Ajker Patrika

শৌচাগার থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০: ২২
শৌচাগার থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

ভোলায় বাসার শৌচাগার থেকে সোনিয়া (১৪) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে ভোলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার ঠিকাদার জামাল গোলদারের বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত সোনিয়া ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের আবুল কালামের মেয়ে।

সোমবার দুপুরের দিকে ঘরের টয়লেটের মধ্যে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেন বাড়ির মালিক জামাল গোলদার। তবে, টয়লেটের মধ্যে গলায় ফাঁস দেওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বাসার মালিক জানান, সোমবার দুপুরের দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসার দোতলা থেকে নিচতলায় নেমে আসে সোনিয়া। ফিরতে বিলম্ব হওয়ায় বাসার লোকজন নিচে গিয়ে দেখতে পান টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ ঝুলছে সোনিয়া। পরে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে ঘরে এনে রাখা হয়। তবে, গলায় ফাঁস দেওয়ার কোনো কারণ কেউ জানাতে পারেননি। ওসি এনায়েত হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত