Ajker Patrika

ডলার-সংকটের জটিলতায় মার্তিনেজের বাংলাদেশ সফর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডলার-সংকটের জটিলতায় মার্তিনেজের বাংলাদেশ সফর

যাঁর উদ্যোগে এমিলিয়ানো মার্তিনেজ আগামী মাসের শুরুতে আসছেন বাংলাদেশ ও ভারত সফরে—কলকাতার সেই ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত সব চূড়ান্ত করতে গত দুই দিনে ঘুরে গেলেন বাংলাদেশ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজের ঢাকায় আগমন উপলক্ষে বাংলাদেশি পৃষ্ঠপোষক পেতে খুব একটা বেগ পেতে হচ্ছে না তাঁর। তবু শতদ্রুর কপালে চিন্তার ভাঁজ।

কেন? ‘পৃষ্ঠপোষক নিয়ে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে, তাঁকে টাকা কীভাবে রেমিট করব। শুনলাম, এখানে নাকি (ডলার পেমেন্টে) অনুমতি মিলছে না। ডলার-সংকটে পেমেন্ট করতে অসুবিধা হবে, বিষয়টি জানা ছিল না। জানলে তো এভাবে ঘোষণা দিতাম না’—গতকাল সন্ধ্যায় উদ্বেগভরা কণ্ঠে আজকের পত্রিকাকে বলছিলেন শতদ্রু।

শুধু শতদ্রুই নন, আগামী মাসে উপমহাদেশ সফরের ঘোষণা দিয়েছেন মার্তিনেজ নিজেও। বাংলাদেশের বিদ্যমান ডলার-সংকটে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাঁর বাংলাদেশ সফর নিয়ে। কদিন আগেই জানা গেছে, ডলার-সংকটে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) তাদের আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ প্রথম ধাপে পাওনা পরিশোধ করতে পারেনি। এ মুহূর্তে এসব লেনদেনে খুব একটা অনুমতি মিলছে না বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে।

শতদ্রুর আশা, মার্তিনেজের বাংলাদেশ সফর-সংক্রান্ত লেনদেনে তাঁরা অনুমতি পাবেন। সমস্যার সমাধানে আগের পরিকল্পনা থেকে সরে আসতে চাইছেন তাঁরা। মার্তিনেজের এক দিনের বাংলাদেশ সফরে অনুষ্ঠানের ব্যাপ্তি সংক্ষিপ্ত করার চিন্তা তাঁদের। আর্জেন্টিনার তারকা গোলরক্ষক যদি ২-৩ ঘণ্টা ঢাকায় অবস্থান করেন, সে ক্ষেত্রে তাঁকে ২০-২৫ হাজার ডলার (২১-২৫ লাখ টাকা) দিতে হবে।

এখন শতদ্রুর চ্যালেঞ্জ দুটি। প্রথমত, মার্তিনেজকে বাংলাদেশ সফরের জন্য ২০-২৫ হাজার ডলারে রাজি করাতে হবে। দ্বিতীয়ত, এই ডলার পরিশোধে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পেতে হবে। বিষয়টি নিয়ে মার্তিনেজের ম্যানেজারের সঙ্গে আলোচনা করতে আজ লন্ডনে যাওয়ার কথা শতদ্রুর। এর মধ্যে তাঁর বাংলাদেশি এজেন্টরা আবেদন করবেন ডলার পরিশোধের অনুমতি পেতে। সব চূড়ান্ত হলে শতদ্রু আগামী সপ্তাহে ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে জানাবেন মার্তিনেজের সফরের আদ্যন্ত।

শতদ্রু বলছেন, ‘দু-তিন দিনের মধ্যে অনুমতি পেয়ে গেলে ওই অ্যামাউন্ট নিয়ে মার্তিনেজকে রাজি করানোর চেষ্টা করব। এটা বাংলাদেশেরই সুনাম, সেটি বিবেচনায় আশা করি অনুমতি মিলবে। এখন অনুমতি না পেলে কোন মুখে মার্তিনেজের সঙ্গে কথা বলব? অনেক বড় ইভেন্ট। বিতর্ক, সমালোচনা হবে—এমন কিছুতে জড়াতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫

ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজ সিকদার, হাদির ছবি টানালেন জুলাই যোদ্ধারা

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ