সম্পাদকীয়

সৈয়দ মুজতবা আলীর সঙ্গে রবীন্দ্রনাথের শেষ দেখা হয় ১৯৩১ সালে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সামনাসামনি হওয়ার পরই রবিঠাকুর বললেন, ‘লোকটি যে বড় চেনা চেনা লাগছে। তুই নাকি বরোদার মহারাজা হয়ে গেছিস?’
মুজতবা আলী কথা বাড়ালেন না। কারণ তিনি জানেন, তর্ক করতে গেলেই তিনি নাজেহাল হবেন। যদি ‘বরোদার মহারাজা’ কথাটায় আপত্তি জানান, তাহলে রবীন্দ্রনাথ প্রমাণ করে দেবেন, মুজতবা আলীই বরোদার রাজা, নয়তো আরও বড় জাঁদরেল গোছের কেউ।
তারপর অবশ্য রবীন্দ্রনাথ বললেন, ‘না, না, মহারাজা নয়, দেওয়ান-টেওয়ান কিছু একটা।’
জিজ্ঞেস করলেন, ‘তুই এখনো বরোদা কলেজে ধর্মশাস্ত্র পড়াস না? জানিস, তোদের যখন রাজা-মহারাজারা ডেকে নিয়ে সম্মান দেখায়, তখন আমার কী গর্ব হয়, আমার কী আনন্দ হয়। আমার ছেলেরা দেশ-বিদেশে কৃতী হয়েছে।’
এই গর্বের মধ্যে দুঃখ ঢেকে রাখেন না, সেটা প্রকাশ করে বলেন, ‘কিন্তু জানিস, আমার মনে দুঃখও হয়। তোদের আমি গড়ে তুলেছি, এখন আমার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তোদের প্রয়োজন। গোখলে, শুক্ল, তোরা সব এখানে থেকে আমাকে সাহায্য করবি। কিন্তু তোদের আনবার সামর্থ্য আমার কোথায়?’
আবার প্রসঙ্গ পাল্টান রবীন্দ্রনাথ। বলেন, ‘তা যাক! বলতে পারিস, সেই মহাপুরুষ কবে আসছেন কাঁচি হাতে করে?’
একটু ভড়কে যান মুজতবা আলী। মহাপুরুষেরা তো আসেন ভগবানের বাণী নিয়ে অথবা শঙ্খ, চক্র, গদা, পদ্মফুল নিয়ে। রবীন্দ্রনাথ বলছেন, মহাপুরুষ আসবেন কাঁচি হাতে করে!
এরও ব্যাখ্যা করেন রবীন্দ্রনাথ, ‘হ্যাঁ, হ্যাঁ, কাঁচি নিয়ে। সেই কাঁচি দিয়ে সামনের দাড়ি ছেঁটে দেবেন আর পেছনের টিকি কেটে দেবেন। সব চুরমার করে একাকার করে দেবেন। হিন্দু-মুসলমান আর কত দিন এভাবে আলাদা হয়ে থাকবে?’
এরপর আধঘণ্টা ধরে বললেন হিন্দু-মুসলমান কলহ নিয়ে। তাঁকে এই কলহ কতটা বেদনা দিত, সেটা বুঝতে একটুও কষ্ট হয়নি মুজতবা আলীর।
সূত্র: ভুঁইয়া ইকবাল, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ, পৃষ্ঠা ৩৫০-৩৫১

সৈয়দ মুজতবা আলীর সঙ্গে রবীন্দ্রনাথের শেষ দেখা হয় ১৯৩১ সালে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সামনাসামনি হওয়ার পরই রবিঠাকুর বললেন, ‘লোকটি যে বড় চেনা চেনা লাগছে। তুই নাকি বরোদার মহারাজা হয়ে গেছিস?’
মুজতবা আলী কথা বাড়ালেন না। কারণ তিনি জানেন, তর্ক করতে গেলেই তিনি নাজেহাল হবেন। যদি ‘বরোদার মহারাজা’ কথাটায় আপত্তি জানান, তাহলে রবীন্দ্রনাথ প্রমাণ করে দেবেন, মুজতবা আলীই বরোদার রাজা, নয়তো আরও বড় জাঁদরেল গোছের কেউ।
তারপর অবশ্য রবীন্দ্রনাথ বললেন, ‘না, না, মহারাজা নয়, দেওয়ান-টেওয়ান কিছু একটা।’
জিজ্ঞেস করলেন, ‘তুই এখনো বরোদা কলেজে ধর্মশাস্ত্র পড়াস না? জানিস, তোদের যখন রাজা-মহারাজারা ডেকে নিয়ে সম্মান দেখায়, তখন আমার কী গর্ব হয়, আমার কী আনন্দ হয়। আমার ছেলেরা দেশ-বিদেশে কৃতী হয়েছে।’
এই গর্বের মধ্যে দুঃখ ঢেকে রাখেন না, সেটা প্রকাশ করে বলেন, ‘কিন্তু জানিস, আমার মনে দুঃখও হয়। তোদের আমি গড়ে তুলেছি, এখন আমার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তোদের প্রয়োজন। গোখলে, শুক্ল, তোরা সব এখানে থেকে আমাকে সাহায্য করবি। কিন্তু তোদের আনবার সামর্থ্য আমার কোথায়?’
আবার প্রসঙ্গ পাল্টান রবীন্দ্রনাথ। বলেন, ‘তা যাক! বলতে পারিস, সেই মহাপুরুষ কবে আসছেন কাঁচি হাতে করে?’
একটু ভড়কে যান মুজতবা আলী। মহাপুরুষেরা তো আসেন ভগবানের বাণী নিয়ে অথবা শঙ্খ, চক্র, গদা, পদ্মফুল নিয়ে। রবীন্দ্রনাথ বলছেন, মহাপুরুষ আসবেন কাঁচি হাতে করে!
এরও ব্যাখ্যা করেন রবীন্দ্রনাথ, ‘হ্যাঁ, হ্যাঁ, কাঁচি নিয়ে। সেই কাঁচি দিয়ে সামনের দাড়ি ছেঁটে দেবেন আর পেছনের টিকি কেটে দেবেন। সব চুরমার করে একাকার করে দেবেন। হিন্দু-মুসলমান আর কত দিন এভাবে আলাদা হয়ে থাকবে?’
এরপর আধঘণ্টা ধরে বললেন হিন্দু-মুসলমান কলহ নিয়ে। তাঁকে এই কলহ কতটা বেদনা দিত, সেটা বুঝতে একটুও কষ্ট হয়নি মুজতবা আলীর।
সূত্র: ভুঁইয়া ইকবাল, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ, পৃষ্ঠা ৩৫০-৩৫১

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫