Ajker Patrika

শামীমের কথায় ইমন খানের নতুন গান ‘চিতার আগুন’

বিনোদন প্রতিবেদন, ঢাকা
শামীমের কথায় ইমন খানের নতুন গান ‘চিতার আগুন’

সংগীতশিল্পী ইমন খানের নতুন গান ‘চিতার আগুন’ মুক্তি পেয়েছে। শামীম হোসেনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। মিলন খানের প্রযোজনায় গানটি ‘হাই স্পিড প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ‘চিতার আগুন’ শামীম হোসেনের লেখা দ্বিতীয় গান। এর আগে তাঁর প্রথম গান ‘দুঃখের ফেরিওয়ালা’ গেয়েছেন ফজলুর রহমান বাবু।

‘চিতার আগুন’ গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমন খান। তিনি বলেন, ‘গানের কথা সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটিতে অন্যরকম আবেগ ফুটে উঠেছে। রিয়েল আশিক বরাবরই ভালো মিউজিক করেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুরটাও আমি করেছি। আশা করি, সবার ভালো লাগবে। কেউ নিরাশ হবেন না।’

সেলফিতে শামীম হোসেন ও ইমন খান। গীতিকার শামীম হোসেন বলেন, ‘গান লেখার ক্ষেত্রে আমি আগে শিল্পী নির্ধারণ করে নেই। মানুষ সেই শিল্পীর কণ্ঠে যে ধরনের গান শুনে অভ্যস্ত, সেই ধাঁচের গান লেখার চেষ্টা করি। ইমনের জন্য গান লেখার সময়ও বিষয়টি অনুসরণ করেছি। ‘চিতার আগুন’ আমার দ্বিতীয় গান। এই গানে শ্রোতারা প্রকৃত ইমন খানকে খুঁজে পাবেন।’

শামীম হোসেন দৈনিক যুগান্তরের ক্রীড়া বিভাগে সাব-এডিটর হিসাবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লেখা, পরিচালনাসহ অভিনয়ও করেন। তাঁর লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর তিনি ৩টি নাটক ও ২০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজ হলো— ‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ প্রভৃতি। এছাড়া কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন শামীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত