Ajker Patrika

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুয়াশা, দেখা মেলেনি সূর্যের

যশোর প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ১৭
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুয়াশা, দেখা মেলেনি সূর্যের

যশোরে গত শুক্রবার সকাল থেকেই চলছিল কুয়াশার সঙ্গে সূর্যের লুকোচুরি। ১২টার পর সূর্য পুরোপুরি চলে যায় ঘন কুয়াশা আর মেঘের আড়ালে।

গতকাল শনিবারও ছিল একই অবস্থা। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে। সঙ্গে কনকনে হিমেল হাওয়া দুর্ভোগ আরও বাড়িয়েছে।

জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৬টায় যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকালের মতো আজ রোববার এবং আগামীকাল সোমবারও জেলায় বিরূপ আবহাওয়া থাকতে পারে। এ সময়ে জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। সূর্যের দেখা নাও মিলতে পারে।

আরও জানা গেছে, দু-এক দিনের মধ্যে মেঘ কেটে যাবে। সেই সঙ্গে কুয়াশা পরিস্থিতিরও উন্নতি হবে। সেই সঙ্গে বাড়বে শীতের প্রকোপ। এ সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত