Ajker Patrika

যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ২৩
যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ

মাদারীপুরের ডাসার উপজেলায় দুই মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ তাহমিনা আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। গত শনিবার তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি সেখানে চিকিৎসাধীন। গতকাল রোববার সকালে এসব অভিযোগ পাওয়া যায়। তবে নির্যাতনের বিষয়ে গতকাল পর্যন্ত থানায় অভিযোগ করেনি ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে পারিবারিকভাবে ডাসার উপজেলার ধামুসা গ্রামের মস্তফা ঢালীর ছেলে সোহেল ঢালীর সঙ্গে বিয়ে হয় পশ্চিম বনগ্রামের মৃত সত্তার হাওলাদারের মেয়ে তহমিনা আক্তারের। বিয়ের পর যৌতুক হিসেবে প্রায় দুই লাখ টাকা নেয় ছেলের পরিবার। আবারও ছেলের সরকারি চাকরি কথা বলে আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত শনিবার বিকেলে শ্বশুর মো. মস্তফা ঢালী, শাশুড়ি রাজিয়া বেগম ও ননদ মিনারা মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে আহত করেন। সংবাদ পেয়ে বাবার বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগী তহমিনা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে মারধর করেন তাঁরা। এর আগে দুই লাখ টাকা দেওয়া হয়। আবারও পাঁচ লাখ টাকার দাবিতে শনিবার শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে মারধর করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করব।’

এ ব্যাপারে তহমিনার শ্বশুর মস্তফা ঢালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘নির্যাতনের খবর পেয়েছি। কিন্তু পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত