কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ১১ বছরের এক কিশোরী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার আইথর এলাকায়। ওই কিশোরী স্থানীয় একটি এক মাদ্রাসার ছাত্রী। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে মেয়েটিকে পৌরসভার আইথর এলাকার ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়। এরপর থেকে আবাসিক ওই মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করত মেয়েটি। তবে ছুটিতে তার অভিভাবকেরাই মাদ্রাসা থেকে তাকে আনা-নেওয়ার কাজটি করতেন। এ অবস্থায় গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে মাদ্রাসার এক শিক্ষক অভিভাবকদের কাছে মোবাইলফোনে ওই ছাত্রী বাসায় পৌঁছেছে কি-না জানতে চান। এরপরই মাদ্রাসা থেকে ছাত্রী নিখোঁজের বিষয়টি জানাজানি হয়। পরে অভিভাবকেরা তাদের মেয়েকে হন্যে হয়ে খুঁজতে থাকলেও শনিবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। একপর্যায়ে এ ঘটনায় মেয়েটির বাবা কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রক্ষিতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইতিমধ্যে ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।
এ বিষয়ে গতকাল শনিবার বিকেলে মেয়েটির বাবা বলেন, ‘ঘটনার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু কোথাও মেয়ের কোনো খোঁজ পাইনি। এতে আমরা চরম দুশ্চিন্তায় আছি।’
মাদ্রাসার মোহতামিম মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘ছাত্রীর খোঁজে আমরাও চেষ্টা চালাচ্ছি। যে যেখানে বলছে, সেখানেই যাচ্ছি আমরা।’
জিডির তদন্তের দায়িত্বে থাকা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সরদার বলেন, ‘ছাত্রীটির এখনো কোনো খোঁজ মেলেনি। তবে তার খোঁজে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

নেত্রকোনার কেন্দুয়ায় ১১ বছরের এক কিশোরী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার আইথর এলাকায়। ওই কিশোরী স্থানীয় একটি এক মাদ্রাসার ছাত্রী। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে মেয়েটিকে পৌরসভার আইথর এলাকার ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়। এরপর থেকে আবাসিক ওই মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করত মেয়েটি। তবে ছুটিতে তার অভিভাবকেরাই মাদ্রাসা থেকে তাকে আনা-নেওয়ার কাজটি করতেন। এ অবস্থায় গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে মাদ্রাসার এক শিক্ষক অভিভাবকদের কাছে মোবাইলফোনে ওই ছাত্রী বাসায় পৌঁছেছে কি-না জানতে চান। এরপরই মাদ্রাসা থেকে ছাত্রী নিখোঁজের বিষয়টি জানাজানি হয়। পরে অভিভাবকেরা তাদের মেয়েকে হন্যে হয়ে খুঁজতে থাকলেও শনিবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। একপর্যায়ে এ ঘটনায় মেয়েটির বাবা কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রক্ষিতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইতিমধ্যে ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।
এ বিষয়ে গতকাল শনিবার বিকেলে মেয়েটির বাবা বলেন, ‘ঘটনার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু কোথাও মেয়ের কোনো খোঁজ পাইনি। এতে আমরা চরম দুশ্চিন্তায় আছি।’
মাদ্রাসার মোহতামিম মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘ছাত্রীর খোঁজে আমরাও চেষ্টা চালাচ্ছি। যে যেখানে বলছে, সেখানেই যাচ্ছি আমরা।’
জিডির তদন্তের দায়িত্বে থাকা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সরদার বলেন, ‘ছাত্রীটির এখনো কোনো খোঁজ মেলেনি। তবে তার খোঁজে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫