
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। লাগাতার হরতাল-অবরোধসহ রাজনৈতিক নানা অস্থিরতার কারণে থেমে গেল সিনেমা মুক্তি। এরই মধ্যে একে একে সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন প্রযোজক ও নির্মাতারা। ১৭ নভেম্বর মুক্তির কথা ছিল ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’।
শেষ মুহূর্তে রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তির তারিখ ও প্রিমিয়ার শো পিছিয়ে দিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা দুটির। দুই নির্মাতাই জানান, দেশের এমন উদ্বেগজনক অবস্থায় সিনেমা মুক্তি দিতে চান না তাঁরা।
পরিচালক বদরুল আনাম সৌদ বলেন, ‘দেশে হরতাল-অবরোধের মাঝে বিভিন্ন জায়গায় নাশকতামূলক ঘটনা ঘটছে। এই নাশকতার কারণে আমরা মানুষদের হলে আসার আহ্বান জানাতে পারছি না। তাই মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছে। পরবর্তী সময়ে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।’
সরকারি অনুদানে নির্মিত শ্যামা কাব্য সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ।
স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘দেশের এই অস্থিরতার মধ্যে ঝুঁকি নিতে চাইছি না। তাই সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আগামী বছর ফেব্রুয়ারির দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। স্বপ্নে দেখা রাজকন্যা ছাড়াও আনন্দ অশ্রু নামে আমার আরেকটি সিনেমা তৈরি আছে। সেটিও আগামী বছর সুবিধাজনক সময়ে মুক্তি দিতে চাই।’
স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ, নিশাত নাওয়ার সালওয়া প্রমুখ।
আগামী মাসেও প্রতি সপ্তাহে দুটি করে সিনেমা মুক্তির কথা রয়েছে। তালিকায় আছে ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’, ‘পাহাড়ি মেয়ে’, ‘রৌদ্রছায়া’, ‘তালমাতাল’, ‘রাগ করে রাঙামাটি’, ‘নকশি কাঁথার জমিন’, ‘জিম্মি’, ‘কসাই’, ‘পদ্মাপাড়ি’ ও ‘ডেঞ্জার জোন’। প্রদর্শক সমিতি থেকে তারিখ নিলেও সেই নির্মাতারাও আছেন সংশয়ে। এমন অস্থির সময়ে সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না কেউ।
গত কয়েক বছরে দেশের সিনেমা হলের সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। এমন পরিস্থিতিতে নতুন সিনেমা মুক্তি না পাওয়া হল ব্যবসায়ীদের জন্য নতুন সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘হরতাল-অবরোধে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। গাড়িও কম থাকে রাস্তায়। হল খোলা থাকলেও দর্শক পাওয়া যায় না।
তাই নতুন সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না নির্মাতারা। এমনিতেই দুই ঈদ ছাড়া সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায় না। এর মাঝে হরতাল-অবরোধে হল ব্যবসায়ীদের অবস্থা আরও শোচনীয়। সিনেমা হলগুলো বন্ধ রাখতে হচ্ছে। হরতাল-অবরোধের মতো কর্মসূচি কোনোভাবেই সমর্থন করা যায় না। হল না থাকলে দর্শক বিনোদনের জন্য কোথায় যাবে? আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হোক।’

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। লাগাতার হরতাল-অবরোধসহ রাজনৈতিক নানা অস্থিরতার কারণে থেমে গেল সিনেমা মুক্তি। এরই মধ্যে একে একে সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন প্রযোজক ও নির্মাতারা। ১৭ নভেম্বর মুক্তির কথা ছিল ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’।
শেষ মুহূর্তে রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তির তারিখ ও প্রিমিয়ার শো পিছিয়ে দিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা দুটির। দুই নির্মাতাই জানান, দেশের এমন উদ্বেগজনক অবস্থায় সিনেমা মুক্তি দিতে চান না তাঁরা।
পরিচালক বদরুল আনাম সৌদ বলেন, ‘দেশে হরতাল-অবরোধের মাঝে বিভিন্ন জায়গায় নাশকতামূলক ঘটনা ঘটছে। এই নাশকতার কারণে আমরা মানুষদের হলে আসার আহ্বান জানাতে পারছি না। তাই মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছে। পরবর্তী সময়ে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।’
সরকারি অনুদানে নির্মিত শ্যামা কাব্য সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ।
স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘দেশের এই অস্থিরতার মধ্যে ঝুঁকি নিতে চাইছি না। তাই সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আগামী বছর ফেব্রুয়ারির দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। স্বপ্নে দেখা রাজকন্যা ছাড়াও আনন্দ অশ্রু নামে আমার আরেকটি সিনেমা তৈরি আছে। সেটিও আগামী বছর সুবিধাজনক সময়ে মুক্তি দিতে চাই।’
স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ, নিশাত নাওয়ার সালওয়া প্রমুখ।
আগামী মাসেও প্রতি সপ্তাহে দুটি করে সিনেমা মুক্তির কথা রয়েছে। তালিকায় আছে ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’, ‘পাহাড়ি মেয়ে’, ‘রৌদ্রছায়া’, ‘তালমাতাল’, ‘রাগ করে রাঙামাটি’, ‘নকশি কাঁথার জমিন’, ‘জিম্মি’, ‘কসাই’, ‘পদ্মাপাড়ি’ ও ‘ডেঞ্জার জোন’। প্রদর্শক সমিতি থেকে তারিখ নিলেও সেই নির্মাতারাও আছেন সংশয়ে। এমন অস্থির সময়ে সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না কেউ।
গত কয়েক বছরে দেশের সিনেমা হলের সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। এমন পরিস্থিতিতে নতুন সিনেমা মুক্তি না পাওয়া হল ব্যবসায়ীদের জন্য নতুন সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘হরতাল-অবরোধে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। গাড়িও কম থাকে রাস্তায়। হল খোলা থাকলেও দর্শক পাওয়া যায় না।
তাই নতুন সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না নির্মাতারা। এমনিতেই দুই ঈদ ছাড়া সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায় না। এর মাঝে হরতাল-অবরোধে হল ব্যবসায়ীদের অবস্থা আরও শোচনীয়। সিনেমা হলগুলো বন্ধ রাখতে হচ্ছে। হরতাল-অবরোধের মতো কর্মসূচি কোনোভাবেই সমর্থন করা যায় না। হল না থাকলে দর্শক বিনোদনের জন্য কোথায় যাবে? আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হোক।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫