সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সম্প্রসারিত এলাকাগুলোকে নিয়ে গঠিত নতুন ১২টি ওয়ার্ডের সীমানা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে এ বিষয়ে ওই সব এলাকার বাসিন্দারা চাইলে নিজেদের পরামর্শ বা আপত্তি জানাতে পারবেন।
পরামর্শ বা আপত্তি থাকলে আগামী ৮ মার্চের মধ্যে তা লিখিত আকারে জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা-সিলেট সিটি করপোরেশন বরাবরে দিতে হবে বলে সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়।
বর্ধিত সিলেট সিটি করপোরেশনের এলাকাগুলোকে পুনর্বিন্যাস করে নতুন ১২টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি ওয়ার্ড গঠন করা হয়েছে। গত বছরের ৩১ আগস্ট এক সরকারি প্রজ্ঞাপনে সিলেট জেলার সদর উপজেলার ৪টি এবং দক্ষিণ সুরমা উপজেলার ৩টি ইউনিয়নের কয়েকটি মৌজা সিলেট সিটি করপোরেশনের সঙ্গে অন্তর্ভুক্ত করে সম্প্রসারণ করা হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ২৯ ও ৩০ ধারা অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকাগুলোকে ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাস করে ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, দক্ষিণ সুরমার গাংগু, কাজীরখলা, রিয়াছতপুর, মাজপাড়া, সুনামপুর, পশ্চিম বরইকান্দি, কামুশুনা, তেলিরাই, নিয়ামতপুর গ্রাম এবং ধরাধপুরের রায়ের গাঁও, কাজীরখলা, কামুশুনা গ্রাম নিয়ে ২৮ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। ২৯ নম্বর ওয়ার্ডে পড়েছে দক্ষিণ সুরমার পিরিজপুর, পর্বতপুর, বদিকোনা (আংশিক), ধরাধরপুর, বদিকোনা আংশিক, উম্মুর কবুল, লাউয়াই, মোহাম্মদপুর ও ধরাধরপুর গ্রাম।
৩০ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত গ্রামগুলো হলে-দক্ষিণ সুরমার জৈনপুর, চান্দাই, তেলীপাড়া, চান্দাই পশ্চিমপাড়া, টিয়রগাঁও, তালুকদার পাড়া, নজরপুর, বকশীপুর, গালিমপুর, ও দাউদপুর। এ ছাড়া সদর উপজেলার কুইটুক, নয়াবস্তি, মুরাদপুর, পেশনেওয়াজ (মুক্তরচক), মুরাদপুর, পীরের চক, মিরের চক আংশিক নিয়ে গঠন করা হয়েছে ৩১ নম্বর ওয়ার্ড।
৩২ নম্বর ওয়ার্ডে পড়েছে সদর উপজেলার কল্যাণপুর আংশিক, বেতার কেন্দ্র, ইসলামপুর আংশিক, ইসলামপুর কলোনি, ইসলামপুর দক্ষিণ-ফাল্গুনী, মুসলিম নগর, মুগীর পাড়া, মুড়িলা, নূরপুর, নাথপাড়া, আটালু, পূর্ব ভাটপাড়া, পশ্চিম ভাট পাড়া, কান্দিহুতা, মীরাপাড়া, পূর্ব শাপলাভাগ, সোনাপুর, টুলটিকর আবাসিক এলাকা, পূর্ব কুশিঘাট, শাহপরান আবাসিক এলাকা, কৃষি খামার আংশিক এলাকা।
সদর উপজেলার খাদিমপাড়া আংশিক, কালাটিকর আংশিক, মনিপুরি পাড়া বস্তি, বহর দাস পাড়া, ধনকান্দি, পাঁচগরি, লালখাটংগী, শাহপরান আবাসিক এলাকা, বহর নোয়াগাঁও, এটিআই, ভাওয়াল টিলা, ইসলামাবাদ, কল্লগ্রাম নিয়ে গঠিত হয়েছে ৩৩ নম্বর ওয়ার্ড।
এদিকে ৩৪ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে সদর উপজেলার খাদিমপাড়া আংশিক, মীরমহল্লা, বহর কলোনি, বাহুবল আবাসিক এলাকা, উদ্দিন টিলা, কালাটিকর আংশিক এলাকা। ৩৫ নম্বর ওয়ার্ডে পড়েছে সদর উপজেলার জাহানপুর, সৈয়দপুর আংশিক, মোহাম্মদপুর, চামেলিবাগ (গোয়ালগাঁও), শ্যামলী আবাসিক এলাকা, সিলেট টেক্সটাইল আংশিক, ইসলামপুর পূর্ব, সরকারি কলেজের আংশিক, প্রকৌশল কলেজ, দুগ্ধ খামার, সৈয়দপুর আংশিক, জাহানপুর উত্তর (বুড়িবস্তি) ও আলুরতল এলাকা। ৩৬ নম্বর ওয়ার্ডে সংযুক্ত হয়েছে সদর উপজেলার উত্তরবালুচর, আরামবাগ, দুর্গাবাড়ি, এমসি কলেজ আবাসিক এলাকা, টিভি গেট হাসপাতাল এলাকা, বন বিভাগ টিলা, ইকো পার্ক, কৃষি বিশ্ববিদ্যালয়, ও যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা।
৩৭ নম্বর ওয়ার্ডে যাচ্ছে সদর উপজেলার টিলাগড়, ডরিয়া, বড়গুল, দুসক, শাবিপ্রবি, আখালিয়া, নতুন বাজার আবাসিক এলাকা, যগীপাড়া, দামালী পাড়া, আখালিয়া ঘাট, ক্বারীপাড়া, খলাপাড়া, চান্দিয়ালা, নোয়াপাড়া ও বিজিবি এলাকা এলাকা। সদর উপজেলার নাজিরগাঁও, টিয়রবাড়ি, পীরপুর আংশিক, খালিগাঁও, হায়দরপুর, চরুগাঁও, সাহেবের গাঁও, শেখপাড়া, ওয়াবদা ও কুমারগাঁও এলাকা নিয়ে গঠিত হয়েছে ৩৮ নম্বর ওয়ার্ড।
এ ছাড়া ৩৯ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে সদর উপজেলার শাহাপুর, নোয়াগাঁও আংশিক, নয়া খুরুমখলা, খুরুমখলা আংশিক, পীরপুর আংশিক, টুকেরগাঁও আংশিক, নোয়াপাড়া, তালুকদার পাড়া, মইয়ারচর, নোয়াগাঁও আংশিক, নোয়াগাঁও হিন্দু পাড়া, টুকের গাঁও আংশিক ও গৌরীপুর এলাকা।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সম্প্রসারিত এলাকাগুলোকে নিয়ে গঠিত নতুন ১২টি ওয়ার্ডের সীমানা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে এ বিষয়ে ওই সব এলাকার বাসিন্দারা চাইলে নিজেদের পরামর্শ বা আপত্তি জানাতে পারবেন।
পরামর্শ বা আপত্তি থাকলে আগামী ৮ মার্চের মধ্যে তা লিখিত আকারে জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা-সিলেট সিটি করপোরেশন বরাবরে দিতে হবে বলে সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়।
বর্ধিত সিলেট সিটি করপোরেশনের এলাকাগুলোকে পুনর্বিন্যাস করে নতুন ১২টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি ওয়ার্ড গঠন করা হয়েছে। গত বছরের ৩১ আগস্ট এক সরকারি প্রজ্ঞাপনে সিলেট জেলার সদর উপজেলার ৪টি এবং দক্ষিণ সুরমা উপজেলার ৩টি ইউনিয়নের কয়েকটি মৌজা সিলেট সিটি করপোরেশনের সঙ্গে অন্তর্ভুক্ত করে সম্প্রসারণ করা হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ২৯ ও ৩০ ধারা অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকাগুলোকে ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাস করে ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, দক্ষিণ সুরমার গাংগু, কাজীরখলা, রিয়াছতপুর, মাজপাড়া, সুনামপুর, পশ্চিম বরইকান্দি, কামুশুনা, তেলিরাই, নিয়ামতপুর গ্রাম এবং ধরাধপুরের রায়ের গাঁও, কাজীরখলা, কামুশুনা গ্রাম নিয়ে ২৮ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। ২৯ নম্বর ওয়ার্ডে পড়েছে দক্ষিণ সুরমার পিরিজপুর, পর্বতপুর, বদিকোনা (আংশিক), ধরাধরপুর, বদিকোনা আংশিক, উম্মুর কবুল, লাউয়াই, মোহাম্মদপুর ও ধরাধরপুর গ্রাম।
৩০ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত গ্রামগুলো হলে-দক্ষিণ সুরমার জৈনপুর, চান্দাই, তেলীপাড়া, চান্দাই পশ্চিমপাড়া, টিয়রগাঁও, তালুকদার পাড়া, নজরপুর, বকশীপুর, গালিমপুর, ও দাউদপুর। এ ছাড়া সদর উপজেলার কুইটুক, নয়াবস্তি, মুরাদপুর, পেশনেওয়াজ (মুক্তরচক), মুরাদপুর, পীরের চক, মিরের চক আংশিক নিয়ে গঠন করা হয়েছে ৩১ নম্বর ওয়ার্ড।
৩২ নম্বর ওয়ার্ডে পড়েছে সদর উপজেলার কল্যাণপুর আংশিক, বেতার কেন্দ্র, ইসলামপুর আংশিক, ইসলামপুর কলোনি, ইসলামপুর দক্ষিণ-ফাল্গুনী, মুসলিম নগর, মুগীর পাড়া, মুড়িলা, নূরপুর, নাথপাড়া, আটালু, পূর্ব ভাটপাড়া, পশ্চিম ভাট পাড়া, কান্দিহুতা, মীরাপাড়া, পূর্ব শাপলাভাগ, সোনাপুর, টুলটিকর আবাসিক এলাকা, পূর্ব কুশিঘাট, শাহপরান আবাসিক এলাকা, কৃষি খামার আংশিক এলাকা।
সদর উপজেলার খাদিমপাড়া আংশিক, কালাটিকর আংশিক, মনিপুরি পাড়া বস্তি, বহর দাস পাড়া, ধনকান্দি, পাঁচগরি, লালখাটংগী, শাহপরান আবাসিক এলাকা, বহর নোয়াগাঁও, এটিআই, ভাওয়াল টিলা, ইসলামাবাদ, কল্লগ্রাম নিয়ে গঠিত হয়েছে ৩৩ নম্বর ওয়ার্ড।
এদিকে ৩৪ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে সদর উপজেলার খাদিমপাড়া আংশিক, মীরমহল্লা, বহর কলোনি, বাহুবল আবাসিক এলাকা, উদ্দিন টিলা, কালাটিকর আংশিক এলাকা। ৩৫ নম্বর ওয়ার্ডে পড়েছে সদর উপজেলার জাহানপুর, সৈয়দপুর আংশিক, মোহাম্মদপুর, চামেলিবাগ (গোয়ালগাঁও), শ্যামলী আবাসিক এলাকা, সিলেট টেক্সটাইল আংশিক, ইসলামপুর পূর্ব, সরকারি কলেজের আংশিক, প্রকৌশল কলেজ, দুগ্ধ খামার, সৈয়দপুর আংশিক, জাহানপুর উত্তর (বুড়িবস্তি) ও আলুরতল এলাকা। ৩৬ নম্বর ওয়ার্ডে সংযুক্ত হয়েছে সদর উপজেলার উত্তরবালুচর, আরামবাগ, দুর্গাবাড়ি, এমসি কলেজ আবাসিক এলাকা, টিভি গেট হাসপাতাল এলাকা, বন বিভাগ টিলা, ইকো পার্ক, কৃষি বিশ্ববিদ্যালয়, ও যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা।
৩৭ নম্বর ওয়ার্ডে যাচ্ছে সদর উপজেলার টিলাগড়, ডরিয়া, বড়গুল, দুসক, শাবিপ্রবি, আখালিয়া, নতুন বাজার আবাসিক এলাকা, যগীপাড়া, দামালী পাড়া, আখালিয়া ঘাট, ক্বারীপাড়া, খলাপাড়া, চান্দিয়ালা, নোয়াপাড়া ও বিজিবি এলাকা এলাকা। সদর উপজেলার নাজিরগাঁও, টিয়রবাড়ি, পীরপুর আংশিক, খালিগাঁও, হায়দরপুর, চরুগাঁও, সাহেবের গাঁও, শেখপাড়া, ওয়াবদা ও কুমারগাঁও এলাকা নিয়ে গঠিত হয়েছে ৩৮ নম্বর ওয়ার্ড।
এ ছাড়া ৩৯ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে সদর উপজেলার শাহাপুর, নোয়াগাঁও আংশিক, নয়া খুরুমখলা, খুরুমখলা আংশিক, পীরপুর আংশিক, টুকেরগাঁও আংশিক, নোয়াপাড়া, তালুকদার পাড়া, মইয়ারচর, নোয়াগাঁও আংশিক, নোয়াগাঁও হিন্দু পাড়া, টুকের গাঁও আংশিক ও গৌরীপুর এলাকা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫