মুলাদী প্রতিনিধি

মুলাদীতে কর্মস্থলেই ছাদবাগান গড়ে তুলেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিউর রহমান। তিনি সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের ছাদে বিভিন্ন দেশি ও বিদেশি ফলের চাষ করেছেন। তাঁর ছাদবাগানে প্রায় ২০০ ফল ও ফুলের গাছ আছে।
জানা যায়, অনেকটা শখের বশে ছাদবাগান করার উদ্যোগ নিয়েছিলেন এএসপি মো. মতিউর রহমান। তিনি প্রায় ২ বছর আগে ছাদবাগান শুরু করেন। বর্তমানে সেখানে ত্বীন গাছ, ড্রাগন, মিশরীয় ডুমুর, থাই জাম্বুরা, চেরিফল (টক), মাল্টা, চায়না কমলা, বাড়ি ফোর আম, ছবেদা, বাউকুল, আপেল কুল, কাঠবাদাম, মিষ্টি তেঁতুল, স্ট্রবেরি, লাল পেয়ারা, বেলি ফুল, কাঠ গোলাপ, অ্যালোভেরা, পুদিনা পাতা, হাসনা হেনা, বোতাম ফুল, নয়না তারা, শিউলি ফুলসহ বিভিন্ন ফল ও ফুলের গাছ রয়েছে। এ ছাড়া কিং হলুদ কবুতর, পটারবল কবুতর, কালোলক্ষ্যা ময়ূরী, লাল লাহরি, কাল লাহরি, আফছান গ্রিজেল রেসার, মিনি রেসার, সাদা রেন্ট ও ব্লুভার লক্ষ্যাসহ বিভিন্ন প্রজাতির কবুতর পালন করেছেন এএসপি মতিউর রহমান।
গাছে ফল ধরেছে, আর ফুলগাছে ফুল ফুটেছে। অনেক ফল ও ফুলগাছ থাকলেও সবার দৃষ্টি ত্বীন ফলের দিকে। পরিচর্যার কারণে মক্কা আর মদিনার মাটিতে যে ত্বীন ফল ধরে, সেই ফল ধরেছে মুলাদীর মাটিতে। বিভিন্ন ধরনের ফল আর ফুল গাছে থোকায় থোকায় ধরে ছাদটি দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। মুলাদী উপজেলায় প্রথমবারের মতো ত্বীন ফল চাষ হওয়ায় অনেকে দেখতে ভিড় করছেন। ছাদবাগানের কাজে সহযোগিতা করছেন কনস্টেবল অহিদুল ইসলাম।
মুলাদী সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিউর রহমান বলেন, ‘আমি মুলাদী উপজেলার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য ছাদে টবে বা ড্রামে বিভিন্ন প্রজাতির ফল, ফুলের গাছ লাগিয়েছি। সেই সঙ্গে বিভিন্ন প্রজাতির কবুতর পালছি। যাদের ছাদের জায়গা খালি পড়ে আছে, তারা বিভিন্ন প্রজাতির ফল, ফুলের গাছ, শাকসবজি লাগাতে পারে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির কবুতর ও মুরগি পালন করতে পারে। একটা সুন্দর ছাদবাগান দিতে পারে পরিচ্ছন্ন পরিবেশ ও সারা বছর ধরে পরিবারের চাহিদামতো নিরাপদ ফল-সবজি।

মুলাদীতে কর্মস্থলেই ছাদবাগান গড়ে তুলেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিউর রহমান। তিনি সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের ছাদে বিভিন্ন দেশি ও বিদেশি ফলের চাষ করেছেন। তাঁর ছাদবাগানে প্রায় ২০০ ফল ও ফুলের গাছ আছে।
জানা যায়, অনেকটা শখের বশে ছাদবাগান করার উদ্যোগ নিয়েছিলেন এএসপি মো. মতিউর রহমান। তিনি প্রায় ২ বছর আগে ছাদবাগান শুরু করেন। বর্তমানে সেখানে ত্বীন গাছ, ড্রাগন, মিশরীয় ডুমুর, থাই জাম্বুরা, চেরিফল (টক), মাল্টা, চায়না কমলা, বাড়ি ফোর আম, ছবেদা, বাউকুল, আপেল কুল, কাঠবাদাম, মিষ্টি তেঁতুল, স্ট্রবেরি, লাল পেয়ারা, বেলি ফুল, কাঠ গোলাপ, অ্যালোভেরা, পুদিনা পাতা, হাসনা হেনা, বোতাম ফুল, নয়না তারা, শিউলি ফুলসহ বিভিন্ন ফল ও ফুলের গাছ রয়েছে। এ ছাড়া কিং হলুদ কবুতর, পটারবল কবুতর, কালোলক্ষ্যা ময়ূরী, লাল লাহরি, কাল লাহরি, আফছান গ্রিজেল রেসার, মিনি রেসার, সাদা রেন্ট ও ব্লুভার লক্ষ্যাসহ বিভিন্ন প্রজাতির কবুতর পালন করেছেন এএসপি মতিউর রহমান।
গাছে ফল ধরেছে, আর ফুলগাছে ফুল ফুটেছে। অনেক ফল ও ফুলগাছ থাকলেও সবার দৃষ্টি ত্বীন ফলের দিকে। পরিচর্যার কারণে মক্কা আর মদিনার মাটিতে যে ত্বীন ফল ধরে, সেই ফল ধরেছে মুলাদীর মাটিতে। বিভিন্ন ধরনের ফল আর ফুল গাছে থোকায় থোকায় ধরে ছাদটি দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। মুলাদী উপজেলায় প্রথমবারের মতো ত্বীন ফল চাষ হওয়ায় অনেকে দেখতে ভিড় করছেন। ছাদবাগানের কাজে সহযোগিতা করছেন কনস্টেবল অহিদুল ইসলাম।
মুলাদী সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিউর রহমান বলেন, ‘আমি মুলাদী উপজেলার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য ছাদে টবে বা ড্রামে বিভিন্ন প্রজাতির ফল, ফুলের গাছ লাগিয়েছি। সেই সঙ্গে বিভিন্ন প্রজাতির কবুতর পালছি। যাদের ছাদের জায়গা খালি পড়ে আছে, তারা বিভিন্ন প্রজাতির ফল, ফুলের গাছ, শাকসবজি লাগাতে পারে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির কবুতর ও মুরগি পালন করতে পারে। একটা সুন্দর ছাদবাগান দিতে পারে পরিচ্ছন্ন পরিবেশ ও সারা বছর ধরে পরিবারের চাহিদামতো নিরাপদ ফল-সবজি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫