শিক্ষা ডেস্ক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ৫ শিক্ষক একসঙ্গে অধ্যাপক হয়েছেন। ২৯ জানুয়ারি আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই সিদ্ধান্তের বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পাঁচজন অধ্যাপক হলেন মোহাম্মদ আশরাফুল আলম, ড. মোছা. নুরজাহান খাতুন, ড. মো. ইসতিয়াক আহমেদ তালুকদার, ড. মো. বশীর উদ্দীন খান ও ড. রুখসানা সিদ্দীকা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাঁচজনের চারজনই পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১২ বছর অতিবাহিত করায় অধ্যাপক হয়েছেন। এর মধ্যে নুরজাহান খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ইসতিয়াক আহমেদ তুরস্কের ন্যাশনাল পুলিশ একাডেমি থেকে, বশীর উদ্দীন খান চীনের সাংহাই ইউনিভার্সিটি এবং রুখসানা সিদ্দীকা ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
এ ছাড়া আশরাফুল আলম নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১৮ বছর অতিবাহিত করার কারণে অধ্যাপক হয়েছেন। তিনি হাঙ্গেরির ইএলটিইতে পিএইচডি ডিগ্রির শেষ পর্যায়ে রয়েছেন।
এই অধ্যাপকদের মধ্যে ইসতিয়াক আহমেদ, বশীর উদ্দীন ও রুখসানা সিদ্দীকা একই বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিভাগটির শিক্ষার্থী হিসেবে এই প্রথম তাঁরাই অধ্যাপক হলেন। শুধু তাই নয়, মাভাবিপ্রবিতে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ ২০০৩ সালে দেশে সর্বপ্রথম চালু হওয়ায় সারা দেশের মধ্যে প্রথমবারের মতো বিভাগটির শিক্ষার্থীরা নিজ বিভাগে অধ্যাপক হলেন।
জানতে চাইলে ড. মো. ইসতিয়াক আহমেদ বলেন, সিপিএস বিভাগের শিক্ষার্থীদের থেকে একই বিভাগে অধ্যাপক হিসেবে বাংলাদেশে আমরাই প্রথম। বিভাগটি প্রতিষ্ঠার পর এই অর্জন দেরিতে হলেও, অনেক আনন্দের। অধ্যাপকের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বিভাগের সক্ষমতা ও সুনাম বৃদ্ধি পাবে। আমাদের এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করবে।
এই নিয়ে বিভাগটির ১৫ শিক্ষকের মধ্যে ৬ জন অধ্যাপক হলেন। এর আগে বিভাগটির সভাপতি ড. মুহাম্মদ উমর ফারুক ২০২০ সালে অধ্যাপক হন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ৫ শিক্ষক একসঙ্গে অধ্যাপক হয়েছেন। ২৯ জানুয়ারি আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই সিদ্ধান্তের বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পাঁচজন অধ্যাপক হলেন মোহাম্মদ আশরাফুল আলম, ড. মোছা. নুরজাহান খাতুন, ড. মো. ইসতিয়াক আহমেদ তালুকদার, ড. মো. বশীর উদ্দীন খান ও ড. রুখসানা সিদ্দীকা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাঁচজনের চারজনই পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১২ বছর অতিবাহিত করায় অধ্যাপক হয়েছেন। এর মধ্যে নুরজাহান খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ইসতিয়াক আহমেদ তুরস্কের ন্যাশনাল পুলিশ একাডেমি থেকে, বশীর উদ্দীন খান চীনের সাংহাই ইউনিভার্সিটি এবং রুখসানা সিদ্দীকা ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
এ ছাড়া আশরাফুল আলম নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১৮ বছর অতিবাহিত করার কারণে অধ্যাপক হয়েছেন। তিনি হাঙ্গেরির ইএলটিইতে পিএইচডি ডিগ্রির শেষ পর্যায়ে রয়েছেন।
এই অধ্যাপকদের মধ্যে ইসতিয়াক আহমেদ, বশীর উদ্দীন ও রুখসানা সিদ্দীকা একই বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিভাগটির শিক্ষার্থী হিসেবে এই প্রথম তাঁরাই অধ্যাপক হলেন। শুধু তাই নয়, মাভাবিপ্রবিতে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ ২০০৩ সালে দেশে সর্বপ্রথম চালু হওয়ায় সারা দেশের মধ্যে প্রথমবারের মতো বিভাগটির শিক্ষার্থীরা নিজ বিভাগে অধ্যাপক হলেন।
জানতে চাইলে ড. মো. ইসতিয়াক আহমেদ বলেন, সিপিএস বিভাগের শিক্ষার্থীদের থেকে একই বিভাগে অধ্যাপক হিসেবে বাংলাদেশে আমরাই প্রথম। বিভাগটি প্রতিষ্ঠার পর এই অর্জন দেরিতে হলেও, অনেক আনন্দের। অধ্যাপকের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বিভাগের সক্ষমতা ও সুনাম বৃদ্ধি পাবে। আমাদের এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করবে।
এই নিয়ে বিভাগটির ১৫ শিক্ষকের মধ্যে ৬ জন অধ্যাপক হলেন। এর আগে বিভাগটির সভাপতি ড. মুহাম্মদ উমর ফারুক ২০২০ সালে অধ্যাপক হন।
নিউজিল্যান্ড সরকারের মানাকি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ বৃত্তির জন্য অর্থায়ন করবে।
৪৪ মিনিট আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির সময় বাড়ানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালে যেকোনো সময় এমবিবিএসে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। আগের সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় ছিল শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
২১ ঘণ্টা আগেপড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজ করা সহজ নয়। বই লেখার কথা বললে তো আরও কঠিন। তবে সেই কঠিন কাজ করে দেখিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে তাঁদের স্বরচিত বই প্রকাশিত হয়েছে। এমনই কয়েকজন তরুণ লেখকের গল্প জানাচ্ছে...
১ দিন আগেচীনে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি সিএসসি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আগ্রহী শিক্ষার্থীরা চীন সরকারের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ দিন আগে