
এক অসময়ের যুদ্ধে ইউক্রেনের জনজীবন, অবকাঠামো ইত্যাদি যখন বিধ্বস্ত হয়ে পড়ছে, ঠিক তখন কোটি কোটি ডলার মুনাফা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলো। যুদ্ধ শুরুর পর পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলো ইতিমধ্যে প্রায় অর্ধ লাখ কোটি ডলারের সরবরাহ আদেশ নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে এশিয়া টাইমসের এক প্রতিবেদনে।
প্রতিবেদনটিতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনে ৪৯ কোটি ৬৯৮ লাখ ডলার সমমূল্যের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর বাইরে গত বছর ইউক্রেনকে ৬৫ কোটি ডলারের সামরিক সহায়তা ও ৯০ টন সামরিক সরঞ্জাম দিয়েছে ওয়াশিংটন।
ইউক্রেনকে যৌথভাবে ১৭ হাজার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ২ হাজার স্টিংগার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তুরস্ক এবং কানাডাও চলমান যুদ্ধে ইউক্রেনে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে।
যুদ্ধ শুরুর আগে গত ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারী রেথিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগরি জে হেইস বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছিলেন, গত সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা হয়েছে। পূর্ব ইউরোপ, দক্ষিণ চীন সাগর উত্তেজনায় টগবগ করছে। এসব অঞ্চলে যেকোনো সময় যুদ্ধ লাগতে পারে বলে। এসব যুদ্ধ থেকে মুনাফা করতে না পারার কোনো কারণ নেই।
যুদ্ধ শুরুর পর বিশ্বের বড় বড় শেয়ার বাজারগুলোয় বিভিন্ন সূচকের পতন অব্যাহত থাকলেও কয়েকটি খাতের মতো সামরিক খাতও ঊর্ধ্বমুখী রয়েছে। নিউইয়র্কের পুঁজিবাজার নাসডাক এসঅ্যান্ডপি-৫০০ এ যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি লকহিড ও রেথিয়নের শেয়ার গত বুধবার যথাক্রমে ১৬ ও ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাজ্যভিত্তিক ইউরোপের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি বিএই সিস্টেমসের শেয়ারের দাম বেড়েছে ২৬ শতাংশ।

এক অসময়ের যুদ্ধে ইউক্রেনের জনজীবন, অবকাঠামো ইত্যাদি যখন বিধ্বস্ত হয়ে পড়ছে, ঠিক তখন কোটি কোটি ডলার মুনাফা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলো। যুদ্ধ শুরুর পর পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলো ইতিমধ্যে প্রায় অর্ধ লাখ কোটি ডলারের সরবরাহ আদেশ নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে এশিয়া টাইমসের এক প্রতিবেদনে।
প্রতিবেদনটিতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনে ৪৯ কোটি ৬৯৮ লাখ ডলার সমমূল্যের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর বাইরে গত বছর ইউক্রেনকে ৬৫ কোটি ডলারের সামরিক সহায়তা ও ৯০ টন সামরিক সরঞ্জাম দিয়েছে ওয়াশিংটন।
ইউক্রেনকে যৌথভাবে ১৭ হাজার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ২ হাজার স্টিংগার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তুরস্ক এবং কানাডাও চলমান যুদ্ধে ইউক্রেনে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে।
যুদ্ধ শুরুর আগে গত ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারী রেথিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগরি জে হেইস বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছিলেন, গত সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা হয়েছে। পূর্ব ইউরোপ, দক্ষিণ চীন সাগর উত্তেজনায় টগবগ করছে। এসব অঞ্চলে যেকোনো সময় যুদ্ধ লাগতে পারে বলে। এসব যুদ্ধ থেকে মুনাফা করতে না পারার কোনো কারণ নেই।
যুদ্ধ শুরুর পর বিশ্বের বড় বড় শেয়ার বাজারগুলোয় বিভিন্ন সূচকের পতন অব্যাহত থাকলেও কয়েকটি খাতের মতো সামরিক খাতও ঊর্ধ্বমুখী রয়েছে। নিউইয়র্কের পুঁজিবাজার নাসডাক এসঅ্যান্ডপি-৫০০ এ যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি লকহিড ও রেথিয়নের শেয়ার গত বুধবার যথাক্রমে ১৬ ও ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাজ্যভিত্তিক ইউরোপের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি বিএই সিস্টেমসের শেয়ারের দাম বেড়েছে ২৬ শতাংশ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫