
নির্মাতা নুহাশ হুমায়ূনের হরর শর্ট ফিল্ম ‘মশারি’ বুসান ইন্টারন্যাশনাল ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভ্যালে জুরি চয়েজ অ্যাওয়ার্ড জিতেছে। এটি এশিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। ২২ মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল এবং নুহাশের ভাগনি নাইরা ওনোরা সাইফ। অভিনেত্রী শীলা আহমেদের মেয়ে নাইরা। উৎসবে অংশ নিতে নুহাশ ও অভিনেত্রী সুনেরাহ এখন দক্ষিণ কোরিয়ায় রয়েছেন।
সুনেরাহ বলেন, ‘এই প্রথম আমি কোনো চলচ্চিত্র উৎসবে অংশ নিলাম। প্রথম উপস্থিতিতেই দেশের জন্য কিছু নিয়ে আসতে পারলাম। নুহাশ কঠোর পরিশ্রমী ও সৃজনশীল এক নির্মাতা! ওর জন্যই এটা সম্ভব হয়েছে। এই প্রকল্পের অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’
কাজের অভিজ্ঞতা জানিয়ে ‘ন ডরাই’-খ্যাত এ তারকা বলেন, ‘আমরা টানা পাঁচ দিন শুটিং করেছি। এর মধ্যে এক দিনও ঠিকমতো ঘুমাইনি আমরা কেউ। এমনও হয়েছে, আমরা শট দিচ্ছিলাম আর আমাদের ডিওপি ক্যামেরা হাতে ঘুমের ঘোরে পড়ে যাচ্ছিলেন! পুরো কাজটি হয়েছে একদম মেকআপবিহীন। শুধু ডার্ক সার্কেল বাড়ানো হয়েছে।’
সিনেমাটি এর আগেও একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। এর মধ্যে অন্যতম আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল (এএলটিএফএফ) ২০২২-এ সেরা ন্যারেটিভ শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জুরি অ্যাওয়ার্ড। নুহাশ বলেন, ‘এরই মধ্যে “মশারি” অস্কারের যোগ্যতা অর্জন করেছে। আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল জুরি পুরস্কার জিতেছে, যেটা অস্কার কোয়ালিফাইং পুরস্কার।’
এ বছরের মার্চে ‘২০২২ এসএক্সএসডব্লিউ’ ফিল্ম ফেস্টিভ্যালে ‘মশারি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সারসংক্ষেপ অনুসারে, বিশ্ব যখন রক্তপিপাসু প্রাণীদের দ্বারা ছেয়ে গেছে, তখন শেষ মানব জাতি ঢাকায় তাদের জীবন বাঁচাতে আশ্রয় নেয় মশারির মধ্যে। অজানা শত্রু থেকে বাঁচার একমাত্র পরিচিত আশ্রয়স্থল মশারি। দুই বোন—অপু (সুনেরাহ) এবং আয়রাকে (নাইরা) বেঁচে থাকার জন্য এই অদ্ভুত নতুন পৃথিবীতে যুদ্ধ করতে হবে। তবে তাদের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্ব বাইরের বিপদের মতোই হুমকি হয়ে ওঠে।

নির্মাতা নুহাশ হুমায়ূনের হরর শর্ট ফিল্ম ‘মশারি’ বুসান ইন্টারন্যাশনাল ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভ্যালে জুরি চয়েজ অ্যাওয়ার্ড জিতেছে। এটি এশিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। ২২ মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল এবং নুহাশের ভাগনি নাইরা ওনোরা সাইফ। অভিনেত্রী শীলা আহমেদের মেয়ে নাইরা। উৎসবে অংশ নিতে নুহাশ ও অভিনেত্রী সুনেরাহ এখন দক্ষিণ কোরিয়ায় রয়েছেন।
সুনেরাহ বলেন, ‘এই প্রথম আমি কোনো চলচ্চিত্র উৎসবে অংশ নিলাম। প্রথম উপস্থিতিতেই দেশের জন্য কিছু নিয়ে আসতে পারলাম। নুহাশ কঠোর পরিশ্রমী ও সৃজনশীল এক নির্মাতা! ওর জন্যই এটা সম্ভব হয়েছে। এই প্রকল্পের অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’
কাজের অভিজ্ঞতা জানিয়ে ‘ন ডরাই’-খ্যাত এ তারকা বলেন, ‘আমরা টানা পাঁচ দিন শুটিং করেছি। এর মধ্যে এক দিনও ঠিকমতো ঘুমাইনি আমরা কেউ। এমনও হয়েছে, আমরা শট দিচ্ছিলাম আর আমাদের ডিওপি ক্যামেরা হাতে ঘুমের ঘোরে পড়ে যাচ্ছিলেন! পুরো কাজটি হয়েছে একদম মেকআপবিহীন। শুধু ডার্ক সার্কেল বাড়ানো হয়েছে।’
সিনেমাটি এর আগেও একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। এর মধ্যে অন্যতম আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল (এএলটিএফএফ) ২০২২-এ সেরা ন্যারেটিভ শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জুরি অ্যাওয়ার্ড। নুহাশ বলেন, ‘এরই মধ্যে “মশারি” অস্কারের যোগ্যতা অর্জন করেছে। আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল জুরি পুরস্কার জিতেছে, যেটা অস্কার কোয়ালিফাইং পুরস্কার।’
এ বছরের মার্চে ‘২০২২ এসএক্সএসডব্লিউ’ ফিল্ম ফেস্টিভ্যালে ‘মশারি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সারসংক্ষেপ অনুসারে, বিশ্ব যখন রক্তপিপাসু প্রাণীদের দ্বারা ছেয়ে গেছে, তখন শেষ মানব জাতি ঢাকায় তাদের জীবন বাঁচাতে আশ্রয় নেয় মশারির মধ্যে। অজানা শত্রু থেকে বাঁচার একমাত্র পরিচিত আশ্রয়স্থল মশারি। দুই বোন—অপু (সুনেরাহ) এবং আয়রাকে (নাইরা) বেঁচে থাকার জন্য এই অদ্ভুত নতুন পৃথিবীতে যুদ্ধ করতে হবে। তবে তাদের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্ব বাইরের বিপদের মতোই হুমকি হয়ে ওঠে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫