দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় তিন দিন ধরে সাত পরিবারকে একঘরে রাখার অভিযোগ উঠেছে। এই সাত পরিবারের কারওর সঙ্গেই চলাফেরা ও সামাজিকভাবে মেলামেশা করছে না এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে।
এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন একঘরে হওয়া সাত পরিবারের সদস্যরা।
অভিযোগে উল্লেখ করা, দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী আনোয়ার মিয়া আনুকে নৌকা প্রতীকে ভোট দেন তাঁরা। এতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়ার নির্দেশে এক মুক্তিযোদ্ধা পরিবারসহ সাত পরিবারকে গ্রাম-পঞ্চায়েতে একঘরে করে রেখেছে।
গত ১৩ নভেম্বর রাতে দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের খোকন মিয়ার মাঠে সৌদি আরব প্রবাসী ছমির উদ্দিনের আয়োজনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একঘরে করে রাখা পরিবারেরা হলেন রাজনপুর গ্রামের সফিক মিয়া (৩৫), জুবের হেলাল (৪০), হাবিবুর রহমান (৩৫), লুৎফর রহমান (২৮), আকরামুল হক সোহেল, আনোয়ার হোসেন (৪৫), আলীরাজ সানীয়া (২৫)।
এদিকে প্রবাসী ছমির উদ্দিনের বক্তব্য দেওয়া বৈঠকের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগকারী রাজনপুর গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান মো. লুৎফুর রহমান বলেন, ‘১৩ তারিখে সভা করে আমাদের পরিবারকে একঘরে ঘোষণা করা হয়। এরপর আমাকে মসজিদ কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাজারের কারওর দোকান থেকে সবজি, মালামালও কিনতে দেওয়া হচ্ছে না।’
রাজনপুর গ্রামের একঘরে করে রাখা মো. জুবের আহমদ বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ভোট না দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ায় মাইকে ঘোষণা দিয়ে আমাদের একঘরে করা হয়েছে। সকাল থেকে আমার রুটিরুজির একমাত্র অবলম্বন মুদি দোকান খুলে বসে আছি, সারা দিনে একজন মানুষও দোকানে আসেনি। গ্রাম পঞ্চায়েতবাসী সিদ্ধান্ত দিয়েছে আমাদের সঙ্গে কথা বললে ৫০০ টাকা জরিমানা করা হবে।’
তবে প্রবাসী ছমির উদ্দিন একঘরে করে রাখার তথ্য অস্বীকার করে বলেন, ‘একঘরে করে রাখার বিষয়টি সঠিক নয়।’
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, ‘এমন ঘটনা শোনার পরপরই ভুক্তভোগী পরিবারের সদস্যদের ডেকেছি। তাঁদের সঙ্গে কথাও বলেছি। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় তিন দিন ধরে সাত পরিবারকে একঘরে রাখার অভিযোগ উঠেছে। এই সাত পরিবারের কারওর সঙ্গেই চলাফেরা ও সামাজিকভাবে মেলামেশা করছে না এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে।
এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন একঘরে হওয়া সাত পরিবারের সদস্যরা।
অভিযোগে উল্লেখ করা, দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী আনোয়ার মিয়া আনুকে নৌকা প্রতীকে ভোট দেন তাঁরা। এতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়ার নির্দেশে এক মুক্তিযোদ্ধা পরিবারসহ সাত পরিবারকে গ্রাম-পঞ্চায়েতে একঘরে করে রেখেছে।
গত ১৩ নভেম্বর রাতে দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের খোকন মিয়ার মাঠে সৌদি আরব প্রবাসী ছমির উদ্দিনের আয়োজনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একঘরে করে রাখা পরিবারেরা হলেন রাজনপুর গ্রামের সফিক মিয়া (৩৫), জুবের হেলাল (৪০), হাবিবুর রহমান (৩৫), লুৎফর রহমান (২৮), আকরামুল হক সোহেল, আনোয়ার হোসেন (৪৫), আলীরাজ সানীয়া (২৫)।
এদিকে প্রবাসী ছমির উদ্দিনের বক্তব্য দেওয়া বৈঠকের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগকারী রাজনপুর গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান মো. লুৎফুর রহমান বলেন, ‘১৩ তারিখে সভা করে আমাদের পরিবারকে একঘরে ঘোষণা করা হয়। এরপর আমাকে মসজিদ কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাজারের কারওর দোকান থেকে সবজি, মালামালও কিনতে দেওয়া হচ্ছে না।’
রাজনপুর গ্রামের একঘরে করে রাখা মো. জুবের আহমদ বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ভোট না দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ায় মাইকে ঘোষণা দিয়ে আমাদের একঘরে করা হয়েছে। সকাল থেকে আমার রুটিরুজির একমাত্র অবলম্বন মুদি দোকান খুলে বসে আছি, সারা দিনে একজন মানুষও দোকানে আসেনি। গ্রাম পঞ্চায়েতবাসী সিদ্ধান্ত দিয়েছে আমাদের সঙ্গে কথা বললে ৫০০ টাকা জরিমানা করা হবে।’
তবে প্রবাসী ছমির উদ্দিন একঘরে করে রাখার তথ্য অস্বীকার করে বলেন, ‘একঘরে করে রাখার বিষয়টি সঠিক নয়।’
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, ‘এমন ঘটনা শোনার পরপরই ভুক্তভোগী পরিবারের সদস্যদের ডেকেছি। তাঁদের সঙ্গে কথাও বলেছি। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫