অদ্রিকা অনু, ঢাকা

ঘুম থেকে উঠেই প্রিয় মানুষটির ফোন, ‘চলো না আজ একই রকম টি-শার্ট পরে বের হই!’ তারপর ম্যাচিং টি-শার্টেই সারা দিন কাটে। শুধু টি-শার্টের কথাই-বা হচ্ছে কেন। রং মিলিয়ে পোশাক পরতে এখন অনেক যুগলই ভালোবাসেন। দেখতেও ভালো লাগে। সঙ্গীর প্রতি আবেগ প্রদর্শনের একটি চমকপ্রদ উপায় হতে পারে ম্যাচিং পোশাক। সেটা হতে পারে বিয়ের লেহেঙ্গা-কটি, স্যুট-গাউন, একই রকম টি-শার্ট বা কন্ট্রাস্ট রঙের কাপড়ে তৈরি পোশাক। বিভিন্ন উপলক্ষে বা আয়োজনে আপনি ও আপনার সঙ্গী বা সঙ্গিনী যদি মিলিয়ে পোশাক পরেন, তাহলে দেখতে যেমন ভালো লাগবে, আপনাদের নিজস্ব স্টাইলেও যোগ হবে আলাদা একটা মাত্রা।
তবে ম্যাচিং করে পোশাক পরা মানেই যে পা থেকে মাথা পর্যন্ত একই রঙের আর ঢঙের পোশাক পরতে হবে, এমনটা নয়। বিভিন্ন ধাঁচের পোশাকই মিলিয়ে পরার কিছু কায়দা আছে।
বিয়ের পোশাকে জুতসই
যদি বিয়েতে নিজেকে সুপার ট্রেন্ডি পোশাকে দেখতে চান, তাহলে বর-কনে দুজনে ম্যাচিং করে পরতে পারেন। তাই বলে এমনটা নয় যে দুজনে একেবারে একই প্রিন্টের এক রঙের পোশাক পরবেন। বরং দুজনের পোশাকের রং ও প্যাটার্নের সর্বোত্তম সমন্বয়টি খুঁজে পাওয়া দরকার। যেমন কনের স্কার্টের সঙ্গে মিলিয়ে কটি পরতে পারেন বর। এই একটি জায়গা ছাড়া তাঁদের পোশাকে আর কোনো মিল নেই। কিন্তু তবুও চমৎকার মানিয়ে যাবে বিয়ে, মেহেদি, হলুদ বা বৌভাতে দুজনের ম্যাচিং আউটফিট হিসেবে। ফ্যাশন হাউস স্বপ্নযাত্রায় পাওয়া যাচ্ছে ট্র্যাডিশনাল মোটিফের ডিজিটাল প্রিন্টের স্কার্ট। এই স্কার্টগুলোর ঘের ১৪০ থেকে ২৮০ ইঞ্চি। এই স্কার্টগুলো ক্রেতার পছন্দমতো কাস্টমাইজ করেও দেয় তারা। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানগুলোয় কাপল সেট হিসেবে এই স্কার্টগুলোর সঙ্গে ছেলেদের কটিও তৈরি করে নেওয়া যাবে তাদের কাছ থেকে।
অন্যান্য
ক্যাজুয়াল পোশাকে মিলমিশ
ক্যাজুয়াল পোশাকের ক্ষেত্রে নিজেদের যেমন আলাদা করে তোলার ওপর ফোকাস করতে চান, তেমনি আপনাকে কেমন পোশাকে ভালো দেখায় তা মনে রাখাও গুরুত্বপূর্ণ। গাঢ় রংগুলো হালকা রঙের পোশাকের সঙ্গে ভালো মেলে, আবার একটু সাহসী রংগুলো প্রায়ই প্যাস্টেল শেডগুলোর সঙ্গে বেশ মানিয়ে যায়। কোনো ঘরোয়া অনুষ্ঠান বা কারও জন্মদিন উদ্যাপনের অনুষ্ঠানে ম্যাচিং করে এমন ক্যাজুয়াল পোশাক পরতে পারেন আপনি আর আপনার সঙ্গী।
ফরমাল ম্যাচিং পোশাক
ব্যবসায়িক পার্টিতে হোক বা ফরমাল কোনো ইভেন্ট, সঙ্গীর সঙ্গে পোশাকের ভারসাম্য বজায় রাখুন। আপনি চাইলে একই রঙের বা আদলের পোশাক পরতে পারেন। অথবা দুজনে বিপরীত রঙের কিন্তু একই ধাঁচের পোশাক পরে তারপর একই রকম জুতা পরতে পারেন। যেমন একজন কালো আর একজন সম্পূর্ণ-নীল রঙের স্যুট পরে সঙ্গে এক রকমের জুতা পরে নিলেন।
স্পোর্টি পোশাক
আজকাল অনেক জুটিই কিছুটা স্পোর্টি পোশাক পরতেই পছন্দ করে। জিম কিংবা ক্যাফেতে এ ধরনের স্পোর্টস আউটফিটগুলোতে আপনি চমৎকারভাবে মানিয়ে যাবেন। একই ওয়ার্কআউট ব্র্যান্ড, ম্যাচিং স্নিকার্স বা বিপরীত রঙের কিন্তু একই স্টাইলের পোশাক পরতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে।

ঘুম থেকে উঠেই প্রিয় মানুষটির ফোন, ‘চলো না আজ একই রকম টি-শার্ট পরে বের হই!’ তারপর ম্যাচিং টি-শার্টেই সারা দিন কাটে। শুধু টি-শার্টের কথাই-বা হচ্ছে কেন। রং মিলিয়ে পোশাক পরতে এখন অনেক যুগলই ভালোবাসেন। দেখতেও ভালো লাগে। সঙ্গীর প্রতি আবেগ প্রদর্শনের একটি চমকপ্রদ উপায় হতে পারে ম্যাচিং পোশাক। সেটা হতে পারে বিয়ের লেহেঙ্গা-কটি, স্যুট-গাউন, একই রকম টি-শার্ট বা কন্ট্রাস্ট রঙের কাপড়ে তৈরি পোশাক। বিভিন্ন উপলক্ষে বা আয়োজনে আপনি ও আপনার সঙ্গী বা সঙ্গিনী যদি মিলিয়ে পোশাক পরেন, তাহলে দেখতে যেমন ভালো লাগবে, আপনাদের নিজস্ব স্টাইলেও যোগ হবে আলাদা একটা মাত্রা।
তবে ম্যাচিং করে পোশাক পরা মানেই যে পা থেকে মাথা পর্যন্ত একই রঙের আর ঢঙের পোশাক পরতে হবে, এমনটা নয়। বিভিন্ন ধাঁচের পোশাকই মিলিয়ে পরার কিছু কায়দা আছে।
বিয়ের পোশাকে জুতসই
যদি বিয়েতে নিজেকে সুপার ট্রেন্ডি পোশাকে দেখতে চান, তাহলে বর-কনে দুজনে ম্যাচিং করে পরতে পারেন। তাই বলে এমনটা নয় যে দুজনে একেবারে একই প্রিন্টের এক রঙের পোশাক পরবেন। বরং দুজনের পোশাকের রং ও প্যাটার্নের সর্বোত্তম সমন্বয়টি খুঁজে পাওয়া দরকার। যেমন কনের স্কার্টের সঙ্গে মিলিয়ে কটি পরতে পারেন বর। এই একটি জায়গা ছাড়া তাঁদের পোশাকে আর কোনো মিল নেই। কিন্তু তবুও চমৎকার মানিয়ে যাবে বিয়ে, মেহেদি, হলুদ বা বৌভাতে দুজনের ম্যাচিং আউটফিট হিসেবে। ফ্যাশন হাউস স্বপ্নযাত্রায় পাওয়া যাচ্ছে ট্র্যাডিশনাল মোটিফের ডিজিটাল প্রিন্টের স্কার্ট। এই স্কার্টগুলোর ঘের ১৪০ থেকে ২৮০ ইঞ্চি। এই স্কার্টগুলো ক্রেতার পছন্দমতো কাস্টমাইজ করেও দেয় তারা। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানগুলোয় কাপল সেট হিসেবে এই স্কার্টগুলোর সঙ্গে ছেলেদের কটিও তৈরি করে নেওয়া যাবে তাদের কাছ থেকে।
অন্যান্য
ক্যাজুয়াল পোশাকে মিলমিশ
ক্যাজুয়াল পোশাকের ক্ষেত্রে নিজেদের যেমন আলাদা করে তোলার ওপর ফোকাস করতে চান, তেমনি আপনাকে কেমন পোশাকে ভালো দেখায় তা মনে রাখাও গুরুত্বপূর্ণ। গাঢ় রংগুলো হালকা রঙের পোশাকের সঙ্গে ভালো মেলে, আবার একটু সাহসী রংগুলো প্রায়ই প্যাস্টেল শেডগুলোর সঙ্গে বেশ মানিয়ে যায়। কোনো ঘরোয়া অনুষ্ঠান বা কারও জন্মদিন উদ্যাপনের অনুষ্ঠানে ম্যাচিং করে এমন ক্যাজুয়াল পোশাক পরতে পারেন আপনি আর আপনার সঙ্গী।
ফরমাল ম্যাচিং পোশাক
ব্যবসায়িক পার্টিতে হোক বা ফরমাল কোনো ইভেন্ট, সঙ্গীর সঙ্গে পোশাকের ভারসাম্য বজায় রাখুন। আপনি চাইলে একই রঙের বা আদলের পোশাক পরতে পারেন। অথবা দুজনে বিপরীত রঙের কিন্তু একই ধাঁচের পোশাক পরে তারপর একই রকম জুতা পরতে পারেন। যেমন একজন কালো আর একজন সম্পূর্ণ-নীল রঙের স্যুট পরে সঙ্গে এক রকমের জুতা পরে নিলেন।
স্পোর্টি পোশাক
আজকাল অনেক জুটিই কিছুটা স্পোর্টি পোশাক পরতেই পছন্দ করে। জিম কিংবা ক্যাফেতে এ ধরনের স্পোর্টস আউটফিটগুলোতে আপনি চমৎকারভাবে মানিয়ে যাবেন। একই ওয়ার্কআউট ব্র্যান্ড, ম্যাচিং স্নিকার্স বা বিপরীত রঙের কিন্তু একই স্টাইলের পোশাক পরতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫