Ajker Patrika

দুই প্রকৌশলীর দ্বন্দ্বে ফাঁস হলো ভুয়া প্রকল্প

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮: ১৩
দুই প্রকৌশলীর দ্বন্দ্বে ফাঁস হলো ভুয়া প্রকল্প

বিলে সই না করায় হত্যার হুমকি পেয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন গাইবান্ধা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহিদুজ্জামান। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেও একজন প্রকৌশলী। দুই প্রকৌশলীর এই দ্বন্দ্বে বেরিয়ে এসেছে প্রায় ৯০ লাখ টাকার ভুয়া প্রকল্প।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, ৪ অক্টোবর গভীর রাতে গাইবান্ধা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহিদুজ্জামানের গাইবান্ধা শহরের ভিএইড রোডের সরকারি বাসায় তিনজন মুখোশধারী কয়েকটি ঢিল ছোড়েন। ঢিলের শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে দেখেন, তিনজন মুখোশধারী দাঁড়িয়ে আছেন। এ সময় তাঁরা প্রকৌশলী শাহিদুজ্জামানকে দেখে গালাগাল করতে থাকেন এবং হত্যার হুমকি দেন। পরে ‘তুই গাইবান্ধা ছাড়’ বলে মুখোশধারীরা সটকে পড়েন। এ নিয়ে পরদিন সদর থানায় নির্বাহী প্রকৌশলী মো. আবিল আয়ামসহ অজ্ঞাত তিন ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন শাহিদুজ্জামান। এতে তিনি উল্লেখ করেন, তাঁর কোনো শত্রু নেই। কয়েক দিন আগে প্রায় ৯০ লাখ টাকার ভুয়া প্রকল্পের বিল ও বিভিন্ন প্রকল্পের প্রাক্কলনে তাঁর কাছে সই চান নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম। কিন্তু সই না দেওয়ায় নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ নিয়ে নির্বাহী প্রকৌশলী ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছেন তিনি।

গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, দাপ্তরিক কিছু বিষয় নিয়ে উপবিভাগীয় প্রকৌশলীর সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি হয়েছে। মীমাংসার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত