Ajker Patrika

মামলা চলছে চলবে

মামলা চলছে চলবে

একের পর এক সম্পর্কের ভাঙাগড়া। সেই সঙ্গে আঠার মতো লেগে আছে পুরোনো সম্পর্কের তিক্ত আইনি লড়াই। পিছু ছাড়ছে না হলিউড তারকা অ্যাম্বার হার্ডের খারাপ সময়। তবে অ্যাম্বারের চেয়েও খারাপ সময়ে আছেন তাঁর সাবেক স্বামী জনি ডেপ। ব্যক্তিগত জীবন আর হলিউডের ক্যারিয়ার—সবই শেষের পথে। হাতে নেই সিনেমা। মামলা আর ক্ষতিপূরণে শেষ হয়ে যাচ্ছে জমানো অর্থও।

১২ এপ্রিল শুরু হয়েছে সাবেক এই দম্পতির মামলার পাল্টাপাল্টি শুনানি। চলবে ছয় থেকে সাত সপ্তাহ। এ শুনানি সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। অ্যাম্বার-ডেপের ঘরোয়া ঝগড়া ও অশান্তি, পরস্পরকে মন্দ কথা শোনানো, মাদকাসক্তি ইত্যাদি নানা কেচ্ছার কথা এখন প্রতিদিন প্রকাশ পাচ্ছে ভার্জিনিয়ার আদালতে।

ঘটনার সূত্রপাত দ্য ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধ। বিচ্ছেদের পর অ্যাম্বার লিখেছিলেন নিবন্ধটি। সেখানে অভিনেত্রী দাবি করেন, জনি ডেপের নির্যাতনের শিকার হয়েছেন তিনি। পরে অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন জনি। ওই মামলার পর ১০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেন অ্যাম্বার। জনি ডেপ বলেন, ‘অ্যাম্বারের ওই লেখা প্রকাশিত হওয়ার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। উপেক্ষা করেছে হলিউড। আমি চাই, সত্যটা সামনে আসুক।’ আদালতে ডেপ আরও জানান, ঝগড়ার সময় হার্ডই প্রথম তাঁকে থাপ্পড় বা ধাক্কা দিতে এগিয়ে আসতেন।

অ্যাম্বার জানিয়েছেন, ডেপের মারের হাত থেকে বাঁচতে তিনি কিছু জিনিস ছুড়েছিলেন সত্যি। ডেপ তাঁর বোনকে সিঁড়ি থেকে ফেলে দেবেন, এই ভয়ে একবার তিনি ডেপকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ