Ajker Patrika

বিদেশিদের আবাসন ফি ১৪ গুণ বেশি

রুবায়েত হোসেন, খুবি 
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ৩০
বিদেশিদের আবাসন ফি ১৪ গুণ বেশি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বার্ষিক আবাসন ফি (বেতন) নিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশি শিক্ষার্থীর তুলনায় তাদের কাছ থেকে প্রায় ১৪ গুণ বেশি ফি নেওয়া হচ্ছে। তবে এই বিরাট অঙ্কের বিপরীতে তাঁরা বাড়তি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

দেখা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দা ফাতেমা আবাসন ফি দেন ১২০০ টাকা। অথচ একই শিক্ষাবর্ষে এই খাতে বিদেশি শিক্ষার্থী কেশিকাকে গুনতে হয় ২০০ ইউএস ডলার-যা কিনা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার টাকা। কেব বিদেশি শিক্ষার্থী হওয়ায় আবাসনের জন্য তাদের গুনতে হয় এই মোটা অঙ্কের টাকা।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মোট ১৯ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যা কিনা একক শিক্ষাবর্ষে রেকর্ড সংখ্যক ভর্তি।

নেপাল থেকে পড়তে আসা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের শিক্ষার্থী কেশিকা শ্রেষ্ঠা জানান, আবাসনের জন্য তাঁর প্রতি অর্থবছরে ১৭ হাজার টাকা দিতে হয়। এই বিরাট অঙ্কের বিপরীতে আলাদা করে তিনি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

একই বর্ষের শিক্ষার্থী পুষ্প রাজ বলেন, পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের আবাসন ফি নেওয়া হয় না। তবে আমরা সম্পূর্ণ মওকুফের কথা বলছি না, কিছু টাকা অন্তত হ্রাস করা হলে আমাদের জন্য সুবিধা হতো। আমরা এ ব্যাপারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তরে যোগাযোগ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে দা অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোরসালিন বিল্লাহ বলেন, বিদেশি শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত