
বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী—এমন খবর বেরিয়েছিল কয়েকদিন আগে। এবার জানা গেলো প্রতিযোগিতার আরও দুই বিচারকের নাম।
সুরকার, গায়ক, সংগীত পরিচালক ইবরার টিপু এবং সংগীতশিল্পী প্রতীক হাসানও থাকবেন এ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে। খবরটি জানা গেছে আরটিভির পক্ষ থেকে।
ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম এ দায়িত্ব সামলাবেন প্রতীক হাসান।
ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আশাকরি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারব এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গনে অবদান রাখতে পারবে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার ক্যারিয়ারে প্রথম কোনো সংগীতবিষয়ক রিয়েলিটি শোতে বিচারক হতে যাচ্ছি। এ দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করব।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এ রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্রসহযোগে গেয়ে, মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন।

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী—এমন খবর বেরিয়েছিল কয়েকদিন আগে। এবার জানা গেলো প্রতিযোগিতার আরও দুই বিচারকের নাম।
সুরকার, গায়ক, সংগীত পরিচালক ইবরার টিপু এবং সংগীতশিল্পী প্রতীক হাসানও থাকবেন এ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে। খবরটি জানা গেছে আরটিভির পক্ষ থেকে।
ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম এ দায়িত্ব সামলাবেন প্রতীক হাসান।
ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আশাকরি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারব এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গনে অবদান রাখতে পারবে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার ক্যারিয়ারে প্রথম কোনো সংগীতবিষয়ক রিয়েলিটি শোতে বিচারক হতে যাচ্ছি। এ দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করব।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এ রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্রসহযোগে গেয়ে, মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২০ ঘণ্টা আগে