
শাস্ত্রীয় সঙ্গীতের ধারার গানের প্রতি যাঁদের অনুরাগ, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ তাঁদের কাছে ভীষণ প্রিয় শিল্পী। এর আগেও তাঁরা গেয়েছেন দ্বৈত কন্ঠে অসাধারণ কিছু গান। এবারে দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার গান নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় এই দুই গুণী সঙ্গীতশিল্পী। সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় ‘শরৎ প্রভাতে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আগামী ৪ অক্টোবর প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা প্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।
সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কন্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পুজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দুজনের ধাঁচেরই একটি মহালয়ার গান তৈরি করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।’
সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন,‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।’
নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা বলেন, ‘অসাধারণ এই গানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রিয় দুজন শিল্পীর দ্বৈত গানের সাথে আমার নৃত্যাঞ্জলী সব মিলিয়ে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

শাস্ত্রীয় সঙ্গীতের ধারার গানের প্রতি যাঁদের অনুরাগ, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ তাঁদের কাছে ভীষণ প্রিয় শিল্পী। এর আগেও তাঁরা গেয়েছেন দ্বৈত কন্ঠে অসাধারণ কিছু গান। এবারে দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার গান নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় এই দুই গুণী সঙ্গীতশিল্পী। সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় ‘শরৎ প্রভাতে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আগামী ৪ অক্টোবর প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা প্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।
সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কন্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পুজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দুজনের ধাঁচেরই একটি মহালয়ার গান তৈরি করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।’
সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন,‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।’
নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা বলেন, ‘অসাধারণ এই গানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রিয় দুজন শিল্পীর দ্বৈত গানের সাথে আমার নৃত্যাঞ্জলী সব মিলিয়ে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
৫ মিনিট আগে
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১০ মিনিট আগে
এক টেকে পুরো গানের শুটিং করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোমান্টিক গানটি দিয়ে শেষ হয়েছে সিনেমার শুটিং। গানটিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।
১৫ মিনিট আগে
হাঙ্গেরিয়ান চলচ্চিত্র পরিচালক বেলা তার ৭০ বছর বয়সে প্রয়াত হলেন ৬ জানুয়ারি। দার্শনিক ভাবধারার সিনেমা নির্মাণে তিনি ছিলেন জগদ্বিখ্যাত। দীর্ঘ ক্যারিয়ারে হাতে গোনা কিছু সিনেমা বানিয়েছেন বেলা তার, তাতেই বদলে দিয়েছেন চলচ্চিত্র নির্মাণের গতানুগতিক ধারা।
১৮ মিনিট আগে