
স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে ‘উচ্ছ্বাসে উৎসবে’ নামের অনুষ্ঠানের আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। আজ রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস আহমেদ জানান, অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা ৭টায় শুভাগত নৃত্য পরিবেশন করবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের দল। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য দেবেন। আবৃত্তি পরিবেশন করবেন অভিনেত্রী তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, দীপা খন্দকার, হৃদি হক, নাদিয়া আহমেদ ও শামীমা তুষ্টি। রাত ৮টায় সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। রাত ৯টায় নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাড়ে ৯টায় সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী তাহসান খান।
অনুষ্ঠানটি নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘ঢাকা-১০ আসনকে দশে দশ-এ পরিণত করতে বিরামহীন শ্রম দিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাইয়ের প্রতি, তিনি প্রধান অতিথি হিসেবে সময় দিচ্ছেন। ধন্যবাদ মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীকেও। ধন্যবাদ আমার শিল্পী ভাইবোনদের, যাঁরা অনুষ্ঠানকে সফল করতে সময় দিচ্ছেন। সবার আন্তরিক সহযোগিতায় আজকের উচ্ছ্বাসে উৎসবে সফল হবে, স্মরণীয় হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা আমার।’

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে ‘উচ্ছ্বাসে উৎসবে’ নামের অনুষ্ঠানের আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। আজ রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস আহমেদ জানান, অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা ৭টায় শুভাগত নৃত্য পরিবেশন করবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের দল। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য দেবেন। আবৃত্তি পরিবেশন করবেন অভিনেত্রী তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, দীপা খন্দকার, হৃদি হক, নাদিয়া আহমেদ ও শামীমা তুষ্টি। রাত ৮টায় সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। রাত ৯টায় নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাড়ে ৯টায় সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী তাহসান খান।
অনুষ্ঠানটি নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘ঢাকা-১০ আসনকে দশে দশ-এ পরিণত করতে বিরামহীন শ্রম দিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাইয়ের প্রতি, তিনি প্রধান অতিথি হিসেবে সময় দিচ্ছেন। ধন্যবাদ মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীকেও। ধন্যবাদ আমার শিল্পী ভাইবোনদের, যাঁরা অনুষ্ঠানকে সফল করতে সময় দিচ্ছেন। সবার আন্তরিক সহযোগিতায় আজকের উচ্ছ্বাসে উৎসবে সফল হবে, স্মরণীয় হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা আমার।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫