আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ

চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। যন্ত্রের তালে শ্বেত পেষাকের শিল্পী গেয়ে উঠলেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’ মূর্হমুহ করতালি, এরপর ‘মিলন হবে কত দিনে/আমার মনের মানুষের সনে’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে এক মিলন মেলায় পরিনত হলো মানিকগঞ্জের ঘিওরের বাউল মেলার ভক্ত অনুরাগী আর দর্শকদের। মরমী সাধক বাউলের ফকির লালন শাহ'র গানে মাতোয়ারা হলো বাউল মেলা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী পুরুষ।
উপজেলার জাবরা খালা পাগলীর ২৭ তম বার্ষিক ওরশ ও বাউল মেলায় এই অনুষ্ঠানের আয়োজন করেন মেলা পরিচালনা কমিটি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী অচিন পাখি শিল্পী গোষ্ঠি পরিবেশন করেন লালনসঙ্গীত। লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই দীর্ঘ ২৭ বছর যাবত বাউল মেলায় থাকে লালন স্মরণে একদিনের লালনসঙ্গীত অনুষ্ঠান। ৯ দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে ৩০ অক্টোবর। মেলায় থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউল। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এসময় উপস্থিত ছিলেন, বাউল মেলা পরিচালনা কমিটির সভাপতি সন্টু শাহী পাগল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, মো: আজিম মিয়া, টিটু দাস, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান, শুভ আহমেদ প্রমুখ।

চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। যন্ত্রের তালে শ্বেত পেষাকের শিল্পী গেয়ে উঠলেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’ মূর্হমুহ করতালি, এরপর ‘মিলন হবে কত দিনে/আমার মনের মানুষের সনে’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে এক মিলন মেলায় পরিনত হলো মানিকগঞ্জের ঘিওরের বাউল মেলার ভক্ত অনুরাগী আর দর্শকদের। মরমী সাধক বাউলের ফকির লালন শাহ'র গানে মাতোয়ারা হলো বাউল মেলা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী পুরুষ।
উপজেলার জাবরা খালা পাগলীর ২৭ তম বার্ষিক ওরশ ও বাউল মেলায় এই অনুষ্ঠানের আয়োজন করেন মেলা পরিচালনা কমিটি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী অচিন পাখি শিল্পী গোষ্ঠি পরিবেশন করেন লালনসঙ্গীত। লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই দীর্ঘ ২৭ বছর যাবত বাউল মেলায় থাকে লালন স্মরণে একদিনের লালনসঙ্গীত অনুষ্ঠান। ৯ দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে ৩০ অক্টোবর। মেলায় থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউল। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এসময় উপস্থিত ছিলেন, বাউল মেলা পরিচালনা কমিটির সভাপতি সন্টু শাহী পাগল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, মো: আজিম মিয়া, টিটু দাস, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান, শুভ আহমেদ প্রমুখ।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৩৬ মিনিট আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৪০ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৪৩ মিনিট আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
১ ঘণ্টা আগে