Ajker Patrika

হতাশায় শেষ জিমিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ২১
হতাশায় শেষ জিমিদের

শক্তিতে অনেক পিছিয়ে থাকলেও এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালে যেতে পারত বাংলাদেশ। সেই লড়াইয়ে বাংলাদেশের শুরুটাও ছিল আশা জাগানিয়া। পাকিস্তানের বিপক্ষে শুরুতেই লিড নেন রাসেল মাহমুদ জিমিরা। তবে সেই শুরু ধরে রাখতে পারেননি তাঁরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের হার ৬-২ গোলের বড় ব্যবধানে। এই হারে বাংলাদেশকে বিদায় করে চতুর্থ দল হিসেবে সেমিতে উঠেছে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে এ জয় দিয়ে সেমিফাইনালে ভারতকে এড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান ও জাপান—দুই দলের সংগ্রহ সমান ৫ পয়েন্ট করে। গোলগড়ে পাকিস্তান গ্রুপে তৃতীয় স্থান পেয়েছে, জাপান গ্রুপে চতুর্থ স্থানে আছে। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে গেছে ভারত। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। ২১ ডিসেম্বর সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে জাপানের বিপক্ষে।

প্রথম কোয়ার্টারে পাকিস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে বাংলাদেশ। ১৩ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন আরশাদ হোসেন। ২০ সেকেন্ডর মধ্যেই সমতায় আসে পাকিস্তান। এবার ফিল্ড গোলে পাকিস্তানকে সমতায় ফেরান নাদিম আহমেদ। এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের দখলে। ৩৪ মিনিটেই ৫-১ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। এরপর বাংলাদেশের হয়ে গোল করে ব্যবধান ৫-২ করেন আরশাদ হোসেন। ৩৮ মিনিটে নিজেদের শেষ গোলটি করে পাকিস্তান।

এর আগে ভারতের কাছে ৬-০ গোলে হেরেছে জাপান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত