
প্রশাসনের কঠোর নজরদারিতে কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় ভর্তুকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার থেকে সকল উপজেলা ও পৌরসভা এলাকার নির্ধারিত স্থানে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে একযোগে এ সব পণ্য বিক্রি শুরু হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার ৩৪৭ পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য শুরু করেছে টিসিবি। গতকাল রোববার সকালে শহরের লোকনাথ ট্যাংকের পাড় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় রোজার আগে এবং রোজার মধ্যবর্তী সময়ে টিসিবির ডিলারদের মাধ্যমে প্রতি পরিবার ৫৫ টাকা করে চিনি, ৬৫ টাকায় মসুর ডাল, ১১০ টাকায় ১ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা দরে পেঁয়াজ ও ৫০ টাকা দরে ছোলা প্রতি কেজি দরে কিনতে পারবে। প্রতি পরিবারকে প্রতিটি পণ্য ২ কেজি করে দেওয়া হবে।
কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রোববার উপজেলার ৬টি ইউনিয়নে ট্যাগ অফিসারের মাধ্যমে তিন হাজার ফ্যামিলি কার্ডধারীর মাঝে কার্ডধারীর মাঝে পণ্য করেন টিসিবির ডিলাররা। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮ হাজার ১৬ জন সাধারণ ক্রেতা এ পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। গতকাল মুলগ্রাম, বিনাউটি, খাড়েরা, বায়েক, কায়েমপুর ও কুটি ইউনিয়নে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন আবু কাউসার ট্রেডার্স, নেহাল এন্টারপ্রাইজ ও মা তানিয়া ট্রেডার্স নামের তিনজন নির্ধারিত ডিলার।
নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল ১১ হাজার ২৮৪ জন তালিকাভুক্ত উপকারভোগীর পণ্য বিক্রয় করা হবে। গতকাল নবীনগর পৌর এলাকায় ও আটটি ইউনিয়ন পরিষদ (বীরগাও, কৃষ্ণনগর, নাটঘর, কাইতলা দক্ষিণ, বিটঘর, লাউরফতেহপুর, শ্যামগ্রাম, রসুল্লাবাদ) থেকে পণ্য বিক্রয় করা হয়।
শিবপুর: নরসিংদীর শিবপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বাজিতপুর: কিশোরগঞ্জের বাজিতপুরে কম দামে টিসিবির পণ্য কেনার সুযোগ পাচ্ছেন ২১ হাজার ৮২৫টি পরিবার। গতকাল রোববার গাজিরচরে ৯৩৩টি পরিবারের মধ্যে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি চিনি বিক্রির মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

প্রশাসনের কঠোর নজরদারিতে কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় ভর্তুকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার থেকে সকল উপজেলা ও পৌরসভা এলাকার নির্ধারিত স্থানে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে একযোগে এ সব পণ্য বিক্রি শুরু হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার ৩৪৭ পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য শুরু করেছে টিসিবি। গতকাল রোববার সকালে শহরের লোকনাথ ট্যাংকের পাড় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় রোজার আগে এবং রোজার মধ্যবর্তী সময়ে টিসিবির ডিলারদের মাধ্যমে প্রতি পরিবার ৫৫ টাকা করে চিনি, ৬৫ টাকায় মসুর ডাল, ১১০ টাকায় ১ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা দরে পেঁয়াজ ও ৫০ টাকা দরে ছোলা প্রতি কেজি দরে কিনতে পারবে। প্রতি পরিবারকে প্রতিটি পণ্য ২ কেজি করে দেওয়া হবে।
কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রোববার উপজেলার ৬টি ইউনিয়নে ট্যাগ অফিসারের মাধ্যমে তিন হাজার ফ্যামিলি কার্ডধারীর মাঝে কার্ডধারীর মাঝে পণ্য করেন টিসিবির ডিলাররা। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮ হাজার ১৬ জন সাধারণ ক্রেতা এ পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। গতকাল মুলগ্রাম, বিনাউটি, খাড়েরা, বায়েক, কায়েমপুর ও কুটি ইউনিয়নে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন আবু কাউসার ট্রেডার্স, নেহাল এন্টারপ্রাইজ ও মা তানিয়া ট্রেডার্স নামের তিনজন নির্ধারিত ডিলার।
নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল ১১ হাজার ২৮৪ জন তালিকাভুক্ত উপকারভোগীর পণ্য বিক্রয় করা হবে। গতকাল নবীনগর পৌর এলাকায় ও আটটি ইউনিয়ন পরিষদ (বীরগাও, কৃষ্ণনগর, নাটঘর, কাইতলা দক্ষিণ, বিটঘর, লাউরফতেহপুর, শ্যামগ্রাম, রসুল্লাবাদ) থেকে পণ্য বিক্রয় করা হয়।
শিবপুর: নরসিংদীর শিবপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বাজিতপুর: কিশোরগঞ্জের বাজিতপুরে কম দামে টিসিবির পণ্য কেনার সুযোগ পাচ্ছেন ২১ হাজার ৮২৫টি পরিবার। গতকাল রোববার গাজিরচরে ৯৩৩টি পরিবারের মধ্যে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি চিনি বিক্রির মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫