আয়নাল হোসেন, ঢাকা

প্রতিবছরই দেশে উৎপাদিত ওষুধ রপ্তানির পরিমাণ বাড়ছে। করোনাকালীন সময়ে গত এক বছরে রপ্তানি বেড়েছে ৬১ শতাংশ। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২০ সালে বিশ্বের ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি হয়, যার পরিমাণ ৪ হাজার ১৫৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৬২ টাকা। আর গত বছর অর্থাৎ ২০২১ সালে ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি করা হয় ৬ হাজার ৭০৯ কোটি ৭ লাখ ৪০ হাজার ৬২০ টাকা। অর্থাৎ এক বছরে ২ হাজার ৫৫৪ কোটি টাকা বা ৬১ দশমিক ৪৭ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।
২০২১ সালে ২ হাজার ১৬৭ কোটি টাকার ওষুধ রপ্তানি করে শীর্ষে অবস্থান করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ১ হাজার ৯৯৫ কোটি টাকার ওষুধ রপ্তানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ৬৩৫ কোটি টাকার রপ্তানি করে তৃতীয় অবস্থানে জেনারেল ফার্মাসিউটিক্যালস। ৩৮২ কোটি টাকা অপসোনিন, ৩৬৫ কোটি টাকা ইনসেপটা, ৩৪৭ কোটি টাকা এসকেএফ ফার্মা, ১৩৯ কোটি টাকা এসিআই ফার্মা, ১৩৬ কোটি টাকা পপুলার ফার্মা এবং ১১৮ কোটি টাকার ওষুধ রপ্তানি করে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। দেশের ৪৬টি কোম্পানি গত বছর ওষুধ রপ্তানি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের যেকোনো দেশে ওষুধ আমদানির সময় বায়োইকুইভ্যালেন্স স্টাডি করে তা গ্রহণ করা হয়। কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলো নিজ দেশে বিতরণের সময় কোনো ওষুধেরই বায়োইকুইভ্যালেন্স স্টাডি করে না। অর্থাৎ দেশে বিতরণ করা ওষুধগুলো নিম্নমানের। তবে বায়োলজিক্যাল ওষুধগুলো বায়োইকুইভ্যালেন্স স্টাডি করা দরকার বলে মনে করছেন তাঁরা।
এক বছরে বিপুল পরিমাণ রপ্তানি হওয়ার কারণ জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. ইয়াহ্ইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু দ্য অ্যাগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস-ট্রিপস সুবিধার বাধ্যবাধকতা থাকায় ভারতসহ অনেক দেশই এই ৯টি ওষুধ উৎপাদন করতে পারেনি। অথচ বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ৯টি ওষুধ উৎপাদন ও রপ্তানির সুযোগ পায়। ফলে দেশে এক বছরে রপ্তানির পরিমাণ বেড়েছে। সে ক্ষেত্রে ভারতও বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করে।’
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, ‘কোভিড-সংশ্লিষ্ট রেমডেসিভিরসহ বিভিন্ন ওষুধের বিদেশে বেশি চাহিদা ছিল। এ কারণে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে রপ্তানির পরিমাণ বেড়েছে। তবে রপ্তানিতে বেক্সিমকো ফার্মাই শীর্ষ থাকবে। এ ক্ষেত্রে ঔষধ প্রশাসনের প্রতিবেদন সঠিক নয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন সঠিক।’
ওষুধ সম্পর্কিত পড়ুন:

প্রতিবছরই দেশে উৎপাদিত ওষুধ রপ্তানির পরিমাণ বাড়ছে। করোনাকালীন সময়ে গত এক বছরে রপ্তানি বেড়েছে ৬১ শতাংশ। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২০ সালে বিশ্বের ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি হয়, যার পরিমাণ ৪ হাজার ১৫৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৬২ টাকা। আর গত বছর অর্থাৎ ২০২১ সালে ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি করা হয় ৬ হাজার ৭০৯ কোটি ৭ লাখ ৪০ হাজার ৬২০ টাকা। অর্থাৎ এক বছরে ২ হাজার ৫৫৪ কোটি টাকা বা ৬১ দশমিক ৪৭ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।
২০২১ সালে ২ হাজার ১৬৭ কোটি টাকার ওষুধ রপ্তানি করে শীর্ষে অবস্থান করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ১ হাজার ৯৯৫ কোটি টাকার ওষুধ রপ্তানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ৬৩৫ কোটি টাকার রপ্তানি করে তৃতীয় অবস্থানে জেনারেল ফার্মাসিউটিক্যালস। ৩৮২ কোটি টাকা অপসোনিন, ৩৬৫ কোটি টাকা ইনসেপটা, ৩৪৭ কোটি টাকা এসকেএফ ফার্মা, ১৩৯ কোটি টাকা এসিআই ফার্মা, ১৩৬ কোটি টাকা পপুলার ফার্মা এবং ১১৮ কোটি টাকার ওষুধ রপ্তানি করে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। দেশের ৪৬টি কোম্পানি গত বছর ওষুধ রপ্তানি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের যেকোনো দেশে ওষুধ আমদানির সময় বায়োইকুইভ্যালেন্স স্টাডি করে তা গ্রহণ করা হয়। কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলো নিজ দেশে বিতরণের সময় কোনো ওষুধেরই বায়োইকুইভ্যালেন্স স্টাডি করে না। অর্থাৎ দেশে বিতরণ করা ওষুধগুলো নিম্নমানের। তবে বায়োলজিক্যাল ওষুধগুলো বায়োইকুইভ্যালেন্স স্টাডি করা দরকার বলে মনে করছেন তাঁরা।
এক বছরে বিপুল পরিমাণ রপ্তানি হওয়ার কারণ জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. ইয়াহ্ইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু দ্য অ্যাগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস-ট্রিপস সুবিধার বাধ্যবাধকতা থাকায় ভারতসহ অনেক দেশই এই ৯টি ওষুধ উৎপাদন করতে পারেনি। অথচ বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ৯টি ওষুধ উৎপাদন ও রপ্তানির সুযোগ পায়। ফলে দেশে এক বছরে রপ্তানির পরিমাণ বেড়েছে। সে ক্ষেত্রে ভারতও বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করে।’
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, ‘কোভিড-সংশ্লিষ্ট রেমডেসিভিরসহ বিভিন্ন ওষুধের বিদেশে বেশি চাহিদা ছিল। এ কারণে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে রপ্তানির পরিমাণ বেড়েছে। তবে রপ্তানিতে বেক্সিমকো ফার্মাই শীর্ষ থাকবে। এ ক্ষেত্রে ঔষধ প্রশাসনের প্রতিবেদন সঠিক নয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন সঠিক।’
ওষুধ সম্পর্কিত পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫