Ajker Patrika

গান গাইলেন সিয়াম ও হিমি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
হিমি ও সিয়াম। ছবি: ফাগুন অডিও ভিশন
হিমি ও সিয়াম। ছবি: ফাগুন অডিও ভিশন

গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাহসান খানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয়তা পায়। এবার ইত্যাদির মঞ্চেও থাকছে চমক। কবির বকুলের লেখা ও ইমরানের সুর-সংগীতে গান গাইবেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।

এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে শুরু হলেও এখন পুরো মনোযোগ সিনেমা নিয়ে। এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। চার বছর আগে প্রীতম হাসানের ‘খোকা’ গানটি কাভার করলেও এবারই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন সিয়াম। সিয়াম ও হিমি নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম তাঁদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

সিয়াম বলেন, ‘আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই আমাকে তাগাদা না দিলে হয়তো গাওয়া হতো না। এটা দর্শকদের জন্য আমার ঈদ উপহার।’

গানে সিয়াম নতুন হলেও হিমি কিন্তু নতুন নয়। সংগীতে তাঁর হাতেখড়ি সাধনা মিত্রের কাছে। ছোটবেলায় ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। তালিম নিয়েছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও। নাটকের গানেও পাওয়া গেছে হিমিকে।

ইত্যাদির এই গান নিয়ে হিমি বলেন, ‘ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তা-ও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক। এ ছাড়া ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। দারুণ এক অভিজ্ঞতা হলো ক্যারিয়ারে।’

ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ