
ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর ৭ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ বুধবার। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার ৪টি এবং নরসিংদীতে ২ উপজেলায় ৫টি ইউপি রয়েছে। গতকাল মঙ্গলবার এসব ইউপির কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। ভোট উপলক্ষে প্রতিটি এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই দক্ষিণ, বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দড়িয়াদৌলত এবং কসবা উপজেলার মূলগ্রাম ইউপিতে ভোট হবে আজ। এর মধ্যে বাঞ্ছারামপুর ও কসবায় ইভিএমে ও সদর ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে। গত মঙ্গলবার দুপুর থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
৪ ইউপিতে মোট ভোটার ৮০ হাজার ৪৮৫ । এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৩৪৭ এবং নারী ভোটার ৩৯ হাজার ১৩৮ জন রয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৩৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ৪ শতাধিক পুলিশ সদস্যসহ র্যাব, বিজিবি, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি করে মোবাইল টিম দায়িত্বে নিয়োজিত থাকবে।
নরসিংদী: জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউপিতে এবং রায়পুরায় ইউপির ২ ওয়ার্ডে ইউপি সদস্য পদে ভোট হবে। রায়পুরার চান্দেরকান্দি ইউপির ৪ নম্বর ওয়ার্ড ও চর আড়ালিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুতে সদস্যপদ শূন্য থাকায়, ওই পদে উপনির্বাচন হচ্ছে।
জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন থেকে শুরু করে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক আনসার, পুলিশ, বিজিবি ও র্যাব। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নে মাঠে থাকবে একাধিক টিম।
গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আশরাফুল আজিম মনোহরদী উপজেলা অডিটরিয়ামে নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশ ও আনসার বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করতে তাঁদের নির্দেশ দেন।
মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও র্যাবের পর্যাপ্ত ফোর্স দায়িত্ব পালন করবে।

ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর ৭ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ বুধবার। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার ৪টি এবং নরসিংদীতে ২ উপজেলায় ৫টি ইউপি রয়েছে। গতকাল মঙ্গলবার এসব ইউপির কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। ভোট উপলক্ষে প্রতিটি এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই দক্ষিণ, বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দড়িয়াদৌলত এবং কসবা উপজেলার মূলগ্রাম ইউপিতে ভোট হবে আজ। এর মধ্যে বাঞ্ছারামপুর ও কসবায় ইভিএমে ও সদর ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে। গত মঙ্গলবার দুপুর থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
৪ ইউপিতে মোট ভোটার ৮০ হাজার ৪৮৫ । এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৩৪৭ এবং নারী ভোটার ৩৯ হাজার ১৩৮ জন রয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৩৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ৪ শতাধিক পুলিশ সদস্যসহ র্যাব, বিজিবি, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি করে মোবাইল টিম দায়িত্বে নিয়োজিত থাকবে।
নরসিংদী: জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউপিতে এবং রায়পুরায় ইউপির ২ ওয়ার্ডে ইউপি সদস্য পদে ভোট হবে। রায়পুরার চান্দেরকান্দি ইউপির ৪ নম্বর ওয়ার্ড ও চর আড়ালিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুতে সদস্যপদ শূন্য থাকায়, ওই পদে উপনির্বাচন হচ্ছে।
জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন থেকে শুরু করে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক আনসার, পুলিশ, বিজিবি ও র্যাব। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নে মাঠে থাকবে একাধিক টিম।
গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আশরাফুল আজিম মনোহরদী উপজেলা অডিটরিয়ামে নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশ ও আনসার বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করতে তাঁদের নির্দেশ দেন।
মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও র্যাবের পর্যাপ্ত ফোর্স দায়িত্ব পালন করবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫