প্রস্তুতি নিয়েছে পুলিশ। ভোটারদের নিরাপত্তাসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নেওয়ার জন্য পুলিশ সদস্যরা মাঠে আছেন। এ ছাড়া ভোটের দিন ও ভোট পরবর্তী সময়ে তাঁরা সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫