‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৭: ১২
Thumbnail image
ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’র শুটিংয়ে হানিফ সংকেত, রবি চৌধুরী ও লিজা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং ছিল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে (রাজা টংকনাথের বাড়িতে)। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সেখানে শুটিং চলাকালে ইত্যাদির সেটে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে, সেটে ভাঙচুরের জেরে নাকি শুটিং বাতিল হয়ে গেছে ইত্যাদির। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী।

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে রবি চৌধুরীও ছিলেন। আজ সকালে ফেসবুকে ইত্যাদির সেটের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইত্যাদির পুরো টিম আমাদের কিছু হয়নি আলহামদুলিল্লাহ। ১০ হাজার লোকের জায়গায় ২ লক্ষ লোক হয়ে গেছে। আর্মি এবং পুলিশের সহযোগিতায় শুটিং সম্পন্ন হয়েছে। চারদিকে ভুয়া নিউজ। হায়রে ভিউ-পাগল কিছু মিডিয়া! আবারও প্রমাণিত হলো ইত্যাদির কোনো বিকল্প নেই। ইত্যাদি নাম্বার ওয়ান।’

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজাও ভুয়া খবর না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। তিনিও অংশ নিয়েছিলেন ইত্যাদির শুটিংয়ে। ফেসবুকে লিজা লিখেছেন, ‘গতকাল খুব সুন্দরভাবে আমরা “ইত্যাদি’’র নতুন একটি পর্ব ঠাকুরগাঁওয়ে শেষ করলাম। ইত্যাদি ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা সামনে থেকে প্রত্যক্ষ করলাম। এ এক অসাধারণ অভিজ্ঞতা! অযথাই এসব ভুয়া খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ রইল সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি।’

জানা গেছে, নতুন পর্বের দৃশ্য ধারণে অংশ নেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে লাখখানেক মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। তখন দর্শকদের সামাল দিতে শুটিং সাময়িক স্থগিত করা হয়। পরে রাত ১১টার দিকে আবার শুরু হয় শুটিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত