Ajker Patrika

কড়া নিরাপত্তায় শুটিং করলেন শাকিব-বুবলী

কড়া নিরাপত্তায় শুটিং করলেন শাকিব-বুবলী

ব্যক্তিজীবনের সব তর্ক-বিতর্ক ছাপিয়ে শাকিব খান ও বুবলী গতকাল সকাল থেকে শুটিংয়ে নামলেন। তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেন এই জুটি। গানটির শিরোনাম ‘সুরমা সুরমা’। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুটিং হয়। হোটেলের প্রবেশপথ বন্ধ করে কড়া নিরাপত্তায় দিনভর চলে শুটিং।

লিডার সিনেমাটি প্রায় ৯ মাস আটকে ছিল দুটি গানের জন্য। মাঝে শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় গানটির শুটিং করা সম্ভব হচ্ছিল না। সূত্র বলছে, এই কাজটি উদ্ধার করার জন্যই দুজনকে কাছাকাছি করার দায়িত্ব হাতে তুলে নেন নির্মাতা তপু খান। আর কাছাকাছি হতে গেলে দুজনকেই মানতে হয়েছে কিছু শর্ত। যে শর্তে ছিল স্ত্রী হিসেবে বুবলী আর পুত্র হিসেবে বীরকে প্রকাশ্যে মেনে নিতে হবে শাকিব খানকে। তবে বুবলীর প্রতি শাকিব খানের শর্ত কী ছিল, সেটি স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, বিয়ে বা বিচ্ছেদ ইস্যুতে বুবলীর মুখ না খোলা! সন্তানের খবর প্রকাশের পর থেকেই শুক্রবার সারা দিন গায়েব ছিলেন শাকিব-বুবলী। শনিবার শুটিংয়ে অংশ নিয়েছেন কড়া নিরাপত্তার চাদরে ঢেকে। শুটিংয়ে মিডিয়ার প্রবেশও ছিল নিষিদ্ধ।

লিডার সিনেমার পরিচালক তপু খান বলেন, ‘এটা আমাদের পূর্বনির্ধারিত শুটিং। তাই দুজনই ঠিক সময়ে এসেছেন। কাজও শুরু করেছি। সবকিছু ঠিকমতোই এগিয়ে যাবে বলে আশা করছি। টানা দুই দিন কাজ করে ক্যামেরা ক্লোজ হবে এই সিনেমার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত