সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী উত্তর পাড়া এলাকায় আদনান টাওয়ারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক মামুন (২৭) মারা গেছেন। গতকাল সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। তিনি জানান, সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক মামুন মারা গেছেন। তাঁর শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে পারভেজের শরীরের ১০০ শতাংশ ও জীবনের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
এর আগে গত বৃহস্পতিবার কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাততলা ভবনের ৪ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভেজ (২৮), মামুন ও জীবন (২০) দগ্ধ হন।। তাঁরা সবাই আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিক।
স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাততলা ভবনের চার তলায় আকস্মিকভাবে গ্যাসলাইন বিস্ফোরণ হয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাট বাসায় ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
দগ্ধদের সহকর্মী রিয়াজ জানান, তাঁরা সবাই নাইট ডিউটি করে এসে রেস্ট নিয়ে আবারও আজকে নাইট ডিউটির জন্য তৈরি হচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, ‘সাততলা ভবনের চার তলায় আগুন লাগে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হন। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী উত্তর পাড়া এলাকায় আদনান টাওয়ারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক মামুন (২৭) মারা গেছেন। গতকাল সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। তিনি জানান, সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক মামুন মারা গেছেন। তাঁর শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে পারভেজের শরীরের ১০০ শতাংশ ও জীবনের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
এর আগে গত বৃহস্পতিবার কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাততলা ভবনের ৪ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভেজ (২৮), মামুন ও জীবন (২০) দগ্ধ হন।। তাঁরা সবাই আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিক।
স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাততলা ভবনের চার তলায় আকস্মিকভাবে গ্যাসলাইন বিস্ফোরণ হয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাট বাসায় ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
দগ্ধদের সহকর্মী রিয়াজ জানান, তাঁরা সবাই নাইট ডিউটি করে এসে রেস্ট নিয়ে আবারও আজকে নাইট ডিউটির জন্য তৈরি হচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, ‘সাততলা ভবনের চার তলায় আগুন লাগে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হন। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫