
এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।
স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।

এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।
স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫