রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা পৌরসভায় আজ ভোট। প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে ভোট গ্রহণ। ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে আশঙ্কা ও উৎসাহ দুই-ই রয়েছে। তবে প্রশাসন বলছে, ইভিএমে ভোটগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সার্বক্ষণিক মাঠে থাকবে নির্বাহী হাকিম ও আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন লড়ছেন।
সরেজমিন পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই ইভিএমে ভোট দিতে উৎসাহী। তবে ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, অনেকেই তা জানেন না। ভোট সঠিকভাবে গ্রহণ হবে কী না, এ নিয়েও শঙ্ক রয়েছে অনেকের মধ্যে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, ‘অনেকের কাছেই শুনি এই সব মেশিনে অনেক কারচুপি করা সম্ভব। এই মেশিনে আদৌ ভোট ঠিকভাবে হয় কী না জানি না। তবে প্রথমবার ভোট দিয়ে দেখি কী হয়।’
বর্তমান মেয়র জামাল মোল্লা বলেন, ‘সুনামের সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করেছি। আগামীতেও সুন্দরভাবে পরিচালনা করতে চাই। আশা করি আবারও মেয়র হব। জয় নিয়ে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।’
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ্ উদ্দিন বলেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সকালে যথাসময়ে ইভিএম মেশিন পৌঁছে যাবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৯ জন নির্বাহী হাকিমকে নিযুক্ত করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে।

নরসিংদীর রায়পুরা পৌরসভায় আজ ভোট। প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে ভোট গ্রহণ। ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে আশঙ্কা ও উৎসাহ দুই-ই রয়েছে। তবে প্রশাসন বলছে, ইভিএমে ভোটগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সার্বক্ষণিক মাঠে থাকবে নির্বাহী হাকিম ও আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন লড়ছেন।
সরেজমিন পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই ইভিএমে ভোট দিতে উৎসাহী। তবে ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, অনেকেই তা জানেন না। ভোট সঠিকভাবে গ্রহণ হবে কী না, এ নিয়েও শঙ্ক রয়েছে অনেকের মধ্যে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, ‘অনেকের কাছেই শুনি এই সব মেশিনে অনেক কারচুপি করা সম্ভব। এই মেশিনে আদৌ ভোট ঠিকভাবে হয় কী না জানি না। তবে প্রথমবার ভোট দিয়ে দেখি কী হয়।’
বর্তমান মেয়র জামাল মোল্লা বলেন, ‘সুনামের সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করেছি। আগামীতেও সুন্দরভাবে পরিচালনা করতে চাই। আশা করি আবারও মেয়র হব। জয় নিয়ে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।’
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ্ উদ্দিন বলেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সকালে যথাসময়ে ইভিএম মেশিন পৌঁছে যাবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৯ জন নির্বাহী হাকিমকে নিযুক্ত করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫