
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা না করলে তেহরানের ওপর চাপ বাড়ানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইএইএ প্রতিনিধির গত বৃহস্পতিবারের এমন হুমকিকে কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত বলে মন্তব্য করেছে রাশিয়া। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাতে আগামীকাল সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সপ্তম দফা আলোচনার আগে এ বাগ্বিতণ্ডা খানিকটা উত্তেজনা তৈরি করেছে।
চলতি সপ্তাহের শেষ দিকে ৩৫ দেশের সমন্বয়ে গঠিত আইএইএর বোর্ড অব গভর্নরসের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে নিজেদের পরমাণু স্থাপনায় আইএইএর ক্যামেরা বসানোর বিষয়ে রাজি হতে ইরানের প্রতি খানিকটা হুমকির সুরে আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের আইএইএ প্রতিনিধি।
এ ধরনের হুমকিকে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন মন্তব্য করে রাশিয়ার আইএইএ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গত শুক্রবার বলেন, ‘এতে আমাদের মার্কিন বন্ধুর ধৈর্য হারানোর বিষয়টি প্রকাশ পেয়েছে। আমাদের আরও ধীরস্থির হতে হবে। মার্কিন আইএইএ প্রতিনিধির এ বিবৃতিকে আমি স্বাগত জানাতে পারছি না। এটা চলমান আলোচনাকে কোনোভাবে সাহায্য করবে না।’
এদিকে যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের চুক্তিতে ফেরানোর উদ্দেশ্যেই ইরান আগামীকাল আলোচনায় বসছে বলে শুক্রবার মন্তব্য করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।
নিজেদের পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালে একটি চুক্তি করে ইরান যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) বা সংক্ষেপে ইরান পরমাণু চুক্তি হিসেবে পরিচিত।
এ চুক্তির ভিত্তিতে ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। কিন্তু ২০১৮ সালের মে মাসে বাকিদের সঙ্গে আলোচনা না করে চুক্তি থেকে বেরিয়ে যায় তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর পর ‘সর্বোচ্চ চাপ’ তৈরির কৌশল হিসেবে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা না করলে তেহরানের ওপর চাপ বাড়ানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইএইএ প্রতিনিধির গত বৃহস্পতিবারের এমন হুমকিকে কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত বলে মন্তব্য করেছে রাশিয়া। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাতে আগামীকাল সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সপ্তম দফা আলোচনার আগে এ বাগ্বিতণ্ডা খানিকটা উত্তেজনা তৈরি করেছে।
চলতি সপ্তাহের শেষ দিকে ৩৫ দেশের সমন্বয়ে গঠিত আইএইএর বোর্ড অব গভর্নরসের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে নিজেদের পরমাণু স্থাপনায় আইএইএর ক্যামেরা বসানোর বিষয়ে রাজি হতে ইরানের প্রতি খানিকটা হুমকির সুরে আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের আইএইএ প্রতিনিধি।
এ ধরনের হুমকিকে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন মন্তব্য করে রাশিয়ার আইএইএ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গত শুক্রবার বলেন, ‘এতে আমাদের মার্কিন বন্ধুর ধৈর্য হারানোর বিষয়টি প্রকাশ পেয়েছে। আমাদের আরও ধীরস্থির হতে হবে। মার্কিন আইএইএ প্রতিনিধির এ বিবৃতিকে আমি স্বাগত জানাতে পারছি না। এটা চলমান আলোচনাকে কোনোভাবে সাহায্য করবে না।’
এদিকে যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের চুক্তিতে ফেরানোর উদ্দেশ্যেই ইরান আগামীকাল আলোচনায় বসছে বলে শুক্রবার মন্তব্য করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।
নিজেদের পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালে একটি চুক্তি করে ইরান যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) বা সংক্ষেপে ইরান পরমাণু চুক্তি হিসেবে পরিচিত।
এ চুক্তির ভিত্তিতে ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। কিন্তু ২০১৮ সালের মে মাসে বাকিদের সঙ্গে আলোচনা না করে চুক্তি থেকে বেরিয়ে যায় তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর পর ‘সর্বোচ্চ চাপ’ তৈরির কৌশল হিসেবে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫