Ajker Patrika

টিসিবির পণ্য কিনতে রাতেও উপচে পড়া ভিড়

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭: ২৯
টিসিবির পণ্য কিনতে রাতেও উপচে পড়া ভিড়

নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকার দোহারে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। ট্রাক থেকে পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন উপজেলাবাসী। গতকাল বৃহস্পতিবার রাতেও টিসিবির পণ্য কিনতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

গতকাল সন্ধ্যার পর দোহার উপজেলা পরিষদে চত্বরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক দেখা যায়। ট্রাকের পেছনে উপজেলার বিভিন্ন এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্য মূল্যর পণ্য কিনছেন। পণ্য কেনার সময় ক্রেতাসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরুষদের থেকে বেশি ভিড় দেখা গিয়েছে নারীদের।

টিসিবির পণ্য কিনতে আসা রাবেয়া বলেন, ‘বর্তমানে বাজারে জিনিসপত্রের যে দাম তাতে আমাদের কিনে খেতে খুব কষ্ট হয়। সে জন্য ন্যায্য মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি,১ কেজি ডাল ও পেঁয়াজ ৪ কেজি ৪৩০ টাকায় কিনেছি। এতে টাকা সাশ্রয়ী হলো আবার ভালো জিনিসও পেলাম। এ পদ্ধতি প্রতিদিনের জন্য চালু থাকলে আমাদের জন্য ভালো হতো।’

টিসিবির পণ্য বিক্রির দায়িত্বে থাকা মো. রুহুল আমিন বলেন, ‘আমরা দোহার উপজেলা পরিষদ চত্বরের ভেতরে বিকেল ৪টা থেকে এই পণ্যসামগ্রী বিক্রি করছি। যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমরা এই পণ্য বিক্রি করে যাব। বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় আমাদের এখানে অনেক চাপ পড়েছে। যার ফলে আমরা গ্রাহকদের পণ্য দিতে হিমশিম খেতে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত