
আর মাত্র তিন মাসের অপেক্ষা। সেপ্টেম্বরেই দীপিকা পাড়ুকোনের কোল আলো করে আসবে সন্তান। তবে ব্যস্ততার শেষ নেই তাঁর। সম্প্রতি বেবি বাম্প নিয়েই ছুটে গেলেন ‘কাল্কি ২৮৯৮’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্টে। শরীরচাপা কালো পোশাকে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। ক্যামেরার সামনে বেবি বাম্প নিয়ে পোজ দিতে, কথা বলতে দেখা যায় দীপিকাকে। দীপিকার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসানরা।
‘কাল্কি ২৮৯৮’ সিনেমার প্রিরিলিজ ইভেন্টেই প্রথম বেবি বাম্পের ছবি শেয়ার করলেন দীপিকা। আগে তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এলেও নায়িকা নিজে তা সামনে আনেননি। এবার ভক্তদের সঙ্গে স্বেচ্ছায় তা ভাগ করলেন দীপিকা। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার আমার খিদে পেয়েছে।’ ছবিতে দেখা যাচ্ছে, হাসিতে ফেটে পড়ছেন হবু মা।
পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ছিলেন দীপিকা। ‘কাল্কি’ সিনেমার টিমও যত্নবান ছিল তাঁর প্রতি। বেবি বাম্প নিয়ে এখন হাঁটতে-চলতে একটু অসুবিধা হচ্ছিল দীপিকার। একটি ভিডিওতে দেখা যায় মঞ্চে ওঠার জন্য এদিন দীপিকার দিকে সাহায্য়ের হাত বাড়ান অমিতাভ। স্টেজ থেকে নামবার সময় অভিনেত্রীর সাহায্যের জন্য ছুটে যান প্রভাস।
এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায়ও শুটিং করতে দেখে বিভিন্ন মন্তব্য, কটাক্ষ ধেয়ে এসেছিল দীপিকার দিকে। অনেকেই মনে করছিলেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে কখনো মুখ খোলেননি দীপিকা বা তাঁর স্বামী রণবীর সিং। দীপিকা হয়তো সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত বেবি বাম্পের ছবি প্রকাশের জন্য নিজের সিনেমা প্রচারের দিনকেই বেছে নিলের দীপিকা।
নাগ আশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮’ মুক্তি পাচ্ছে ২৭ জুন। এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন প্রভাস ও দীপিকা। দীপিকা ও প্রভাস ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও কমল হাসান।

আর মাত্র তিন মাসের অপেক্ষা। সেপ্টেম্বরেই দীপিকা পাড়ুকোনের কোল আলো করে আসবে সন্তান। তবে ব্যস্ততার শেষ নেই তাঁর। সম্প্রতি বেবি বাম্প নিয়েই ছুটে গেলেন ‘কাল্কি ২৮৯৮’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্টে। শরীরচাপা কালো পোশাকে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। ক্যামেরার সামনে বেবি বাম্প নিয়ে পোজ দিতে, কথা বলতে দেখা যায় দীপিকাকে। দীপিকার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসানরা।
‘কাল্কি ২৮৯৮’ সিনেমার প্রিরিলিজ ইভেন্টেই প্রথম বেবি বাম্পের ছবি শেয়ার করলেন দীপিকা। আগে তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এলেও নায়িকা নিজে তা সামনে আনেননি। এবার ভক্তদের সঙ্গে স্বেচ্ছায় তা ভাগ করলেন দীপিকা। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার আমার খিদে পেয়েছে।’ ছবিতে দেখা যাচ্ছে, হাসিতে ফেটে পড়ছেন হবু মা।
পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ছিলেন দীপিকা। ‘কাল্কি’ সিনেমার টিমও যত্নবান ছিল তাঁর প্রতি। বেবি বাম্প নিয়ে এখন হাঁটতে-চলতে একটু অসুবিধা হচ্ছিল দীপিকার। একটি ভিডিওতে দেখা যায় মঞ্চে ওঠার জন্য এদিন দীপিকার দিকে সাহায্য়ের হাত বাড়ান অমিতাভ। স্টেজ থেকে নামবার সময় অভিনেত্রীর সাহায্যের জন্য ছুটে যান প্রভাস।
এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায়ও শুটিং করতে দেখে বিভিন্ন মন্তব্য, কটাক্ষ ধেয়ে এসেছিল দীপিকার দিকে। অনেকেই মনে করছিলেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে কখনো মুখ খোলেননি দীপিকা বা তাঁর স্বামী রণবীর সিং। দীপিকা হয়তো সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত বেবি বাম্পের ছবি প্রকাশের জন্য নিজের সিনেমা প্রচারের দিনকেই বেছে নিলের দীপিকা।
নাগ আশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮’ মুক্তি পাচ্ছে ২৭ জুন। এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন প্রভাস ও দীপিকা। দীপিকা ও প্রভাস ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও কমল হাসান।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৯ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৯ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৯ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৯ ঘণ্টা আগে