Ajker Patrika

আবারও যুক্তরাষ্ট্রে মৌসুমী

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯: ৫০
আবারও যুক্তরাষ্ট্রে মৌসুমী

মায়ের সঙ্গে দেখা করতে এখন যুক্তরাষ্ট্রে মৌসুমী। হাতে থাকা সিনেমার কাজ গুছিয়ে গত ২৪ ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন তিনি। মৌসুমী বলেছেন, ‘মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। তাই আরও আগেই আসার ইচ্ছা ছিল। কিন্তু কিছু শুটিং আর ডাবিং বাকি ছিল। পত্রিকা অফিসেরও কিছু কাজ ছিল। সবকিছু গুছিয়ে উঠতে সময় লাগল। এই মুহূর্তে মায়ের পাশে থাকাটা জরুরি, তাই ছুটে এলাম যুক্তরাষ্ট্রে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে পুরোপুরি সুস্থ করে তোলেন।’

গত বছরের শেষ দিকে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন মৌসুমী। ফিরেছেন ডিসেম্বরের শেষ নাগাদ। দেশে ফিরেই টানা সময় দিয়েছেন শুটিংয়ে। অংশ নিয়েছেন শিল্পী সমিতির নির্বাচনে। নির্বাচনে তিনি কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন।

নির্বাচনের আমেজ কাটিয়ে অংশ নিয়েছেন শুটিং-ডাবিংয়ে। কাজ শেষ করেছেন নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে আশুতোষ সুজনের সিনেমা ‘দেশান্তর’। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন আহমেদ রুবেলের সঙ্গে। শুটিং করেছেন মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’ সিনেমার। ভাঙন সিনেমায় তাঁর সহ-অভিনেতা ফজলুর রহমান বাবু ও প্রাণ রায় এবং সোনার চর সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান ও ওমর সানী। তিনটি সিনেমার কাজ গুছিয়ে দেশ ছেড়েছেন মৌসুমী। হাতে রয়ে গেছে জাহিদ হোসেনের ‘ছিটমহল’ ও ‘কানাগলি’ নামের দুটি সিনেমার কাজ।

মৌসুমী ২১ মার্চ দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি ও তাঁর স্বামী ওমর সানী ওমরাহ পালনের পরিকল্পনা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

‘ভারতের বাইরে বাংলাদেশ বিশ্বকাপ খেললে সেটা ক্রিকেটের জন্য বাজে দেখাবে’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত