বিনোদন প্রতিবেদন, ঢাকা

সংগীতশিল্পী ইমন খানের নতুন গান ‘চিতার আগুন’ মুক্তি পেয়েছে। শামীম হোসেনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। মিলন খানের প্রযোজনায় গানটি ‘হাই স্পিড প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ‘চিতার আগুন’ শামীম হোসেনের লেখা দ্বিতীয় গান। এর আগে তাঁর প্রথম গান ‘দুঃখের ফেরিওয়ালা’ গেয়েছেন ফজলুর রহমান বাবু।
‘চিতার আগুন’ গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমন খান। তিনি বলেন, ‘গানের কথা সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটিতে অন্যরকম আবেগ ফুটে উঠেছে। রিয়েল আশিক বরাবরই ভালো মিউজিক করেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুরটাও আমি করেছি। আশা করি, সবার ভালো লাগবে। কেউ নিরাশ হবেন না।’
গীতিকার শামীম হোসেন বলেন, ‘গান লেখার ক্ষেত্রে আমি আগে শিল্পী নির্ধারণ করে নেই। মানুষ সেই শিল্পীর কণ্ঠে যে ধরনের গান শুনে অভ্যস্ত, সেই ধাঁচের গান লেখার চেষ্টা করি। ইমনের জন্য গান লেখার সময়ও বিষয়টি অনুসরণ করেছি। ‘চিতার আগুন’ আমার দ্বিতীয় গান। এই গানে শ্রোতারা প্রকৃত ইমন খানকে খুঁজে পাবেন।’
শামীম হোসেন দৈনিক যুগান্তরের ক্রীড়া বিভাগে সাব-এডিটর হিসাবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লেখা, পরিচালনাসহ অভিনয়ও করেন। তাঁর লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর তিনি ৩টি নাটক ও ২০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজ হলো— ‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ প্রভৃতি। এছাড়া কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন শামীম।

সংগীতশিল্পী ইমন খানের নতুন গান ‘চিতার আগুন’ মুক্তি পেয়েছে। শামীম হোসেনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। মিলন খানের প্রযোজনায় গানটি ‘হাই স্পিড প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ‘চিতার আগুন’ শামীম হোসেনের লেখা দ্বিতীয় গান। এর আগে তাঁর প্রথম গান ‘দুঃখের ফেরিওয়ালা’ গেয়েছেন ফজলুর রহমান বাবু।
‘চিতার আগুন’ গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমন খান। তিনি বলেন, ‘গানের কথা সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটিতে অন্যরকম আবেগ ফুটে উঠেছে। রিয়েল আশিক বরাবরই ভালো মিউজিক করেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুরটাও আমি করেছি। আশা করি, সবার ভালো লাগবে। কেউ নিরাশ হবেন না।’
গীতিকার শামীম হোসেন বলেন, ‘গান লেখার ক্ষেত্রে আমি আগে শিল্পী নির্ধারণ করে নেই। মানুষ সেই শিল্পীর কণ্ঠে যে ধরনের গান শুনে অভ্যস্ত, সেই ধাঁচের গান লেখার চেষ্টা করি। ইমনের জন্য গান লেখার সময়ও বিষয়টি অনুসরণ করেছি। ‘চিতার আগুন’ আমার দ্বিতীয় গান। এই গানে শ্রোতারা প্রকৃত ইমন খানকে খুঁজে পাবেন।’
শামীম হোসেন দৈনিক যুগান্তরের ক্রীড়া বিভাগে সাব-এডিটর হিসাবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লেখা, পরিচালনাসহ অভিনয়ও করেন। তাঁর লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর তিনি ৩টি নাটক ও ২০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজ হলো— ‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ প্রভৃতি। এছাড়া কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন শামীম।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে