Ajker Patrika

মাঠে পানি, বিদ্যালয়ের সমাবেশ বন্ধ দুই মাস

মাঠে পানি, বিদ্যালয়ের সমাবেশ বন্ধ দুই মাস

বর্ষা মৌসুম শেষে কাঙ্ক্ষিত বৃষ্টির অভাবে যখন কৃষি ও জনজীবন বিপর্যস্ত, তখন যেটুকু বৃষ্টি হয়েছে, তাতেই বিদ্যালয়ের মাঠে পানি জমে ভোগান্তিতে পড়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একমাত্র মাঠে পানি থাকায় প্রায় দুই মাস ধরে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও যাতায়াতেও ভোগান্তি বেড়েছে।

গত সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে হাঁস চরছে। বিদ্যালয়ের ছেলে-মেয়েরা বারান্দায় খেলাধুলা করছে। 
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন বলে, মাঠে পানি থাকায় তারা খেলাধুলা করতে পারে না। বিদ্যালয়ের বারান্দায় অথবা রাস্তায় খেলতে হয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন বলে, জলাবদ্ধতার কারণে তাদের অ্যাসেম্বলি হয় না। সামান্য বৃষ্টিতেই এখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের চলাচলেও সমস্যা হয়।

পদ্মপুকুর গ্রামের আব্দুল খালেক বলেন, মাঠটি তাঁরা ঈদগাহ হিসেবেও ব্যবহার করেন। তা ছাড়া এ গ্রামের কেউ মারা গেলে জানাজা ওই মাঠে হয়। তবে এখন পানি জমে থাকায় তা বন্ধ আছে।

পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি রানী কীর্ত্তনীয়া বলেন, সামান্য বৃষ্টিতে পানি মাঠ থেকে বের হতে না পেরে জলাবদ্ধতা হয়। এ বছর জলাবদ্ধতায় গত জুলাই থেকে অ্যাসেম্বলি বন্ধ রয়েছে।

লিপি রানী কীর্ত্তনীয়া আরও বলেন, জলাবদ্ধতা দূরীকরণে মাঠ ভরাটের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বরাদ্দ চেয়ে 
আবেদন করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. রেহানা বানু বলেন, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা দূর করার চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, খোঁজখবর নিয়ে বিষয়টি সুরাহা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত