
অনেক প্রথম নিয়ে আসছে কৃতি শ্যাননের নতুন সিনেমা ‘দো পাত্তি’। এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি দিয়ে প্রযোজনাতেও নাম লিখেছেন কৃতি। টিভি সিরিয়ালের অভিনেতা সাহির শেখ আছেন তাঁর বিপরীতে, সাহিরের প্রথম সিনেমা হতে যাচ্ছে দো পাত্তি। আছেন কাজলও। প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কাজলকে।
দো পাত্তি নেটফ্লিক্সে আসবে ২৫ অক্টোবর। যদিও এটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিনেমা, তবুও প্রচার-প্রচারণার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই নির্মাতারা। সিনেমার ট্রেলার ও গান বেশ সাড়া ফেলেছে। তবে প্রশংসার পিছু পিছু ধেয়ে এসেছে সমালোচনাও।
দো পাত্তির গান ‘আখিয়া দে কোল’কে ঘিরেই যত সমালোচনা। পাকিস্তানি শিল্পী রেশমার গাওয়া একই শিরোনামের গানে নতুন সংগীতায়োজন করে ব্যবহার করা হয়েছে দো পাত্তিতে। তবে জনপ্রিয় গানটির নতুন ভার্সন পছন্দ হয়নি পাকিস্তানি অভিনেতা ও প্রযোজক আদনান সিদ্দিকির। গানটির প্রতি সুবিচার করা হয়নি বলেই দাবি তাঁর।
এক্সে আদনান সিদ্দিকি লিখেছেন, ‘কোনো কোনো গানের নতুন ভার্সন অনেক সময় ভালো লাগে। কিন্তু যখন কোনো বিখ্যাত শিল্পীর ক্ল্যাসিক্যাল কোনো গানের এমন অবস্থা করা হয়, তখন তা সহ্য করা যায় না। দয়া করে রেশমাজি ও তাঁর গানের প্রতি শ্রদ্ধাশীল হন। তাঁর সৃষ্টির উপযুক্ত মর্যাদা দিতে শিখুন।’ আদনানের এ বক্তব্যের সঙ্গে সহমত জানিয়েছেন অনেকেই।
তবে শুধু গান নয়, সমালোচনা আছে এ গানে কৃতির পারফরম্যান্স নিয়েও। এ গানে লাল পোশাকে কৃতির নাচ প্রশংসিত হয়েছে। তবে অনেকে আবার তাঁর নাচের স্টেপের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়া রাইয়ের একটি গানের।
বলা হচ্ছে, ‘ধুম টু’ সিনেমায় ঐশ্বরিয়ার হিট ট্র্যাক ‘ক্রেজি কিয়া রে’ থেকে টুকে কৃতির এ গানের কোরিওগ্রাফি করা হয়েছে। নাচের মিল বোঝাতে দুই গানের উল্লেখযোগ্য অংশের ভিডিও পাশাপাশি জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নেটিজেনরা।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘গান কপি করা হলো পাকিস্তান থেকে, আর নাচ নেওয়া হলো ঐশ্বরিয়ার থেকে; তাহলে আপনি কী করলেন?’ আরেকজন তো আরেক ধাপ সরস, লিখেছেন, ‘ক্রেজি নয়, কপি কিয়া রে’। বেশিরভাগের মতামত, ঐশ্বরিয়াকে কপি করে কৃতি নিজেই নিজের ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলেছেন।

অনেক প্রথম নিয়ে আসছে কৃতি শ্যাননের নতুন সিনেমা ‘দো পাত্তি’। এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি দিয়ে প্রযোজনাতেও নাম লিখেছেন কৃতি। টিভি সিরিয়ালের অভিনেতা সাহির শেখ আছেন তাঁর বিপরীতে, সাহিরের প্রথম সিনেমা হতে যাচ্ছে দো পাত্তি। আছেন কাজলও। প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কাজলকে।
দো পাত্তি নেটফ্লিক্সে আসবে ২৫ অক্টোবর। যদিও এটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিনেমা, তবুও প্রচার-প্রচারণার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই নির্মাতারা। সিনেমার ট্রেলার ও গান বেশ সাড়া ফেলেছে। তবে প্রশংসার পিছু পিছু ধেয়ে এসেছে সমালোচনাও।
দো পাত্তির গান ‘আখিয়া দে কোল’কে ঘিরেই যত সমালোচনা। পাকিস্তানি শিল্পী রেশমার গাওয়া একই শিরোনামের গানে নতুন সংগীতায়োজন করে ব্যবহার করা হয়েছে দো পাত্তিতে। তবে জনপ্রিয় গানটির নতুন ভার্সন পছন্দ হয়নি পাকিস্তানি অভিনেতা ও প্রযোজক আদনান সিদ্দিকির। গানটির প্রতি সুবিচার করা হয়নি বলেই দাবি তাঁর।
এক্সে আদনান সিদ্দিকি লিখেছেন, ‘কোনো কোনো গানের নতুন ভার্সন অনেক সময় ভালো লাগে। কিন্তু যখন কোনো বিখ্যাত শিল্পীর ক্ল্যাসিক্যাল কোনো গানের এমন অবস্থা করা হয়, তখন তা সহ্য করা যায় না। দয়া করে রেশমাজি ও তাঁর গানের প্রতি শ্রদ্ধাশীল হন। তাঁর সৃষ্টির উপযুক্ত মর্যাদা দিতে শিখুন।’ আদনানের এ বক্তব্যের সঙ্গে সহমত জানিয়েছেন অনেকেই।
তবে শুধু গান নয়, সমালোচনা আছে এ গানে কৃতির পারফরম্যান্স নিয়েও। এ গানে লাল পোশাকে কৃতির নাচ প্রশংসিত হয়েছে। তবে অনেকে আবার তাঁর নাচের স্টেপের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়া রাইয়ের একটি গানের।
বলা হচ্ছে, ‘ধুম টু’ সিনেমায় ঐশ্বরিয়ার হিট ট্র্যাক ‘ক্রেজি কিয়া রে’ থেকে টুকে কৃতির এ গানের কোরিওগ্রাফি করা হয়েছে। নাচের মিল বোঝাতে দুই গানের উল্লেখযোগ্য অংশের ভিডিও পাশাপাশি জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নেটিজেনরা।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘গান কপি করা হলো পাকিস্তান থেকে, আর নাচ নেওয়া হলো ঐশ্বরিয়ার থেকে; তাহলে আপনি কী করলেন?’ আরেকজন তো আরেক ধাপ সরস, লিখেছেন, ‘ক্রেজি নয়, কপি কিয়া রে’। বেশিরভাগের মতামত, ঐশ্বরিয়াকে কপি করে কৃতি নিজেই নিজের ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৪ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৪ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৪ ঘণ্টা আগে