Ajker Patrika

বগি রেখে ইঞ্জিন নিয়ে ‘চলে গেলেন’ চালক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১: ১৮
বগি রেখে ইঞ্জিন নিয়ে ‘চলে গেলেন’ চালক

গাজীপুরের শ্রীপুরে ঢাকামুখী বলাকা কমিউটার ট্রেনের বাফারিং স্প্রিং ছিঁড়ে গেছে। বাফারিং স্প্রিং ছিঁড়ে যাওয়ার পর চালক বগি রেখে ইঞ্জিন নিয়ে কিছু দূর চলে যাওয়ার পর বিষয়টি টের পান। এরপর ফিরে এসে বাফারিং স্প্রিং সংযুক্ত করা হলেও ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে যেতে পারেনি। গতকাল সোমবার বিকেলে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন ছাড়ে বলাকা কমিউটার ট্রেন। স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়ার পরপরই ট্রেনের বাফারিং স্প্রিং ছিঁড়ে বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর চালক টের পেয়ে ইঞ্জিন নিয়ন্ত্রণ করে স্টেশনে ফিরে আসেন।

ট্রেনের চালক সাজিদুর রহমান বলেন, ট্রেন ছাড়ার সিগন্যাল পেয়ে ট্রেন ছাড়ার পরেই বিকট শব্দে ট্রেনের বাফারিং স্প্রিং ছিঁড়ে ইঞ্জিন আলাদা হয়ে বগি পড়ে থাকে। এ সময় শব্দ শুনে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে আবার ফিরে আসা হয় স্টেশনে। এখন অপেক্ষা করছি, রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) এসে উদ্ধার করলে ট্রেনটি ঢাকার পথে রওনা করতে পারবে।’

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘বিকল হয়ে পড়া ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়ানো আছে। ফলে এ রেলপথে ট্রেন চলতে কোনো অসুবিধা হবে না। ১ নম্বর লাইন দিয়ে সব ট্রেন চলাচল করানো হচ্ছে। রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে এ ট্রেনকে নিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

ফাটা বাঁশের চিপায় ইরান

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত