বিনোদন প্রতিবেদক, ঢাকা

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি সূতার জবানবন্দী’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তির দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। মাঝে কয়েকটি বিশেষ প্রদর্শনী হলেও নির্মাণের ১০ বছর পর দর্শকদের জন্য মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।
পোশাকশিল্পের দুর্ঘটনা ও কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে তৈরি হয়েছে একটি সূতার জবানবন্দী। এর দৈর্ঘ্য ৫২ মিনিট। তবে একে প্রামাণ্যচিত্র বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলতে নারাজ নির্মাতা। কামার আহমাদ সাইমনের ভাষায় একটি সূতার জবানবন্দী হলো একটি অসমাপ্ত মনোলগ কোলাজ।
কামার আহমাদ সাইমন বলেন, ‘আকিরা কুরোসাওয়ার রাশোমনের (১৯৫০) অনুপ্রেরণায় একটি সূতার জবানবন্দী ৫২ মিনিটের একটি মনোলগ কোলাজ। আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতার সংখ্যার পেছনে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টা। রানা প্লাজার পর আমাদের সমাজে যে ব্যাপক আলোচনা চলছিল, সেইটা নিয়ে একটা রিসার্চ করছিলাম। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত সিনেমাটি বানানো যায়নি। কারণ অনেক, আমরা তখন নতুন করে সেলফ সেন্সরড হতে শুরু করেছিলাম। তা ছাড়া নিউ লিবারেল পুঁজির দাপটে গোটা কালচারাল ইন্ডাস্ট্রিই তখন এক অর্থে লুম্পেনাইজড। তাই এর রিসার্চ ম্যাটেরিয়াল জোড়া দিয়ে একরকম অসম্পূর্ণ একটা কোলাজ দাঁড় করেছিলাম, যেটাকে প্রামাণ্যচিত্র বা ফিচার সিনেমা কোনোটাই বলা যাবে না। আমি বলি অসম্পূর্ণ মনোলগ কোলাজ, দর্শক স্রেফ ছবি হিসেবে দেখতে পারেন।’
নির্মাণের ১০ বছর পর সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, ‘আমার সিনেমাগুলো একটু ডিমান্ডিং, সময়ের বিচারে সম্ভবত ১০ বছর আগে বানানো। আমার প্রথম সিনেমা “শুনতে কি পাও”-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, সেটিও ওটিটিতে এসেছে প্রায় ১০ বছর পরে। আমাদের প্রচলিত যে চলচ্চিত্র চর্চা বা কালচারাল ইন্ডাস্ট্রি, তার সঙ্গে এই সিনেমাগুলোর কোনো দেনা-পাওনা ছিল না। কিন্তু এখন বরং একরকম উল্টো, অনেক দিন পরে মানুষ একসঙ্গে পুরোনো বন্দোবস্তগুলো বোঝার চেষ্টা করছে, নতুন করে রাস্তা খুঁজছে। সংস্কৃতিচর্চায় “দায় আর দরদ”-এর প্রশ্ন তাই এখন অনেক বেশি প্রাসঙ্গিক। এখনকার দর্শকও অনেক এক্সপোজড, তারা সারা দুনিয়ার ফিকশন, নন-ফিকশন, হাইব্রিড অনেক ধরনের কনটেন্ট দেখে অভ্যস্ত।’
পোশাকশিল্পে দুর্ঘটনা ও পোশাককর্মীদের মানবেতর জীবনের যে চিত্র এতে দেখানো হয়েছে, এত দিনেও কি সেই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? এমন প্রশ্নের জবাবে নির্মাতার ভাষ্য, ‘আজকের দুনিয়ায় পোশাকশিল্প হলো নতুন ক্রীতদাস ব্যবস্থা। পার্থক্য শুধু, আগে জলদস্যুরা জোর করে সহজসরল মানুষের ধরে নিয়ে গিয়ে ভিনদেশে দাস হিসেবে বিক্রি করে দিত। আর এখন লিবারেল পুঁজি দেশি রাজনীতি-ব্যবসায়ী-ঠিকাদারের চক্করে দেশে দেশেই দাসব্যবস্থা তৈরি করে। তাই শ্রমিক-কৃষকের আলাপ আমাদের শহরকেন্দ্রিক তত্ত্বালোচনার বাইরেই থাকে। তাই পরিবর্তন তো দূরের কথা, প্রশ্নগুলোই তো আমরা এখনো তুলতে পারিনি।’
কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনা এবং সারা আফরীনের প্রযোজনায় নির্মিত হয়েছে একটি সূতার জবানবন্দী। ২০১৩ সালে ‘দ্য এশিয়ান পিস’ পুরস্কার জয় করেছিল এটি। পরবর্তী সময়ে এশিয়ার অন্যতম চারটি টেলিভিশন—জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটি।

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি সূতার জবানবন্দী’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তির দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। মাঝে কয়েকটি বিশেষ প্রদর্শনী হলেও নির্মাণের ১০ বছর পর দর্শকদের জন্য মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।
পোশাকশিল্পের দুর্ঘটনা ও কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে তৈরি হয়েছে একটি সূতার জবানবন্দী। এর দৈর্ঘ্য ৫২ মিনিট। তবে একে প্রামাণ্যচিত্র বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলতে নারাজ নির্মাতা। কামার আহমাদ সাইমনের ভাষায় একটি সূতার জবানবন্দী হলো একটি অসমাপ্ত মনোলগ কোলাজ।
কামার আহমাদ সাইমন বলেন, ‘আকিরা কুরোসাওয়ার রাশোমনের (১৯৫০) অনুপ্রেরণায় একটি সূতার জবানবন্দী ৫২ মিনিটের একটি মনোলগ কোলাজ। আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতার সংখ্যার পেছনে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টা। রানা প্লাজার পর আমাদের সমাজে যে ব্যাপক আলোচনা চলছিল, সেইটা নিয়ে একটা রিসার্চ করছিলাম। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত সিনেমাটি বানানো যায়নি। কারণ অনেক, আমরা তখন নতুন করে সেলফ সেন্সরড হতে শুরু করেছিলাম। তা ছাড়া নিউ লিবারেল পুঁজির দাপটে গোটা কালচারাল ইন্ডাস্ট্রিই তখন এক অর্থে লুম্পেনাইজড। তাই এর রিসার্চ ম্যাটেরিয়াল জোড়া দিয়ে একরকম অসম্পূর্ণ একটা কোলাজ দাঁড় করেছিলাম, যেটাকে প্রামাণ্যচিত্র বা ফিচার সিনেমা কোনোটাই বলা যাবে না। আমি বলি অসম্পূর্ণ মনোলগ কোলাজ, দর্শক স্রেফ ছবি হিসেবে দেখতে পারেন।’
নির্মাণের ১০ বছর পর সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, ‘আমার সিনেমাগুলো একটু ডিমান্ডিং, সময়ের বিচারে সম্ভবত ১০ বছর আগে বানানো। আমার প্রথম সিনেমা “শুনতে কি পাও”-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, সেটিও ওটিটিতে এসেছে প্রায় ১০ বছর পরে। আমাদের প্রচলিত যে চলচ্চিত্র চর্চা বা কালচারাল ইন্ডাস্ট্রি, তার সঙ্গে এই সিনেমাগুলোর কোনো দেনা-পাওনা ছিল না। কিন্তু এখন বরং একরকম উল্টো, অনেক দিন পরে মানুষ একসঙ্গে পুরোনো বন্দোবস্তগুলো বোঝার চেষ্টা করছে, নতুন করে রাস্তা খুঁজছে। সংস্কৃতিচর্চায় “দায় আর দরদ”-এর প্রশ্ন তাই এখন অনেক বেশি প্রাসঙ্গিক। এখনকার দর্শকও অনেক এক্সপোজড, তারা সারা দুনিয়ার ফিকশন, নন-ফিকশন, হাইব্রিড অনেক ধরনের কনটেন্ট দেখে অভ্যস্ত।’
পোশাকশিল্পে দুর্ঘটনা ও পোশাককর্মীদের মানবেতর জীবনের যে চিত্র এতে দেখানো হয়েছে, এত দিনেও কি সেই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? এমন প্রশ্নের জবাবে নির্মাতার ভাষ্য, ‘আজকের দুনিয়ায় পোশাকশিল্প হলো নতুন ক্রীতদাস ব্যবস্থা। পার্থক্য শুধু, আগে জলদস্যুরা জোর করে সহজসরল মানুষের ধরে নিয়ে গিয়ে ভিনদেশে দাস হিসেবে বিক্রি করে দিত। আর এখন লিবারেল পুঁজি দেশি রাজনীতি-ব্যবসায়ী-ঠিকাদারের চক্করে দেশে দেশেই দাসব্যবস্থা তৈরি করে। তাই শ্রমিক-কৃষকের আলাপ আমাদের শহরকেন্দ্রিক তত্ত্বালোচনার বাইরেই থাকে। তাই পরিবর্তন তো দূরের কথা, প্রশ্নগুলোই তো আমরা এখনো তুলতে পারিনি।’
কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনা এবং সারা আফরীনের প্রযোজনায় নির্মিত হয়েছে একটি সূতার জবানবন্দী। ২০১৩ সালে ‘দ্য এশিয়ান পিস’ পুরস্কার জয় করেছিল এটি। পরবর্তী সময়ে এশিয়ার অন্যতম চারটি টেলিভিশন—জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটি।
বিনোদন প্রতিবেদক, ঢাকা

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি সূতার জবানবন্দী’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তির দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। মাঝে কয়েকটি বিশেষ প্রদর্শনী হলেও নির্মাণের ১০ বছর পর দর্শকদের জন্য মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।
পোশাকশিল্পের দুর্ঘটনা ও কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে তৈরি হয়েছে একটি সূতার জবানবন্দী। এর দৈর্ঘ্য ৫২ মিনিট। তবে একে প্রামাণ্যচিত্র বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলতে নারাজ নির্মাতা। কামার আহমাদ সাইমনের ভাষায় একটি সূতার জবানবন্দী হলো একটি অসমাপ্ত মনোলগ কোলাজ।
কামার আহমাদ সাইমন বলেন, ‘আকিরা কুরোসাওয়ার রাশোমনের (১৯৫০) অনুপ্রেরণায় একটি সূতার জবানবন্দী ৫২ মিনিটের একটি মনোলগ কোলাজ। আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতার সংখ্যার পেছনে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টা। রানা প্লাজার পর আমাদের সমাজে যে ব্যাপক আলোচনা চলছিল, সেইটা নিয়ে একটা রিসার্চ করছিলাম। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত সিনেমাটি বানানো যায়নি। কারণ অনেক, আমরা তখন নতুন করে সেলফ সেন্সরড হতে শুরু করেছিলাম। তা ছাড়া নিউ লিবারেল পুঁজির দাপটে গোটা কালচারাল ইন্ডাস্ট্রিই তখন এক অর্থে লুম্পেনাইজড। তাই এর রিসার্চ ম্যাটেরিয়াল জোড়া দিয়ে একরকম অসম্পূর্ণ একটা কোলাজ দাঁড় করেছিলাম, যেটাকে প্রামাণ্যচিত্র বা ফিচার সিনেমা কোনোটাই বলা যাবে না। আমি বলি অসম্পূর্ণ মনোলগ কোলাজ, দর্শক স্রেফ ছবি হিসেবে দেখতে পারেন।’
নির্মাণের ১০ বছর পর সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, ‘আমার সিনেমাগুলো একটু ডিমান্ডিং, সময়ের বিচারে সম্ভবত ১০ বছর আগে বানানো। আমার প্রথম সিনেমা “শুনতে কি পাও”-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, সেটিও ওটিটিতে এসেছে প্রায় ১০ বছর পরে। আমাদের প্রচলিত যে চলচ্চিত্র চর্চা বা কালচারাল ইন্ডাস্ট্রি, তার সঙ্গে এই সিনেমাগুলোর কোনো দেনা-পাওনা ছিল না। কিন্তু এখন বরং একরকম উল্টো, অনেক দিন পরে মানুষ একসঙ্গে পুরোনো বন্দোবস্তগুলো বোঝার চেষ্টা করছে, নতুন করে রাস্তা খুঁজছে। সংস্কৃতিচর্চায় “দায় আর দরদ”-এর প্রশ্ন তাই এখন অনেক বেশি প্রাসঙ্গিক। এখনকার দর্শকও অনেক এক্সপোজড, তারা সারা দুনিয়ার ফিকশন, নন-ফিকশন, হাইব্রিড অনেক ধরনের কনটেন্ট দেখে অভ্যস্ত।’
পোশাকশিল্পে দুর্ঘটনা ও পোশাককর্মীদের মানবেতর জীবনের যে চিত্র এতে দেখানো হয়েছে, এত দিনেও কি সেই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? এমন প্রশ্নের জবাবে নির্মাতার ভাষ্য, ‘আজকের দুনিয়ায় পোশাকশিল্প হলো নতুন ক্রীতদাস ব্যবস্থা। পার্থক্য শুধু, আগে জলদস্যুরা জোর করে সহজসরল মানুষের ধরে নিয়ে গিয়ে ভিনদেশে দাস হিসেবে বিক্রি করে দিত। আর এখন লিবারেল পুঁজি দেশি রাজনীতি-ব্যবসায়ী-ঠিকাদারের চক্করে দেশে দেশেই দাসব্যবস্থা তৈরি করে। তাই শ্রমিক-কৃষকের আলাপ আমাদের শহরকেন্দ্রিক তত্ত্বালোচনার বাইরেই থাকে। তাই পরিবর্তন তো দূরের কথা, প্রশ্নগুলোই তো আমরা এখনো তুলতে পারিনি।’
কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনা এবং সারা আফরীনের প্রযোজনায় নির্মিত হয়েছে একটি সূতার জবানবন্দী। ২০১৩ সালে ‘দ্য এশিয়ান পিস’ পুরস্কার জয় করেছিল এটি। পরবর্তী সময়ে এশিয়ার অন্যতম চারটি টেলিভিশন—জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটি।

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি সূতার জবানবন্দী’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তির দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। মাঝে কয়েকটি বিশেষ প্রদর্শনী হলেও নির্মাণের ১০ বছর পর দর্শকদের জন্য মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।
পোশাকশিল্পের দুর্ঘটনা ও কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে তৈরি হয়েছে একটি সূতার জবানবন্দী। এর দৈর্ঘ্য ৫২ মিনিট। তবে একে প্রামাণ্যচিত্র বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলতে নারাজ নির্মাতা। কামার আহমাদ সাইমনের ভাষায় একটি সূতার জবানবন্দী হলো একটি অসমাপ্ত মনোলগ কোলাজ।
কামার আহমাদ সাইমন বলেন, ‘আকিরা কুরোসাওয়ার রাশোমনের (১৯৫০) অনুপ্রেরণায় একটি সূতার জবানবন্দী ৫২ মিনিটের একটি মনোলগ কোলাজ। আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতার সংখ্যার পেছনে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টা। রানা প্লাজার পর আমাদের সমাজে যে ব্যাপক আলোচনা চলছিল, সেইটা নিয়ে একটা রিসার্চ করছিলাম। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত সিনেমাটি বানানো যায়নি। কারণ অনেক, আমরা তখন নতুন করে সেলফ সেন্সরড হতে শুরু করেছিলাম। তা ছাড়া নিউ লিবারেল পুঁজির দাপটে গোটা কালচারাল ইন্ডাস্ট্রিই তখন এক অর্থে লুম্পেনাইজড। তাই এর রিসার্চ ম্যাটেরিয়াল জোড়া দিয়ে একরকম অসম্পূর্ণ একটা কোলাজ দাঁড় করেছিলাম, যেটাকে প্রামাণ্যচিত্র বা ফিচার সিনেমা কোনোটাই বলা যাবে না। আমি বলি অসম্পূর্ণ মনোলগ কোলাজ, দর্শক স্রেফ ছবি হিসেবে দেখতে পারেন।’
নির্মাণের ১০ বছর পর সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, ‘আমার সিনেমাগুলো একটু ডিমান্ডিং, সময়ের বিচারে সম্ভবত ১০ বছর আগে বানানো। আমার প্রথম সিনেমা “শুনতে কি পাও”-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, সেটিও ওটিটিতে এসেছে প্রায় ১০ বছর পরে। আমাদের প্রচলিত যে চলচ্চিত্র চর্চা বা কালচারাল ইন্ডাস্ট্রি, তার সঙ্গে এই সিনেমাগুলোর কোনো দেনা-পাওনা ছিল না। কিন্তু এখন বরং একরকম উল্টো, অনেক দিন পরে মানুষ একসঙ্গে পুরোনো বন্দোবস্তগুলো বোঝার চেষ্টা করছে, নতুন করে রাস্তা খুঁজছে। সংস্কৃতিচর্চায় “দায় আর দরদ”-এর প্রশ্ন তাই এখন অনেক বেশি প্রাসঙ্গিক। এখনকার দর্শকও অনেক এক্সপোজড, তারা সারা দুনিয়ার ফিকশন, নন-ফিকশন, হাইব্রিড অনেক ধরনের কনটেন্ট দেখে অভ্যস্ত।’
পোশাকশিল্পে দুর্ঘটনা ও পোশাককর্মীদের মানবেতর জীবনের যে চিত্র এতে দেখানো হয়েছে, এত দিনেও কি সেই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? এমন প্রশ্নের জবাবে নির্মাতার ভাষ্য, ‘আজকের দুনিয়ায় পোশাকশিল্প হলো নতুন ক্রীতদাস ব্যবস্থা। পার্থক্য শুধু, আগে জলদস্যুরা জোর করে সহজসরল মানুষের ধরে নিয়ে গিয়ে ভিনদেশে দাস হিসেবে বিক্রি করে দিত। আর এখন লিবারেল পুঁজি দেশি রাজনীতি-ব্যবসায়ী-ঠিকাদারের চক্করে দেশে দেশেই দাসব্যবস্থা তৈরি করে। তাই শ্রমিক-কৃষকের আলাপ আমাদের শহরকেন্দ্রিক তত্ত্বালোচনার বাইরেই থাকে। তাই পরিবর্তন তো দূরের কথা, প্রশ্নগুলোই তো আমরা এখনো তুলতে পারিনি।’
কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনা এবং সারা আফরীনের প্রযোজনায় নির্মিত হয়েছে একটি সূতার জবানবন্দী। ২০১৩ সালে ‘দ্য এশিয়ান পিস’ পুরস্কার জয় করেছিল এটি। পরবর্তী সময়ে এশিয়ার অন্যতম চারটি টেলিভিশন—জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটি।

শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় ....
৫ ঘণ্টা আগে
গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
৬ ঘণ্টা আগে
রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় করবেন ইধিকা । এবার তাঁর নায়ক সিয়াম আহমেদ । ‘ রাক্ষস ’ নামের সিনেমায় জুটি হচ্ছেন তাঁরা । অথচ অভিনেত্রী জানালেন ভিন্ন কথা । এমন নামের কোনো সিনেমা নিয়ে তাঁর সঙ্গে নাকি কোনো কথাই হয়নি । রাক্ষস সিনেমায় ইধিকার অভিনয়ের এই গুঞ্জন কয়েক দিন ধরে । ইতিমধ্যে নাকি আলাপও হয়েছে নির্মাতাদের সঙ্গে , এমন খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে । কিন্তু , নতুন এই সিনেমা নিয়ে কথা বলতে যোগাযোগ করলে ইধিকা জানালেন ভিন্ন কথা । খুদে বার্তায় আজকের পত্রিকাকে ইধিকা লেখেন , “ এখন অবধি এ রকম ( রাক্ষস ) নামের কোনো সিনেমা নিয়ে আমার কোনো কথা হয়নি । ' একই কথা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকেও জানিয়েছেন ইধিকা । অভিনেত্রী জানান , সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় নিয়ে কোনো কথা হয়নি ।
আনন্দবাজার জানাচ্ছে , ইধিকা না থাকলেও রাক্ষসে সিয়ামের সঙ্গে থাকবেন টালিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় । এর আগে এ সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের খবর ছড়িয়েছিল । রাক্ষস সিনেমায় দেশ - বিদেশের একাধিক অভিনেত্রীর নাম শোনা গেলেও এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার কাছ থেকে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা । বরং প্রযোজক শাহরিনা সুলতানা সংবাদমাধ্যমে জানিয়েছেন , এই সিনেমা নিয়ে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথা হয়েছে । শেষ পর্যন্ত কে থাকছে , সেটা সময় বলে দেবে । রাক্ষসের আগে আবু হায়াত মাহমুদের ‘ প্রিন্স ' সিনেমার নায়িকা হিসেবেও শোনা গেছে ইধিকার নাম । সেই দৃশ্যপটও বদলে গেছে ।
এখন শোনা যাচ্ছে , ইধিকা নয় , টালিউডের আরেক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম । তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে তাসনিয়া ফারিণের থাকার বিষয়টি নিশ্চিত করলেও অন্য কারও নাম ঘোষণা হয়নি এখন পর্যন্ত । জানা গেছে , এ মাসেই শুরু হবে প্রিন্স ও রাক্ষস সিনেমার শুটিং । দুটি সিনেমার বেশির ভাগ শুটিং হবে দেশের বাইরে । সবকিছু ঠিক থাকলে আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে সিনেমা দুটি ।
এ ধরনের গুঞ্জনে অবাক হয়েছেন তিনি । গত বছরও শোনা গিয়েছিল ‘ সিকান্দার ' নামের একটি সিনেমায় জুটি হচ্ছেন সিয়াম - ইধিকা । সেই খবরও শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে গেছে । এদিকে

শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় করবেন ইধিকা । এবার তাঁর নায়ক সিয়াম আহমেদ । ‘ রাক্ষস ’ নামের সিনেমায় জুটি হচ্ছেন তাঁরা । অথচ অভিনেত্রী জানালেন ভিন্ন কথা । এমন নামের কোনো সিনেমা নিয়ে তাঁর সঙ্গে নাকি কোনো কথাই হয়নি । রাক্ষস সিনেমায় ইধিকার অভিনয়ের এই গুঞ্জন কয়েক দিন ধরে । ইতিমধ্যে নাকি আলাপও হয়েছে নির্মাতাদের সঙ্গে , এমন খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে । কিন্তু , নতুন এই সিনেমা নিয়ে কথা বলতে যোগাযোগ করলে ইধিকা জানালেন ভিন্ন কথা । খুদে বার্তায় আজকের পত্রিকাকে ইধিকা লেখেন , “ এখন অবধি এ রকম ( রাক্ষস ) নামের কোনো সিনেমা নিয়ে আমার কোনো কথা হয়নি । ' একই কথা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকেও জানিয়েছেন ইধিকা । অভিনেত্রী জানান , সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় নিয়ে কোনো কথা হয়নি ।
আনন্দবাজার জানাচ্ছে , ইধিকা না থাকলেও রাক্ষসে সিয়ামের সঙ্গে থাকবেন টালিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় । এর আগে এ সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের খবর ছড়িয়েছিল । রাক্ষস সিনেমায় দেশ - বিদেশের একাধিক অভিনেত্রীর নাম শোনা গেলেও এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার কাছ থেকে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা । বরং প্রযোজক শাহরিনা সুলতানা সংবাদমাধ্যমে জানিয়েছেন , এই সিনেমা নিয়ে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথা হয়েছে । শেষ পর্যন্ত কে থাকছে , সেটা সময় বলে দেবে । রাক্ষসের আগে আবু হায়াত মাহমুদের ‘ প্রিন্স ' সিনেমার নায়িকা হিসেবেও শোনা গেছে ইধিকার নাম । সেই দৃশ্যপটও বদলে গেছে ।
এখন শোনা যাচ্ছে , ইধিকা নয় , টালিউডের আরেক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম । তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে তাসনিয়া ফারিণের থাকার বিষয়টি নিশ্চিত করলেও অন্য কারও নাম ঘোষণা হয়নি এখন পর্যন্ত । জানা গেছে , এ মাসেই শুরু হবে প্রিন্স ও রাক্ষস সিনেমার শুটিং । দুটি সিনেমার বেশির ভাগ শুটিং হবে দেশের বাইরে । সবকিছু ঠিক থাকলে আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে সিনেমা দুটি ।
এ ধরনের গুঞ্জনে অবাক হয়েছেন তিনি । গত বছরও শোনা গিয়েছিল ‘ সিকান্দার ' নামের একটি সিনেমায় জুটি হচ্ছেন সিয়াম - ইধিকা । সেই খবরও শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে গেছে । এদিকে

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
২৪ এপ্রিল ২০২৫
গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
৬ ঘণ্টা আগে
রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
‘যদি কোথাও/ কোনো দিন দূরে সরে যাই/ নিসর্গের আঁধারে হারাই/ সমুদ্রের ঢেউ দেখে আমায় রেখো মনে’—এমন কথার গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান, সুর করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমাদ শাফিন। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনি। গেয়েছেন শেখ ইশতিয়াক। শুটিং হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। মডেল হয়েছেন নীল হুরেজাহান।
২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ দিয়ে নতুন করে জেগে উঠেছিল ব্যান্ড শিরোনামহীন। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে যখন হিমশিম খাচ্ছিল দলটি, তখন এই অবেলায় গানটি ছিল শিরোনামহীনের জন্য অক্সিজেনের মতো। ছয় বছর পর প্রকাশ পেল এ গানের সিকুয়েল এই অবেলায় ২।
শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে বাংলার পাশাপাশি এই অবেলায় প্রকাশ পেয়েছে ইংরেজি ভাষায়। এই ভার্সনের শিরোনাম দেওয়া হয়েছে ‘রিমেম্বার মি’। ইংরেজি ভার্সন নিয়ে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘এই অবেলায় গানটি বিদেশি ভাষার মানুষও পছন্দ করেছে। ইউটিউব চ্যানেলে অনেক মন্তব্য দেখেছি ইংরেজি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা, “আমি গানের ভাষা বুঝতে পারছি না। কিন্তু গানটির সুর খুব ভালো লাগছে।” তাই এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন করা। আশা করছি, বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনটাও দেশ-বিদেশের শ্রোতাদের মন জয় করতে পারবে। সেটা হলে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও হতে পারে।’

গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
‘যদি কোথাও/ কোনো দিন দূরে সরে যাই/ নিসর্গের আঁধারে হারাই/ সমুদ্রের ঢেউ দেখে আমায় রেখো মনে’—এমন কথার গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান, সুর করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমাদ শাফিন। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনি। গেয়েছেন শেখ ইশতিয়াক। শুটিং হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। মডেল হয়েছেন নীল হুরেজাহান।
২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ দিয়ে নতুন করে জেগে উঠেছিল ব্যান্ড শিরোনামহীন। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে যখন হিমশিম খাচ্ছিল দলটি, তখন এই অবেলায় গানটি ছিল শিরোনামহীনের জন্য অক্সিজেনের মতো। ছয় বছর পর প্রকাশ পেল এ গানের সিকুয়েল এই অবেলায় ২।
শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে বাংলার পাশাপাশি এই অবেলায় প্রকাশ পেয়েছে ইংরেজি ভাষায়। এই ভার্সনের শিরোনাম দেওয়া হয়েছে ‘রিমেম্বার মি’। ইংরেজি ভার্সন নিয়ে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘এই অবেলায় গানটি বিদেশি ভাষার মানুষও পছন্দ করেছে। ইউটিউব চ্যানেলে অনেক মন্তব্য দেখেছি ইংরেজি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা, “আমি গানের ভাষা বুঝতে পারছি না। কিন্তু গানটির সুর খুব ভালো লাগছে।” তাই এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন করা। আশা করছি, বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনটাও দেশ-বিদেশের শ্রোতাদের মন জয় করতে পারবে। সেটা হলে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও হতে পারে।’

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
২৪ এপ্রিল ২০২৫
শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় ....
৫ ঘণ্টা আগে
রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন। শুরুতে থাকবে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশনা, যেখানে শিল্পীরা রাশিয়ান সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরবেন। এরপর গান শোনাবে সোনার বাংলা সার্কাস। এ ছাড়া থাকবে আরও বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন।
এই বিশেষ আয়োজন উৎসর্গ করা হয়েছে রাশিয়ার জনকূটনৈতিক কর্মকাণ্ডের শতবর্ষ পূর্তি এবং বাংলাদেশের বিজয় দিবস—দুটি ঐতিহাসিক মাইলফলককে, যা বাংলাদেশ ও রাশিয়ার জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আয়োজকেরা বলছেন, এ অনুষ্ঠান শুধুই একটি কনসার্ট নয়, এটি সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার উৎসব, যা বাংলাদেশ ও রাশিয়ার মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।
রাশিয়ান হাউস, ঢাকার সহযোগিতায় ওই অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক, যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন। শুরুতে থাকবে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশনা, যেখানে শিল্পীরা রাশিয়ান সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরবেন। এরপর গান শোনাবে সোনার বাংলা সার্কাস। এ ছাড়া থাকবে আরও বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন।
এই বিশেষ আয়োজন উৎসর্গ করা হয়েছে রাশিয়ার জনকূটনৈতিক কর্মকাণ্ডের শতবর্ষ পূর্তি এবং বাংলাদেশের বিজয় দিবস—দুটি ঐতিহাসিক মাইলফলককে, যা বাংলাদেশ ও রাশিয়ার জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আয়োজকেরা বলছেন, এ অনুষ্ঠান শুধুই একটি কনসার্ট নয়, এটি সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার উৎসব, যা বাংলাদেশ ও রাশিয়ার মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।
রাশিয়ান হাউস, ঢাকার সহযোগিতায় ওই অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক, যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
২৪ এপ্রিল ২০২৫
শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় ....
৫ ঘণ্টা আগে
গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিনোদন ডেস্ক

⊲ অন্তরাত্মা (বাংলা সিনেমা)
⊲ বিহান (রাজবংশী ভাষার সিনেমা)
⊲ মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং (ইংরেজি সিনেমা)
⊲ জে কেলি (ইংরেজি সিনেমা)
⊲ দ্য বিলিভারস ২ (থাই সিরিজ)

⊲ অন্তরাত্মা (বাংলা সিনেমা)
⊲ বিহান (রাজবংশী ভাষার সিনেমা)
⊲ মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং (ইংরেজি সিনেমা)
⊲ জে কেলি (ইংরেজি সিনেমা)
⊲ দ্য বিলিভারস ২ (থাই সিরিজ)

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
২৪ এপ্রিল ২০২৫
শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় ....
৫ ঘণ্টা আগে
গত বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায় ২’ গানের টিজার। তবে স্পনসর জটিলতায় আটকে ছিল গানটি। অবশেষে গতকাল প্রকাশ পেল শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত এই অবেলায় গানের দ্বিতীয় পর্ব। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের শেষ গান।
৬ ঘণ্টা আগে
রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের। রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের ব্যান্ড সোনার বাংলা সার্কাসের কনসার্ট।
৬ ঘণ্টা আগে