নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি খেলা-না খেলা নিয়ে রহস্য বাড়িয়েই চলেছেন তামিম ইকবাল। গতকাল ফেসবুকে তাঁর একটি পোস্টে রহস্য আরও গাঢ় হয়েছে। ‘টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল’, এরপর তিনটি হাতের ইমোজি। মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে তামিমের এই পোস্ট। কেউ ধারণা করছেন, এটা অবসরের ইঙ্গিত। কেউ উলটোও ভাবছেন, টি-টোয়েন্টিতে ফেরার আভাস। যদিও মিনিট দশেকের মধ্যেই পোস্টটা সরিয়ে ফেলেন তামিম।
গত জানুয়ারিতে ৬ মাস নেওয়ার কথা বললেও টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে তামিম এখনো কিছুই পরিষ্কার করেননি। এ সিরিজেও অনুপস্থিত তিনি। সংক্ষিপ্ততম সংস্করণে তামিমকে নিয়ে যখন রহস্য, উদ্বোধনী জুটিতে তখন একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চলছেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।
পরশু ডমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে এ পরীক্ষার সর্বশেষ সংযোজন এনামুল হক বিজয়-লিটন দাস। আগের ম্যাচে বিজয়ের সঙ্গী হয়েছিলেন মুনিম শাহরিয়ার। পিঠের চোটে মুনিম দ্বিতীয় ম্যাচ না খেলায় বিজয়-লিটন আরেকটি নতুন জুটি দেখা হয়ে গেল বাংলাদেশের। ২০২০ সালের ৯ মার্চ এই সংস্করণে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তামিম। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে ৩২টি। এই সময়ে ১০টি ভিন্ন ওপেনিং জুটি বাজিয়ে দেখেছে বাংলাদেশ। বারবার পরিবর্তন এলেও এখন পর্যন্ত কোনো ওপেনিং জুটিই জমেনি।
এত অদল-বদলেও যে সাফল্যের দেখা মিলছে না। ডমিনিকায় উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে তাই বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, ‘যেহেতু ওপেনিংয়ে আমরা ধারাবাহিক পারফরম্যান্স দেখতে পাচ্ছি না, একটু অদলবদল অনেক সময় হতেই পারে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। সেটারই প্রভাব পড়ছে সবকিছুতে।’
গত ৩২ ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ উঠেছে ১০২ রান, গত বছরের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তুলেছিলেন সৌম্য সরকার আর মোহাম্মদ নাঈম। ৩২টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ফিফটি ছাড়ানো জুটি হয়েছে মাত্র ৩টি। এ সময়ে গড়ে উঠেছে ১৯.৪৪ রান।
পাওয়ার প্লের কাজে লাগাতে যেকোনো দলের সবচেয়ে বড় হাতিয়ার ওপেনিং জুটি। এখানেই বাংলাদেশ নিয়মিত ধাক্কা খাচ্ছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বাংলাদেশের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উদ্বোধনী জুটি।

টি-টোয়েন্টি খেলা-না খেলা নিয়ে রহস্য বাড়িয়েই চলেছেন তামিম ইকবাল। গতকাল ফেসবুকে তাঁর একটি পোস্টে রহস্য আরও গাঢ় হয়েছে। ‘টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল’, এরপর তিনটি হাতের ইমোজি। মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে তামিমের এই পোস্ট। কেউ ধারণা করছেন, এটা অবসরের ইঙ্গিত। কেউ উলটোও ভাবছেন, টি-টোয়েন্টিতে ফেরার আভাস। যদিও মিনিট দশেকের মধ্যেই পোস্টটা সরিয়ে ফেলেন তামিম।
গত জানুয়ারিতে ৬ মাস নেওয়ার কথা বললেও টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে তামিম এখনো কিছুই পরিষ্কার করেননি। এ সিরিজেও অনুপস্থিত তিনি। সংক্ষিপ্ততম সংস্করণে তামিমকে নিয়ে যখন রহস্য, উদ্বোধনী জুটিতে তখন একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চলছেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।
পরশু ডমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে এ পরীক্ষার সর্বশেষ সংযোজন এনামুল হক বিজয়-লিটন দাস। আগের ম্যাচে বিজয়ের সঙ্গী হয়েছিলেন মুনিম শাহরিয়ার। পিঠের চোটে মুনিম দ্বিতীয় ম্যাচ না খেলায় বিজয়-লিটন আরেকটি নতুন জুটি দেখা হয়ে গেল বাংলাদেশের। ২০২০ সালের ৯ মার্চ এই সংস্করণে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তামিম। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে ৩২টি। এই সময়ে ১০টি ভিন্ন ওপেনিং জুটি বাজিয়ে দেখেছে বাংলাদেশ। বারবার পরিবর্তন এলেও এখন পর্যন্ত কোনো ওপেনিং জুটিই জমেনি।
এত অদল-বদলেও যে সাফল্যের দেখা মিলছে না। ডমিনিকায় উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে তাই বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, ‘যেহেতু ওপেনিংয়ে আমরা ধারাবাহিক পারফরম্যান্স দেখতে পাচ্ছি না, একটু অদলবদল অনেক সময় হতেই পারে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। সেটারই প্রভাব পড়ছে সবকিছুতে।’
গত ৩২ ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ উঠেছে ১০২ রান, গত বছরের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তুলেছিলেন সৌম্য সরকার আর মোহাম্মদ নাঈম। ৩২টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ফিফটি ছাড়ানো জুটি হয়েছে মাত্র ৩টি। এ সময়ে গড়ে উঠেছে ১৯.৪৪ রান।
পাওয়ার প্লের কাজে লাগাতে যেকোনো দলের সবচেয়ে বড় হাতিয়ার ওপেনিং জুটি। এখানেই বাংলাদেশ নিয়মিত ধাক্কা খাচ্ছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বাংলাদেশের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উদ্বোধনী জুটি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫