কামরুজ্জামান রাজু, কেশবপুর

যশোরের কেশবপুরে আমন ধানখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন কৃষকেরা। ধানখেতে বিষমিশ্রিত টোপ দিয়েও কমানো যাচ্ছে না ইঁদুরের উৎপাত। ফলে প্রায় ৫ থেকে ৭ ভাগ আমন ধান নষ্ট হচ্ছে খেতের। এমনটাই জানিয়েছেন উপজেলার কৃষকেরা।
প্রতি বছর দেশব্যাপী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর জাতীয় ইঁদুর নিধন অভিযান পালন করা হয়ে থাকে। কিন্তু কেশবপুরে ইঁদুর নিধনে কোনো কার্যকরী কর্মসূচি পালন করা হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। তবে জাতীয় ইঁদুর নিধন অভিযানে গত এক মাসে উপজেলাব্যাপী প্রায় সাড়ে ৩ হাজার ইঁদুর নিধন করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
সরেজমিনে উপজেলার মজিদপুর, আটন্ডা, দেউলি, সাতবাড়িয়া, ভালুকঘর, বারুইহাটি, শিকারপুরসহ বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সবুজ ধান খেতের সমারোহ। এ সময় জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। বেড়ে ওঠা ধান গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর। ওই জমিতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। গত কয়েক বছরে এসব ইঁদুর নষ্ট করেছে কৃষকদের হাজারো মণ ধান।
ভুক্তভোগী কৃষকেরা জানান, ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ টোপ ব্যবহার করে কোনো লাভ হয়নি। এ বছরও আমন ধান খেতে ইঁদুরের উৎপাত শুরু হলে কৃষকেরা উপজেলা কৃষি অফিস ও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেন। কিন্তু তাতেও আশানুরূপ সফলতা না পেয়ে ইঁদুর নিধনে মাটি পড়া থেকে শুরু করে অধিকাংশ কৃষক নিজের মতো করে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করছেন।
উপজেলার মজিদপুর গ্রামের কৃষক আব্দুল হালিম জানান, ধান কেটে মাটিতে পাতানোর পর ইঁদুরের উৎপাত ঠেকাতে তিনি নিজের পোষা শিকারি বিড়াল খেতে রেখে আসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘জাতীয় ইঁদুর নিধন অভিযানে ধানখেত থেকে ৩ হাজার ৪৬৩টি ইঁদুর নিধন করা হয়েছে; যা কার্যক্রম চলমান রয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ‘আমরা কৃষকদের ফসল রক্ষায় খেতে বিষ টোপ দিতে ও ফাঁদ ব্যবহার করতে পরামর্শ দিয়েছি।’

যশোরের কেশবপুরে আমন ধানখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন কৃষকেরা। ধানখেতে বিষমিশ্রিত টোপ দিয়েও কমানো যাচ্ছে না ইঁদুরের উৎপাত। ফলে প্রায় ৫ থেকে ৭ ভাগ আমন ধান নষ্ট হচ্ছে খেতের। এমনটাই জানিয়েছেন উপজেলার কৃষকেরা।
প্রতি বছর দেশব্যাপী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর জাতীয় ইঁদুর নিধন অভিযান পালন করা হয়ে থাকে। কিন্তু কেশবপুরে ইঁদুর নিধনে কোনো কার্যকরী কর্মসূচি পালন করা হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। তবে জাতীয় ইঁদুর নিধন অভিযানে গত এক মাসে উপজেলাব্যাপী প্রায় সাড়ে ৩ হাজার ইঁদুর নিধন করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
সরেজমিনে উপজেলার মজিদপুর, আটন্ডা, দেউলি, সাতবাড়িয়া, ভালুকঘর, বারুইহাটি, শিকারপুরসহ বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সবুজ ধান খেতের সমারোহ। এ সময় জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। বেড়ে ওঠা ধান গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর। ওই জমিতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। গত কয়েক বছরে এসব ইঁদুর নষ্ট করেছে কৃষকদের হাজারো মণ ধান।
ভুক্তভোগী কৃষকেরা জানান, ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ টোপ ব্যবহার করে কোনো লাভ হয়নি। এ বছরও আমন ধান খেতে ইঁদুরের উৎপাত শুরু হলে কৃষকেরা উপজেলা কৃষি অফিস ও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেন। কিন্তু তাতেও আশানুরূপ সফলতা না পেয়ে ইঁদুর নিধনে মাটি পড়া থেকে শুরু করে অধিকাংশ কৃষক নিজের মতো করে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করছেন।
উপজেলার মজিদপুর গ্রামের কৃষক আব্দুল হালিম জানান, ধান কেটে মাটিতে পাতানোর পর ইঁদুরের উৎপাত ঠেকাতে তিনি নিজের পোষা শিকারি বিড়াল খেতে রেখে আসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘জাতীয় ইঁদুর নিধন অভিযানে ধানখেত থেকে ৩ হাজার ৪৬৩টি ইঁদুর নিধন করা হয়েছে; যা কার্যক্রম চলমান রয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ‘আমরা কৃষকদের ফসল রক্ষায় খেতে বিষ টোপ দিতে ও ফাঁদ ব্যবহার করতে পরামর্শ দিয়েছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫